ETV Bharat / sports

সবুজ-মেরুন সাজঘরে এখন একটাই স্লোগান, 'মিশন থ্রি পয়েন্ট'

রবিবার বেলা সাড়ে 11টার সময় খেলা । কিবু ভিকুনা আজ দলকে ম্যাচের সময় অনুশীলন করান । হাড় কাঁপানো ঠান্ডা মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা উপভোগ করলেও ভারতীয় ফুটবলাররা মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন । তবে, আবহাওয়ার প্রতিকূলতা, অনভ্যস্ত কৃত্রিম ঘাসের মাঠ ছাপিয়ে সবুজ-মেরুন সাজঘরে এখন একটাই স্লোগান,"মিশন থ্রি পয়েন্ট।"

অনুশীলনে মোহনবাগান
অনুশীলনে মোহনবাগান
author img

By

Published : Jan 3, 2020, 11:22 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : নিরাপত্তার ঘেরাটোপে হোটেলে পৌঁছানোর 24 ঘণ্টা পরেও সবুজ-মেরুন ব্রিগেডকে ঘিরে কড়া নজরদারি অব্যাহত । গতকাল দুপুরে শ্রীনগরে পৌঁছানোর পর হোটেলেই বিশ্রাম নিয়েছিলেন মোহনবাগানের ফুটবলাররা । পাশাপাশি কাশ্মীরের প্রচণ্ড ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও ছিল । ফলে বিশ্রাম নিয়ে সবুজ-মেরুন ফুটবলাররা আজ থেকেই জোরকদমে অনুশীলন করেলন ।

কাশ্মীরে কৃত্রিম ঘাসের মাঠে খেলা । অনভ্যস্ত মাঠে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ বেইটিয়া, ফ্রান গঞ্জালেসদের । সেই কারণেই মূল স্টেডিয়ামে অনুশীলন করল মোহনবাগান । সেখানেও নিরাপত্তার ঘেরাটোপ । ফলে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকলেও সাধারণের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল । কাশ্মীরে ইন্টারনেট ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি । ফোনে যোগাযোগও মাঝেমধ্যে কঠিন হয়ে পড়ছে ।

রবিবার বেলা সাড়ে 11টার সময় খেলা । কিবু ভিকুনা আজ দলকে ম্যাচের সময় অনুশীলন করান । হাড় কাঁপানো ঠান্ডা মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা উপভোগ করলেও ভারতীয় ফুটবলাররা মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন । তবে, আবহাওয়ার প্রতিকূলতা, অনভ্যস্ত কৃত্রিম ঘাসের মাঠ ছাপিয়ে সবুজ-মেরুন সাজঘরে এখন একটাই স্লোগান,"মিশন থ্রি পয়েন্ট।"

দলের অনুশীলন ও প্রস্তুতিতে খুশি সবুজ-মেরুন হেডস্যার । বলছেন, "রিয়াল কাশ্মীর শক্তিশালী দল । তাদের সামলানোর চ্যালেঞ্জ কঠিন হলেও আমরা তা সামলাতে প্রস্তুত ।"

কলকাতা, 3 জানুয়ারি : নিরাপত্তার ঘেরাটোপে হোটেলে পৌঁছানোর 24 ঘণ্টা পরেও সবুজ-মেরুন ব্রিগেডকে ঘিরে কড়া নজরদারি অব্যাহত । গতকাল দুপুরে শ্রীনগরে পৌঁছানোর পর হোটেলেই বিশ্রাম নিয়েছিলেন মোহনবাগানের ফুটবলাররা । পাশাপাশি কাশ্মীরের প্রচণ্ড ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও ছিল । ফলে বিশ্রাম নিয়ে সবুজ-মেরুন ফুটবলাররা আজ থেকেই জোরকদমে অনুশীলন করেলন ।

কাশ্মীরে কৃত্রিম ঘাসের মাঠে খেলা । অনভ্যস্ত মাঠে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ বেইটিয়া, ফ্রান গঞ্জালেসদের । সেই কারণেই মূল স্টেডিয়ামে অনুশীলন করল মোহনবাগান । সেখানেও নিরাপত্তার ঘেরাটোপ । ফলে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকলেও সাধারণের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল । কাশ্মীরে ইন্টারনেট ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি । ফোনে যোগাযোগও মাঝেমধ্যে কঠিন হয়ে পড়ছে ।

রবিবার বেলা সাড়ে 11টার সময় খেলা । কিবু ভিকুনা আজ দলকে ম্যাচের সময় অনুশীলন করান । হাড় কাঁপানো ঠান্ডা মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা উপভোগ করলেও ভারতীয় ফুটবলাররা মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন । তবে, আবহাওয়ার প্রতিকূলতা, অনভ্যস্ত কৃত্রিম ঘাসের মাঠ ছাপিয়ে সবুজ-মেরুন সাজঘরে এখন একটাই স্লোগান,"মিশন থ্রি পয়েন্ট।"

দলের অনুশীলন ও প্রস্তুতিতে খুশি সবুজ-মেরুন হেডস্যার । বলছেন, "রিয়াল কাশ্মীর শক্তিশালী দল । তাদের সামলানোর চ্যালেঞ্জ কঠিন হলেও আমরা তা সামলাতে প্রস্তুত ।"

Intro:নিরাপত্তার ঘেরাটোপে হোটেলে পৌছে দেওয়ার 24ঘণ্টা পরেও সবুজ মেরুন ব্রিগেড কে ঘিরে কড়া নজরদারি অব্যাহত।বৃহস্পতিবার দুপুরে শ্রীনগরে পৌঁছনোর পরে হোটেলেই বিশ্রাম নিয়েছিলেন মোহনবাগানের ফুটবলাররা। কাশ্মীরের প্রচণ্ড ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছিল একই সঙ্গে।ফলে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে সবুজ মেরুন ফুটবলাররা শুক্রবার জোরকদমে অনুশীলন করল।কাশ্মীরে কৃত্রিম ঘাসের মাঠে খেলা।অনভ্যস্ত মাঠে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সামলানো বড় চ্যালেঞ্জ বেইটিয়া, ফ্রান গঞ্জালেস দের।সেই কারনেই মূল স্টেডিয়ামে অনুশীলন করল মোহনবাগান। সেখানেও নিরাপত্তার ঘেরাটোপ।ফলে সংবাদ মাধ্যম এর প্রবেশের অনুমতি থাকলেও সাধারনের ওপর নিষেধাজ্ঞা বহাল ছিল।কাশ্মীরে ইন্টারনেট ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি।ফোন লাইনের যোগাযোগ মাঝেমাঝে কঠিন হয়ে পড়ছে।রবিবার বেলা সাড়ে এগারোটা র সময় খেলা।কিবু ভিকুনা শুক্রবার দলকে ম্যাচের সময় অনুশীলন করান।রৌদ্রজ্বল আবহাওয়ায় হাড় কাপানো ঠাণ্ডা মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা উপভোগ করলেও ভারতীয় ফুটবলারদের মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন।তবে আবহাওয়ার প্রতিকুলতা, অনভ্যস্ত কৃত্রিম ঘাসের মাঠ ছাপিয়ে সবুজ মেরুন সাজঘরে একটাই স্লোগান,"মিশন থ্রি পয়েন্ট।" দলের অনুশীলন ও প্রস্তুতি তে খুশি সবুজ মেরুন হেডস্যার।বলছেন রিয়াল কাশ্মীর শক্তিশালী দল।তাদের সামলানোর চ্যালেঞ্জ কঠিন হলেও তারা তা সামলাতে প্রস্তুত।


Body:প্র্যাকটিস


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.