ETV Bharat / sports

মোহনবাগান রত্ন পেয়ে উচ্ছ্বসিত প্রসূন, অশক্ত শরীরেও অনুষ্ঠানে চুনী

129 তম মোহনবাগান অনুষ্ঠান ঘিরে চাঁদের হাট । সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, প্রসূন ব্যানার্জিদের পাশাপাশি অশক্ত শরীরে অনুষ্ঠানে যোগ দেন চুনী গোস্বামী ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 30, 2019, 5:30 AM IST

কলকাতা, 30 জুলাই : সুব্রত ভট্টাচার্যের সঙ্গে গল্পে মশগুল সুভাষ ভৌমিক । পাশে হাসি মুখে মজা করে চলেছেন গৌতম সরকার । রত্ন সম্মান নিতে ঢুকে সমসাময়িকদের আড্ডায় অল্প সময়ের জন্য যোগ দিলেন প্রসূন ব্যানার্জি ।

মোহনবাগান রত্ন সম্মান নিয়ে উচ্ছ্বসিত প্রসূন ব্যানার্জি বলেন, এই সম্মান তাঁর অন্যান্য সম্মানের তুলনায় অনেক এগিয়ে থাকবে । মোহনবাগানের হয়ে না খেললে তাঁর মতো সাধারণ সায়েন্স স্নাতক জীবনের এই পর্যায়ে আসতে পারতেন না । সবুজ মেরুন জার্সি পরার অধিকার এক জন্মে পাওয়া সম্ভব নয় । দরকার তিনটি জন্ম । বাংলার ফুটবল নিয়ে তিনি সংসদে লড়ছেন । ISL (ইন্ডিয়ান সুপার লিগ)-এর দুই প্রধানের কাছে আসা প্রয়োজন । অন্যদিকে, অসুস্থতার জন্য মোহনবাগান রত্ন পুরস্কার একদিন আগেই নিয়েছেন অলিম্পিয়ান কেশব দত্ত । তাঁর বাড়িতে গিয়ে এই সম্মান দিয়ে এসেছেন মোহনবাগান ক্লাবের সভাপতি গীতানাথ গাঙ্গুলি ।

এছাড়াও, সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া অরিজিৎ বাগুইয়ের গলায় আরও ভালো খেলার শপথ । লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পাওয়া অশোক চ্যাটার্জির মুখে তাঁদের সময়ের স্মৃতিচারণা । রাজকুমার পাল পেলেন সেরা ক্রিকেটারের সম্মান । সেরা অ্যাথলেট হলেন তাপস দে । সেরা অনূর্ধ্ব 19 দলকেও সম্মান দেওয়া হল । তবে অনুষ্ঠানে দেখা গেল না মোহনবাগানের বর্তমান ফুটবলারদের ।

129 তম মোহনবাগান অনুষ্ঠান ঘিরে তখন চাঁদের হাট । অশক্ত শরীরে আড্ডায় যোগ দিয়েছেন চুনী গোস্বামী । প্রাণবন্ত সদাহাস্য মুখে চুনীদাকে হুইল চেয়ার দেখে সকলেই কুশল বিনিময় করলেন । মঞ্চে বর্তমান রাজ্যের মন্ত্রীদের উজ্বল উপস্থিতি মোহনবাগান দিবসের অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করছিল । সুব্রত মুখার্জি, অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ, প্রাক্তন মন্ত্রী মদন মিত্রসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে মোহনবাগান প্রীতির গল্প শোনা যায় ।

কলকাতা, 30 জুলাই : সুব্রত ভট্টাচার্যের সঙ্গে গল্পে মশগুল সুভাষ ভৌমিক । পাশে হাসি মুখে মজা করে চলেছেন গৌতম সরকার । রত্ন সম্মান নিতে ঢুকে সমসাময়িকদের আড্ডায় অল্প সময়ের জন্য যোগ দিলেন প্রসূন ব্যানার্জি ।

মোহনবাগান রত্ন সম্মান নিয়ে উচ্ছ্বসিত প্রসূন ব্যানার্জি বলেন, এই সম্মান তাঁর অন্যান্য সম্মানের তুলনায় অনেক এগিয়ে থাকবে । মোহনবাগানের হয়ে না খেললে তাঁর মতো সাধারণ সায়েন্স স্নাতক জীবনের এই পর্যায়ে আসতে পারতেন না । সবুজ মেরুন জার্সি পরার অধিকার এক জন্মে পাওয়া সম্ভব নয় । দরকার তিনটি জন্ম । বাংলার ফুটবল নিয়ে তিনি সংসদে লড়ছেন । ISL (ইন্ডিয়ান সুপার লিগ)-এর দুই প্রধানের কাছে আসা প্রয়োজন । অন্যদিকে, অসুস্থতার জন্য মোহনবাগান রত্ন পুরস্কার একদিন আগেই নিয়েছেন অলিম্পিয়ান কেশব দত্ত । তাঁর বাড়িতে গিয়ে এই সম্মান দিয়ে এসেছেন মোহনবাগান ক্লাবের সভাপতি গীতানাথ গাঙ্গুলি ।

