ETV Bharat / sports

শতবর্ষের প্রস্তুতি বন্ধ ইস্টবেঙ্গলে, কোচের সমালোচনায় শীর্ষ কর্তা - stopped by army

ক্লাবের শতবর্ষের প্রস্তুতি বন্ধ করেছে সেনাবাহিনী । যদিও কারণ সরকারি ভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে জানানো হয়নি ।

ক্লাবের এক শীর্ষকর্তা
author img

By

Published : Jul 26, 2019, 2:29 PM IST

কলকাতা, 26 জুলাই : ক্লাবের শতবর্ষের প্রস্তুতি বন্ধ করেছে সেনাবাহিনী । বন্ধ করার কারণ সরকারি ভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে জানানো হয়নি । এই নিয়ে ক্লাবের এক শীর্ষকর্তার বক্তব্য, ডুরান্ডে পূর্ণশক্তির দল ইস্টবেঙ্গল নামাবে না, কোচের এই সিদ্ধান্ত থেকেই সেনা সম্ভবত এই পদক্ষেপ করেছে বলে শোনা যাচ্ছে৷

ময়দানের ক্লাবগুলো আর্মির জমিতে । তাই সারাবছরই সেনাবাহিনীর নানা নিয়ম কানুনের মধ্যে দিয়ে ক্লাবগুলোকে চলতে হয় । বিশেষ করে ক্লাবের কোনও সংস্কার করতে হলেই প্রয়োজন হয় সেনাবাহিনীর সবুজ সংকেত । ইস্টবেঙ্গল ক্লাব শতবর্ষ পালন উপলক্ষ্যে কিছু সৌন্দর্যায়নের কাজ করছে । এবং তা করা হচ্ছে সেনাবাহিনীর অনুমতি নিয়ে । তা সত্ত্বেও গতকাল কাজ বন্ধ করার যে নির্দেশ সেনাবাহিনী দিয়েছে তা দেখে ইস্টবেঙ্গল কর্তারা বিস্মিত । ক্লাবের এক শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যে যোগাযোগ করেছেন । আশা করছেন, আজকের (শুক্রবার) মধ্যেই প্রয়োজনীয় সবুজ সংকেত ফের মিলবে ।

1 অগাস্ট ক্লাবের শতবর্ষ পালন পর্ব শুরু । যার বোধন 28 জুলাই । ডুরান্ডে পূর্ণশক্তির দল না নামানোর যে সিদ্ধান্ত কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া নিয়েছেন, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ইস্টবেঙ্গল ক্লাবকর্তা ও সদস্য সমর্থকদের মধ্যে । দেবব্রত সরকার বলেন, ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের ক্লাব । তাদের মতামতের গুরুত্ব দিতেই হবে । একশো বছরের প্রতিষ্ঠান খেলার জন্যে তৈরি হয়েছে । শুধুমাত্র একটি বা দুটো টুর্নামেন্টকে পাখির চোখ করার যে পরিকল্পনা কোচ নিচ্ছেন তা মানা কঠিন । ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিনিয়োগ সংস্থার কর্তাদের সঙ্গে দেবব্রত সরকার কথা বলেছেন । লিখিত ভাবে ডুরান্ড খেলা নিয়ে ক্লাবের অবস্থান জানিয়েছেন । আশা করছেন সুরাহা মিলবে । কারণ বিনিয়োগকারী সংস্থাও পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিকল্প পথ বের করার চেষ্টায় । কোচকেও পরিস্থিতি বোঝানোর চেষ্টা চলছে ।

চলতি মরশুমের শুরুতে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ সমান্তরাল ভাবে চলবে । 2 অগাস্ট থেকে 24 অগাস্ট অবধি দুই প্রতিযোগিতার সূচির চাপ সামলাতে হবে । তিনদিনে দুটো ম্যাচ খেলার ঝক্কি ফুটবলারের পক্ষে ক্ষতিকর বলে সরব আলেয়ান্দ্রো । লাল হলুদ কর্তা ফুটবলারদের উপর সূচির চাপ বিষয়টিকে পাত্তা দিতে নারাজ । তবে তিনি মনে করেন বিনিয়োগকারী সংস্থা ও কোচ দ্রুত ক্লাবের মানসিকতা ও চাহিদার সঙ্গে অভ্যস্ত হবে । তখনই সমস্যার সমাধান হবে । তাই বিতর্কিত সিদ্ধান্ত বা পদক্ষেপের ভাবনা এখন নেই । বরং সেরা দল নামিয়ে ডুরান্ড জয়ের জন্যে দলকে তৈরি করার কথা বলতে চান ।

