ETV Bharat / sports

World Cup Playoffs 2022 : প্লে-অফে একই বন্ধনীতে ইটালি-পর্তুগাল, শিকে ছিঁড়বে কার ?

author img

By

Published : Nov 27, 2021, 3:17 PM IST

কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্লে-অফে পর্তুগাল, ইউরো চ্যাম্পিয়ন ইটালির (euro champions 2021) সঙ্গে একই বন্ধনীতে রয়েছে উত্তর ম্যাসেডোনিয়া (North Macedonia) এবং তুরস্ক (Turkey) ৷ প্লে-অফের সেমিফাইনালে আগামী 24 মার্চ উত্তর ম্যাসেডোনিয়ার মুখোমুখি হবে ইউরোপ সেরা ইটালি ৷ একইদিনে তুরস্কের সামনে রোনাল্ডোর পর্তুগাল ৷

World Cup Playoffs 2022
প্লে-অফে একই বন্ধনীতে ইটালি-পর্তুগাল, শিকে ছিঁড়বে কার ?

জুরিখ, 27 নভেম্বর : আগামী বছর কাতারে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে গত দু'বারের ইউরোপ সেরা দুই দেশ পর্তুগাল (Portugal) এবং ইটালি (Italy) ৷ যোগ্যতা অর্জন পর্বে কাতারের টিকিট নিশ্চিত না হওয়ায় প্লে-অফের (World Cup Playoffs) মধ্যে দিয়ে যেতে হবে রোনাল্ডো (Cristiano Ronaldo)-বোনুচ্চিদের (Leonardo Bonucci) ৷ সম্প্রতি সেই প্লে-অফের যে ড্র প্রকাশিত হয়েছে, তাতে একই বন্ধনীতে রয়েছে ইটালি এবং পর্তুগাল ৷ সুতরাং রোনাল্ডো এবং বোনুচ্চিদের একইসঙ্গে কাতারে যাওয়া সম্ভব নয় কোনওমতেই ৷

সেক্ষেত্রে 2018 বিশ্বকাপের খেলতে না পারা আজ্জুরিরা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হতে পারে ৷ পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপস্থিতি সত্ত্বেও 2022 বিশ্ব ফুটবলের প্রাইম ইভেন্টে নাও খেলা হতে পারে 2016 ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের (Euro Champions 2016) ৷ সেক্ষেত্রে কেরিয়ারে প্রথমবার বিশ্বকাপ খেলা হবে না সিআর সেভেনের ৷

কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্লে-অফে পর্তুগাল, ইটালির সঙ্গে একই বন্ধনীতে রয়েছে উত্তর ম্যাসেডোনিয়া (North Macedonia) এবং তুরস্ক (Turkey) ৷ প্লে-অফের সেমিফাইনালে আগামী 24 মার্চ উত্তর ম্যাসেডোনিয়ার মুখোমুখি হবে ইউরোপ সেরা ইটালি ৷ একইদিনে তুরস্কের সামনে রোনাল্ডোর পর্তুগাল ৷

আরও পড়ুন : ISL Kolkata Derby : শনিবারের ডার্বিতে চোখ থাকবে যে পাঁচ ফুটবলারের দিকে

24 মার্চের বিজয়ী দুই দল 29 মার্চ মুখোমুখি হবে ফাইনালে ৷ সবমিলিয়ে কড়া চ্যালেঞ্জের সামনে ইউরোপের দুই হেভিওয়েট ৷ ইতিমধ্যেই ইউরোপ থেকে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে 10টি দেশ ৷ প্লে-অফের মধ্যে দিয়ে আরও 3টি দেশ কাতারের বিমান নিশ্চিত করবে ৷

জুরিখ, 27 নভেম্বর : আগামী বছর কাতারে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে গত দু'বারের ইউরোপ সেরা দুই দেশ পর্তুগাল (Portugal) এবং ইটালি (Italy) ৷ যোগ্যতা অর্জন পর্বে কাতারের টিকিট নিশ্চিত না হওয়ায় প্লে-অফের (World Cup Playoffs) মধ্যে দিয়ে যেতে হবে রোনাল্ডো (Cristiano Ronaldo)-বোনুচ্চিদের (Leonardo Bonucci) ৷ সম্প্রতি সেই প্লে-অফের যে ড্র প্রকাশিত হয়েছে, তাতে একই বন্ধনীতে রয়েছে ইটালি এবং পর্তুগাল ৷ সুতরাং রোনাল্ডো এবং বোনুচ্চিদের একইসঙ্গে কাতারে যাওয়া সম্ভব নয় কোনওমতেই ৷

সেক্ষেত্রে 2018 বিশ্বকাপের খেলতে না পারা আজ্জুরিরা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হতে পারে ৷ পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপস্থিতি সত্ত্বেও 2022 বিশ্ব ফুটবলের প্রাইম ইভেন্টে নাও খেলা হতে পারে 2016 ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের (Euro Champions 2016) ৷ সেক্ষেত্রে কেরিয়ারে প্রথমবার বিশ্বকাপ খেলা হবে না সিআর সেভেনের ৷

কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্লে-অফে পর্তুগাল, ইটালির সঙ্গে একই বন্ধনীতে রয়েছে উত্তর ম্যাসেডোনিয়া (North Macedonia) এবং তুরস্ক (Turkey) ৷ প্লে-অফের সেমিফাইনালে আগামী 24 মার্চ উত্তর ম্যাসেডোনিয়ার মুখোমুখি হবে ইউরোপ সেরা ইটালি ৷ একইদিনে তুরস্কের সামনে রোনাল্ডোর পর্তুগাল ৷

আরও পড়ুন : ISL Kolkata Derby : শনিবারের ডার্বিতে চোখ থাকবে যে পাঁচ ফুটবলারের দিকে

24 মার্চের বিজয়ী দুই দল 29 মার্চ মুখোমুখি হবে ফাইনালে ৷ সবমিলিয়ে কড়া চ্যালেঞ্জের সামনে ইউরোপের দুই হেভিওয়েট ৷ ইতিমধ্যেই ইউরোপ থেকে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে 10টি দেশ ৷ প্লে-অফের মধ্যে দিয়ে আরও 3টি দেশ কাতারের বিমান নিশ্চিত করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.