এছাড়াও, সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া অরিজিৎ বাগুইয়ের গলায় আরও ভালো খেলার শপথ । লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পাওয়া অশোক চ্যাটার্জির মুখে তাঁদের সময়ের স্মৃতিচারণা । রাজকুমার পাল পেলেন সেরা ক্রিকেটারের সম্মান । সেরা অ্যাথলেট হলেন তাপস দে । সেরা অনূর্ধ্ব 19 দলকেও সম্মান দেওয়া হল । তবে অনুষ্ঠানে দেখা গেল না মোহনবাগানের বর্তমান ফুটবলারদের ।

129 তম মোহনবাগান অনুষ্ঠান ঘিরে তখন চাঁদের হাট । অশক্ত শরীরে আড্ডায় যোগ দিয়েছেন চুনী গোস্বামী । প্রাণবন্ত সদাহাস্য মুখে চুনীদাকে হুইল চেয়ার দেখে সকলেই কুশল বিনিময় করলেন । মঞ্চে বর্তমান রাজ্যের মন্ত্রীদের উজ্বল উপস্থিতি মোহনবাগান দিবসের অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করছিল । সুব্রত মুখার্জি, অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ, প্রাক্তন মন্ত্রী মদন মিত্রসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে মোহনবাগান প্রীতির গল্প শোনা যায় ।

Intro:সুব্রত ভট্টাচার্যের সঙ্গে গল্পে মশগুল সুভাষ ভৌমিক, পাশে হাসি মুখে মজা করে চলেছেন গৌতম সরকার। রত্ন সম্মান নিতে ঢুকে সমসাময়িক দের আড্ডায় অল্প সময়ের জন্য যোগ দিলেন প্রসুন ব্যানার্জি।129 তম মোহনবাগান অনুষ্ঠান ঘিরে তখন চাদের হাট। অশক্ত শরীরে আড্ডায় যোগ চূনী গোস্বামীর। প্রানবন্ত সদাহাস্য মুখ চুনিদাকে হুইল চেয়ার বন্দী দেখে সকলেই কুশল বিনিময় করলেন। বর্তমান রাজ্য প্রশাসনের মন্ত্রী গোষ্ঠী র উজ্বল উপস্থিতি মোহনবাগান দিবসের অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেছিল। সুব্রত মুখার্জি, অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে মোহনবাগান প্রীতির গল্প। অসুস্থতার জন্য মোহনবাগান রত্ন পুরস্কার একদিন আগেই অলিম্পিয়ান কেশব দত্তর হাতে তুলে দেওয়া হয়েছিল। তার বাড়িতে গিয়ে রত্ন সম্মান দিয়ে এসেছিলেন সবুজ মেরুন সভাপতি গীতানাথ গাঙ্গুলী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মান নিলেন প্রসুন ব্যানার্জি। তার কথায় এই সম্মান তাঁর অন্য সম্মানের তুলনায় এগিয়ে থাকবে। মোহনবাগানের হয়ে না খেললে তার মত সাধারন সায়েন্স স্নাতক জীবনের এই পর্যায়ে আসতে পারতেন না। সবুজ মেরুন জার্সি পড়ার অধিকার এক জন্মে পাওয়া সম্ভব নয়। দরকার তিনটি জন্ম। বাংলার ফুটবল নিয়ে তিনি সংসদে লড়ছেন। আইএসএল এর দুই প্রধানের কাছে আসা প্রয়োজন। দুই প্রধানের আইএসএল এর জন্যে লালায়িত হওয়ার দরকার নেই। সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া অরিজিৎ বাগুইয়ের গলায় আরও ভালো খেলার শপথ। জীবন কৃতি সম্মান পাওয়া অশোক চ্যাটার্জি র মুখে তাদের র সময়ের স্মৃতি চারণা। রাজকুমার পাল পেলেন সেরা ক্রিকেটার এর সম্মান। সেরা আথলেট তাপস দে। সেরা অনূর্ধ 19দলকেও সম্মান দেওয়া হল।তবে অনুষ্ঠানে দেখা গেল না কিবু ভিকুনা র দলের ছেলেদের।যা চোখে লাগল।


Body:মহন


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.