জানা গেছে, ক্লাব কর্তাদের অনুরোধ মেনে শেষপর্যন্ত সেরা দল মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন আলেয়ান্দ্রো ৷ এরপর ইস্টবেঙ্গলের শতবর্ষের প্রস্তুতি ফের শুরুর অনুমতি পাওয়া নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তা, সমর্থকরা ৷

কলকাতা, 26 জুলাই : ক্লাবের শতবর্ষের প্রস্তুতি বন্ধ করেছে সেনাবাহিনী । বন্ধ করার কারণ সরকারি ভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে জানানো হয়নি । এই নিয়ে ক্লাবের এক শীর্ষকর্তার বক্তব্য, ডুরান্ডে পূর্ণশক্তির দল ইস্টবেঙ্গল নামাবে না, কোচের এই সিদ্ধান্ত থেকেই সেনা সম্ভবত এই পদক্ষেপ করেছে বলে শোনা যাচ্ছে৷

ময়দানের ক্লাবগুলো আর্মির জমিতে । তাই সারাবছরই সেনাবাহিনীর নানা নিয়ম কানুনের মধ্যে দিয়ে ক্লাবগুলোকে চলতে হয় । বিশেষ করে ক্লাবের কোনও সংস্কার করতে হলেই প্রয়োজন হয় সেনাবাহিনীর সবুজ সংকেত । ইস্টবেঙ্গল ক্লাব শতবর্ষ পালন উপলক্ষ্যে কিছু সৌন্দর্যায়নের কাজ করছে । এবং তা করা হচ্ছে সেনাবাহিনীর অনুমতি নিয়ে । তা সত্ত্বেও গতকাল কাজ বন্ধ করার যে নির্দেশ সেনাবাহিনী দিয়েছে তা দেখে ইস্টবেঙ্গল কর্তারা বিস্মিত । ক্লাবের এক শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যে যোগাযোগ করেছেন । আশা করছেন, আজকের (শুক্রবার) মধ্যেই প্রয়োজনীয় সবুজ সংকেত ফের মিলবে ।

1 অগাস্ট ক্লাবের শতবর্ষ পালন পর্ব শুরু । যার বোধন 28 জুলাই । ডুরান্ডে পূর্ণশক্তির দল না নামানোর যে সিদ্ধান্ত কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া নিয়েছেন, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ইস্টবেঙ্গল ক্লাবকর্তা ও সদস্য সমর্থকদের মধ্যে । দেবব্রত সরকার বলেন, ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের ক্লাব । তাদের মতামতের গুরুত্ব দিতেই হবে । একশো বছরের প্রতিষ্ঠান খেলার জন্যে তৈরি হয়েছে । শুধুমাত্র একটি বা দুটো টুর্নামেন্টকে পাখির চোখ করার যে পরিকল্পনা কোচ নিচ্ছেন তা মানা কঠিন । ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিনিয়োগ সংস্থার কর্তাদের সঙ্গে দেবব্রত সরকার কথা বলেছেন । লিখিত ভাবে ডুরান্ড খেলা নিয়ে ক্লাবের অবস্থান জানিয়েছেন । আশা করছেন সুরাহা মিলবে । কারণ বিনিয়োগকারী সংস্থাও পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিকল্প পথ বের করার চেষ্টায় । কোচকেও পরিস্থিতি বোঝানোর চেষ্টা চলছে ।

চলতি মরশুমের শুরুতে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ সমান্তরাল ভাবে চলবে । 2 অগাস্ট থেকে 24 অগাস্ট অবধি দুই প্রতিযোগিতার সূচির চাপ সামলাতে হবে । তিনদিনে দুটো ম্যাচ খেলার ঝক্কি ফুটবলারের পক্ষে ক্ষতিকর বলে সরব আলেয়ান্দ্রো । লাল হলুদ কর্তা ফুটবলারদের উপর সূচির চাপ বিষয়টিকে পাত্তা দিতে নারাজ । তবে তিনি মনে করেন বিনিয়োগকারী সংস্থা ও কোচ দ্রুত ক্লাবের মানসিকতা ও চাহিদার সঙ্গে অভ্যস্ত হবে । তখনই সমস্যার সমাধান হবে । তাই বিতর্কিত সিদ্ধান্ত বা পদক্ষেপের ভাবনা এখন নেই । বরং সেরা দল নামিয়ে ডুরান্ড জয়ের জন্যে দলকে তৈরি করার কথা বলতে চান ।

