কলকাতা, 4 জুলাই : প্রাক মরশুম অনুশীলনে দলের মেজাজ বেঁধে দিতে চাইছেন কিবু ভিকুনা । সেই মতো 9 বা 10 জুলাই থেকে গোয়ায় আবাসিক শিবির শুরু হতে পারে মোহনবাগানের । দল গোয়ায় পৌঁছাবে 8 তারিখেই ।
এদিকে আপাতত আজ সকালেই দল নিয়ে মোহনবাগান মাঠে নেমে পড়লেন ভিকুনা । নতুন পরিবেশে নতুন চ্যালেঞ্জ নিতে কলকাতায় এসেছেন । আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন । কিন্তু রক্ষণে জোর দেওয়ার কথা বলেছেন । তাই বিদেশি ফিজ়িওর অধীনে ফুটবলারদের শারীরিক কসরৎ যাতে বিরক্তিকর না হয় সেজন্য বল নিয়ে অনুশীলনও করালেন । আক্রমণ ও প্রতিআক্রমণে উপভোগ্য প্র্যাকটিসে মন জিতলেন সকলের ।
বিয়েলসার কোচিং দর্শনে বিশ্বাসী কিবু ভিকুনা দর্শকদের উন্মাদনায় খুশি । ভালো ফুটবলে সাফল্য পাওয়ার কথা বলছেন । তাই আয়োজনে ত্রুটি নিয়ে কোনও অভিযোগ তুলতে চান না । প্রথম দিনের অনুশীলন শেষে পুরো কোচিং ব্রিগেড নিয়ে জরুরি আলোচনা সারলেন । যা দেখে বলাই যায়, প্রথম দিন থেকে মোহনবাগানকে কড়া হাতে বাঁধতে চাইছেন ভিকুনা ।