ETV Bharat / sports

Post Messi-Ronaldo El Classico: প্রথমবার মেসি-রোনাল্ডোহীন এল ক্লাসিকো লা লিগায় - Barcelona

প্রথমবার মেসিহীন এল ক্লাসিকো ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাবে চলে গিয়েছিলেন ৷ তার পর সেখান থেকে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গিয়েছেন ৷ আর এ বছর মরশুম শুরুর পর পরই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে চলে গিয়েছেন ৷ ফলে এবার বিশ্বের সেরা দুই ফুটবলারকে ছাড়া প্রথমবার এল ক্লাসিকো হতে চলেছে ৷

Post Leo Messi and Cristiano Ronaldo El Classico in La Liga
প্রথমবার মেসি-রোনাল্ডোহীন এল ক্লাসিকো লা লিগায়
author img

By

Published : Oct 24, 2021, 4:08 PM IST

বার্সেলোনা, 24 অক্টোবর : আজ ন্যু ক্যাম্পে 2021-22 মরশুমের প্রথম এল ক্লাসিকো ৷ যে এল ক্লাসিকো এবার সম্পূর্ণ আলাদা ৷ যেখানে রোনাল্ডো বা মেসির মতো মহাতারকারা কেউ নেই ৷ পেশাদার ফুটবল খেলা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে বড় ম্যাচ খেলার ৷ আর বিশ্বের নামী ফুটবল লিগের বড় ম্যাচগুলির মধ্যে অন্যতম লা লিগার এল ক্লাসিকো ৷ আর যে ম্যাচের জন্য বিশ্বের সকল ফুটবলপ্রেমী অপেক্ষায় থাকেন ৷ আর এই লা লিগার দুই বড় ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে দশকের পর দশক ধরে দাপিয়ে বেরিয়েছেন বিশ্বের তাবড় ফুটবলাররা ৷

আর সেই লা লিগার এল ক্লাসিকো-তে গত এক দশক ধরে দাপিয়ে বেরিয়েছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ আজ লা লিগায় মরশুমের প্রথম এল ক্লাসিকো ৷ প্রথমবার সেই এল ক্লাসিকোয় নেই মেসি এবং রোনাল্ডো ৷ তাঁদের বদলে একঝাঁক তরুণদের নিয়ে আজ শুরু হবে এল ক্লাসিকো ৷ যেখানে রিয়ালের হয়ে নামবেন করিম বেঞ্জিমা, কাসেমিরোরা ৷ অন্যদিকে, বার্সেলোনার হয়ে দেখা যাবে জেরার্ড পিকে, বুসকেটসরা ৷ তবে, মেসি-রোনাল্ডোর মতো তারকারা কেউ না থাকলেও, এল ক্লাসিকোর জৌলুস এতটুকু কম হবে না বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফার্নান্ডো সাঞ্চো ৷

আরও পড়ুন : T20 World Cup : বজায় থাকল শারীরিক দূরত্ব, ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করে চমক ইসিবির

প্রায় দু’দশক পরে বার্সেলোনায় প্রথমবার এল ক্লাসিকোয় মেসিকে ছাড়া নামছে কাতালানরা ৷ কিন্তু, এবার মেসির অনুপস্থিতিতে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে তরুণ এরিক গার্সিয়ার ৷ তাঁর ফুটবল কেরিয়ার শুরুই হয়েছে বার্সেলোনার অ্যাকাডেমি থেকে ৷ যেমনটা শুরু করেছিলেন মেসি নিজে ৷ এরিক গার্সিয়া জুনিয়ার পর্যায়ে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করার পর, তাঁকে মূল দলে সই করা ক্লাব ৷ এবার লা লিগার এল ক্লাসিকোতে নিজেকে প্রমাণ করার পালা তাঁর ৷

আরও পড়ুন : IND vs PAK : ভারত-পাক মহারণের আগে বাবরদের তাতালেন ইমরান খান

বার্সেলোনা, 24 অক্টোবর : আজ ন্যু ক্যাম্পে 2021-22 মরশুমের প্রথম এল ক্লাসিকো ৷ যে এল ক্লাসিকো এবার সম্পূর্ণ আলাদা ৷ যেখানে রোনাল্ডো বা মেসির মতো মহাতারকারা কেউ নেই ৷ পেশাদার ফুটবল খেলা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে বড় ম্যাচ খেলার ৷ আর বিশ্বের নামী ফুটবল লিগের বড় ম্যাচগুলির মধ্যে অন্যতম লা লিগার এল ক্লাসিকো ৷ আর যে ম্যাচের জন্য বিশ্বের সকল ফুটবলপ্রেমী অপেক্ষায় থাকেন ৷ আর এই লা লিগার দুই বড় ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে দশকের পর দশক ধরে দাপিয়ে বেরিয়েছেন বিশ্বের তাবড় ফুটবলাররা ৷

আর সেই লা লিগার এল ক্লাসিকো-তে গত এক দশক ধরে দাপিয়ে বেরিয়েছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ আজ লা লিগায় মরশুমের প্রথম এল ক্লাসিকো ৷ প্রথমবার সেই এল ক্লাসিকোয় নেই মেসি এবং রোনাল্ডো ৷ তাঁদের বদলে একঝাঁক তরুণদের নিয়ে আজ শুরু হবে এল ক্লাসিকো ৷ যেখানে রিয়ালের হয়ে নামবেন করিম বেঞ্জিমা, কাসেমিরোরা ৷ অন্যদিকে, বার্সেলোনার হয়ে দেখা যাবে জেরার্ড পিকে, বুসকেটসরা ৷ তবে, মেসি-রোনাল্ডোর মতো তারকারা কেউ না থাকলেও, এল ক্লাসিকোর জৌলুস এতটুকু কম হবে না বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফার্নান্ডো সাঞ্চো ৷

আরও পড়ুন : T20 World Cup : বজায় থাকল শারীরিক দূরত্ব, ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করে চমক ইসিবির

প্রায় দু’দশক পরে বার্সেলোনায় প্রথমবার এল ক্লাসিকোয় মেসিকে ছাড়া নামছে কাতালানরা ৷ কিন্তু, এবার মেসির অনুপস্থিতিতে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে তরুণ এরিক গার্সিয়ার ৷ তাঁর ফুটবল কেরিয়ার শুরুই হয়েছে বার্সেলোনার অ্যাকাডেমি থেকে ৷ যেমনটা শুরু করেছিলেন মেসি নিজে ৷ এরিক গার্সিয়া জুনিয়ার পর্যায়ে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করার পর, তাঁকে মূল দলে সই করা ক্লাব ৷ এবার লা লিগার এল ক্লাসিকোতে নিজেকে প্রমাণ করার পালা তাঁর ৷

আরও পড়ুন : IND vs PAK : ভারত-পাক মহারণের আগে বাবরদের তাতালেন ইমরান খান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.