জানা গেছে, ক্লাব কর্তাদের অনুরোধ মেনে শেষপর্যন্ত সেরা দল মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন আলেয়ান্দ্রো ৷ এরপর ইস্টবেঙ্গলের শতবর্ষের প্রস্তুতি ফের শুরুর অনুমতি পাওয়া নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তা, সমর্থকরা ৷

Intro:সাতসকালে শতবর্ষের প্রস্তুতি বন্ধ করল সেনাবাহিনী। বন্ধ করার কারন সরকারি ভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে জানায়নি সেনাবাহিনী। তবে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের আশঙ্কা ডুরান্ডে পূর্নশক্তির দল না নামানোর যে সিদ্ধান্ত কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া নিয়েছেন তারই জেরে চাপের খেলায় সেনাবাহিনী। ময়দানের ক্লাবগুলো আর্মির জমিতে। তাই সারাবছরই সেনাবাহিনীর নানান নিয়ম কানুনের মধ্যে দিয়ে ক্লাবগুলো কে চলতে হয়। বিশেষ করে ক্লাবের কোনও সংস্কার করতে হলেই প্রয়োজন হয় সেনাবাহিনীর সবুজ সংকেত। ইস্টবেঙ্গল ক্লাব তার শতবর্ষ পালন উপলক্ষে কিছু সৌন্দর্যায়ন কাজ করছে। এবং তা করা হচ্ছে সেনাবাহিনীর অনুমতি নিয়ে। তা সত্ত্বেও বৃহস্পতিবারের কাজ বন্ধ করার যে নির্দেশ সেনাবাহিনী দিয়েছে তা দেখে ইস্টবেঙ্গল বিস্মিত। শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যে যোগাযোগ করেছেন।আশা শুক্রবারের মধ্যেই প্রয়োজনীয় সবুজ সংকেত ফের মিলবে। পয়লা অগস্ট ক্লাবের শতবর্ষ পালন পর্ব শুরু। যার বোধন 28 জুলাই।
ডুরান্ডে পূর্নশক্তির দল না নামানোর যে সিদ্ধান্ত কোচ আলেয়ান্দ্রো নিয়েছেন তার মিশ্র প্রতিক্রিয়া ইস্টবেঙ্গল ক্লাব কর্তা ও সদস্য সমর্থকদের মধ্যে। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের ক্লাব। তাদের মতামতের গুরুত্ব দিতেই হবে। একশো বছরের প্রতিষ্ঠান খেলার জন্যে তৈরি হয়েছে। শুধুমাত্র একটি বা দুটো টুর্নামেন্ট কে পাখি র চোখ করার যে পরিকল্পনা কোচ নিচ্ছেন তা মানা কঠিন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিনিয়োগ সংস্থার কর্তাদের সঙ্গে দেবব্রত সরকার কথা বলেছেন। লিখিত ভাবে ডুরান্ড খেলা নিয়ে ক্লাবের অবস্থান জানিয়েছেন। আশা করছেন সুরাহা মিলবে। কারন বিনিয়োগকারি সংস্থাও পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিকল্প পথ বের করার চেষ্টায়। কোচকেও পরিস্থিতি বোঝানোর চেষ্টা চলছে। চলতি মরসুমের শুরুতে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ সমান্তরাল ভাবে চলবে। 2 অগস্ট থেকে 24অগস্ট অবধি দুই প্রতিযোগিতার সূচির চাপ সামলাতে হবে। তিন দিনে দুটো ম্যাচ খেলার ঝক্কি ফুটবলারের পক্ষে ক্ষতিকর বলে সরব আলেয়ান্দ্রো। লাল হলুদ কর্তা ফুটবলারদের ওপর সূচির চাপ বিষয়টিকে পাত্তা দিতে নারাজ। তবে তিনি মনে করেন বিনিয়োগ কারী সংস্থা ও কোচ দ্রুত ক্লাবের মানসিকতা ও চাহিদার সঙ্গে অভ্যস্ত হবে। তখনই সমস্যার সমাধান হবে। তাই বিতর্কিত সিদ্ধান্ত বা পদক্ষেপের ভাবনা এখন নেই। বরং সেরা দল নামিয়ে ডুরান্ড জয়ের জন্যে দলকে তৈরি করার কথা বলতে চান।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.