ETV Bharat / sports

দর্শকে মুগ্ধ মোহনবাগান কোচ ভিকুনা, গোয়ায় আবাসিক শিবিরের সিদ্ধান্ত - kolkata

9 বা 10 জুলাই থেকে গোয়ায় আবাসিক শিবির শুরু হতে পারে মোহনবাগানের ।

দর্শকে মুগ্ধ মোহনবাগান কোচ ভিকুনা, গোয়ায় আবাসিক শিবিরের সিদ্ধান্ত
author img

By

Published : Jul 4, 2019, 2:14 PM IST

Updated : Jul 4, 2019, 3:18 PM IST

কলকাতা, 4 জুলাই : প্রাক মরশুম অনুশীলনে দলের মেজাজ বেঁধে দিতে চাইছেন কিবু ভিকুনা । সেই মতো 9 বা 10 জুলাই থেকে গোয়ায় আবাসিক শিবির শুরু হতে পারে মোহনবাগানের । দল গোয়ায় পৌঁছাবে 8 তারিখেই ।

শুনুন কিবু ভিকুনার বক্তব্য

এদিকে আপাতত আজ সকালেই দল নিয়ে মোহনবাগান মাঠে নেমে পড়লেন ভিকুনা । নতুন পরিবেশে নতুন চ্যালেঞ্জ নিতে কলকাতায় এসেছেন । আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন । কিন্তু রক্ষণে জোর দেওয়ার কথা বলেছেন । তাই বিদেশি ফিজ়িওর অধীনে ফুটবলারদের শারীরিক কসরৎ যাতে বিরক্তিকর না হয় সেজন্য বল নিয়ে অনুশীলনও করালেন । আক্রমণ ও প্রতিআক্রমণে উপভোগ্য প্র্যাকটিসে মন জিতলেন সকলের ।

বিয়েলসার কোচিং দর্শনে বিশ্বাসী কিবু ভিকুনা দর্শকদের উন্মাদনায় খুশি । ভালো ফুটবলে সাফল্য পাওয়ার কথা বলছেন । তাই আয়োজনে ত্রুটি নিয়ে কোনও অভিযোগ তুলতে চান না । প্রথম দিনের অনুশীলন শেষে পুরো কোচিং ব্রিগেড নিয়ে জরুরি আলোচনা সারলেন । যা দেখে বলাই যায়, প্রথম দিন থেকে মোহনবাগানকে কড়া হাতে বাঁধতে চাইছেন ভিকুনা ।

কলকাতা, 4 জুলাই : প্রাক মরশুম অনুশীলনে দলের মেজাজ বেঁধে দিতে চাইছেন কিবু ভিকুনা । সেই মতো 9 বা 10 জুলাই থেকে গোয়ায় আবাসিক শিবির শুরু হতে পারে মোহনবাগানের । দল গোয়ায় পৌঁছাবে 8 তারিখেই ।

শুনুন কিবু ভিকুনার বক্তব্য

এদিকে আপাতত আজ সকালেই দল নিয়ে মোহনবাগান মাঠে নেমে পড়লেন ভিকুনা । নতুন পরিবেশে নতুন চ্যালেঞ্জ নিতে কলকাতায় এসেছেন । আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন । কিন্তু রক্ষণে জোর দেওয়ার কথা বলেছেন । তাই বিদেশি ফিজ়িওর অধীনে ফুটবলারদের শারীরিক কসরৎ যাতে বিরক্তিকর না হয় সেজন্য বল নিয়ে অনুশীলনও করালেন । আক্রমণ ও প্রতিআক্রমণে উপভোগ্য প্র্যাকটিসে মন জিতলেন সকলের ।

বিয়েলসার কোচিং দর্শনে বিশ্বাসী কিবু ভিকুনা দর্শকদের উন্মাদনায় খুশি । ভালো ফুটবলে সাফল্য পাওয়ার কথা বলছেন । তাই আয়োজনে ত্রুটি নিয়ে কোনও অভিযোগ তুলতে চান না । প্রথম দিনের অনুশীলন শেষে পুরো কোচিং ব্রিগেড নিয়ে জরুরি আলোচনা সারলেন । যা দেখে বলাই যায়, প্রথম দিন থেকে মোহনবাগানকে কড়া হাতে বাঁধতে চাইছেন ভিকুনা ।

Intro:প্রাক মরসুম অনুশীলনে দলের মেজাজ বেধে দিতে চাইছেন কিবু ভিকুনা। আবাসিক শিবিরের ভাবনা রয়েছে। আপাতত মোহনবাগান মাঠেই বৃহস্পতিবার সকাল থেকে নেমে পড়লেন।নতুন পরিবেশে নতুন চ্যালেঞ্জ নিতে কলকাতায় এসেছেন। আক্রমনাত্মক ফুটবল পছন্দ করেন।কিন্তু রক্ষণে জোর দেওয়ার কথা বলেছেন। তাই বিদেশি ফিজিওর অধীনে ফুটবলারদের শারীরিক কসরৎ যাতে বিরক্তিকর না হয় সেজন্য বল নিয়ে অনুশীলনও করালেন। আক্রমণ ও প্রতিআক্রমণে উপভোগ্য প্র্যাকটিসে মন জিতলেন সকলের। বিয়েলসার কোচিং দর্শনে বিশ্বাসী কিবু ভিকুনা দর্শকদের উন্মাদনায় খুশি। ভালো ফুটবলে সাফল্য পাওয়ার কথা বলছেন। তাই আয়োজনে ত্রুটি নিয়ে কোনও অভিযোগ তুলতে চান না। প্রথম দিনের অনুশীলন শেষে পুরো কোচিং ব্রিগেড নিয়ে জরুরি আলোচনা সারলেন। আসলে প্রথম দিন থেকে মোহনবাগান কে কড়া হাতে বাধতে চাইছেন।


Body:মোহনবাগান


Conclusion:
Last Updated : Jul 4, 2019, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.