কলকাতা, 3 জানুয়ারি : নিরাপত্তার ঘেরাটোপে হোটেলে পৌঁছানোর 24 ঘণ্টা পরেও সবুজ-মেরুন ব্রিগেডকে ঘিরে কড়া নজরদারি অব্যাহত । গতকাল দুপুরে শ্রীনগরে পৌঁছানোর পর হোটেলেই বিশ্রাম নিয়েছিলেন মোহনবাগানের ফুটবলাররা । পাশাপাশি কাশ্মীরের প্রচণ্ড ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও ছিল । ফলে বিশ্রাম নিয়ে সবুজ-মেরুন ফুটবলাররা আজ থেকেই জোরকদমে অনুশীলন করেলন ।
কাশ্মীরে কৃত্রিম ঘাসের মাঠে খেলা । অনভ্যস্ত মাঠে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ বেইটিয়া, ফ্রান গঞ্জালেসদের । সেই কারণেই মূল স্টেডিয়ামে অনুশীলন করল মোহনবাগান । সেখানেও নিরাপত্তার ঘেরাটোপ । ফলে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকলেও সাধারণের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল । কাশ্মীরে ইন্টারনেট ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি । ফোনে যোগাযোগও মাঝেমধ্যে কঠিন হয়ে পড়ছে ।
রবিবার বেলা সাড়ে 11টার সময় খেলা । কিবু ভিকুনা আজ দলকে ম্যাচের সময় অনুশীলন করান । হাড় কাঁপানো ঠান্ডা মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা উপভোগ করলেও ভারতীয় ফুটবলাররা মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন । তবে, আবহাওয়ার প্রতিকূলতা, অনভ্যস্ত কৃত্রিম ঘাসের মাঠ ছাপিয়ে সবুজ-মেরুন সাজঘরে এখন একটাই স্লোগান,"মিশন থ্রি পয়েন্ট।"
দলের অনুশীলন ও প্রস্তুতিতে খুশি সবুজ-মেরুন হেডস্যার । বলছেন, "রিয়াল কাশ্মীর শক্তিশালী দল । তাদের সামলানোর চ্যালেঞ্জ কঠিন হলেও আমরা তা সামলাতে প্রস্তুত ।"