কলকাতা, 9 মে : সময় যত এগোচ্ছে ততই সমস্যা বাড়ছে এটিকে মোহনবাগানের। সোমবার সবুজ মেরুন ব্রিগেডের মালদ্বীপ উড়ে যাওয়ার কথা রয়েছে । সেখানে এএফসি কাপের খেলা । কিন্তু তার আগে করোনা আক্রান্ত হলেন দলের দুই ফুটবলার প্রবীর দাস,শেখ সাহিল এবং একজন সাপোর্ট স্টাফ । ফলে এএফসি কাপ খেলতে যাওয়ার ব্যাপারে বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ।
যদিও এই টুর্নামেন্টে দলের সব বিদেশিকে পাচ্ছে না এটিকে মোহনবাগান। কারণ অস্ট্রেলিয়ার সব উড়ান বন্ধ । ফলে ডেভিড উইলিয়ামস আসতে পারছেন না। ফিজিতে লকডাউন উঠে গেলেও মালদ্বীপে রয়কৃষ্ণকে কতটা পাওয়া যাবে , তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ উড়ান সমস্যা । একই কথা কোচ হাবাস সম্বন্ধে বলা যায় । কারণ স্পেনের উড়ান তার পক্ষে পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে । প্রবীর দাস,শেখ শাহিল নিজে আক্রান্ত। দলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের মা কলকাতায় আক্রান্ত । যদিও তিনি যাবেন বলে খবর ।
আরও পড়ুন : রবীন্দরের পর এমকে কৌশিক, করোনা কাড়ল 2 অলিম্পিক সোনাজয়ীর প্রাণ
ইতিমধ্যে এএফসি কাপ খেলতে মালদ্বীপ পৌঁছে গিয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এএফসি। তাদের খেলা স্থানীয় ক্লাব ঈগলস এফসির বিরুদ্ধে । পরবর্তী ম্যাচ 14 মে । প্রতিপক্ষ এটিকে মোহনবাগান । হাবাসের দলের পরবর্তী ম্যাচ 17 মে এবং 20 মে । প্রতিপক্ষ মাজদা এএফসি এবং বসুন্ধরা এফসি । সেই লক্ষ্যে হাবাস কলকাতায় 26 এপ্রিল থেকে দুসপ্তাহের শিবির করার পরিকল্পনা করেছিলেন । কিন্তু করোনার থাবায় সবকিছুই লন্ডভন্ড । এখন কীভাবে পুরো দল নিয়ে রওনা হবে সেটাই চিন্তা ।