ETV Bharat / sports

মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুঁড়লেন প্লাজা

রবিবার কল্যাণীতে ম্য়াচের আগে মোহনবাগানকে চ্যালেঞ্জ করছেন চার্চিল বাদার্স স্ট্রাইকার উইলিস প্লাজা ৷ ত্রিনিদাদ ও টোবাগোর ফুটবলারের ভাবনায় তিন পয়েন্ট ৷

image
মোহনবাগান বনাম চার্চিল বাদার্স
author img

By

Published : Dec 7, 2019, 12:33 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর : আক্রমণ, আক্রমণ ও আক্রমণ । রবিবার কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে পয়েন্ট কাড়তে এটাই মন্ত্র চার্চিল ব্রাদার্সের ৷ সেভাবেই দলকে অনুশীলন করাছেন চার্চিল ব্রাদার্সের কোচ বেনার্দো তাবেজ । সি আর সেভেনের দেশ পর্তুগালের মানুষটি আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাস করেন । আর মাঠের মধ্যে সেই বিশ্বাসের বাস্তবায়নে তার ভরসা উইলিস প্লাজা । ত্রিনিদাদ ও টোবাগোর ফুটবলারটি সাম্প্রতিককালে ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম সেরা স্ট্রাইকার । গত আই লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি ৷ চলতি আই লিগে ইতিমধ্যেই গোলের খাতা খুলে ফেলেছেন । এবার সামনে মোহনবাগান । প্লাজা বলছেন তাঁর গোলের থেকেও দলের জয় সবার আগে ।

যদিও চার্চিল বাদার্স বনাম মোহনবাগানের থেকেও প্লাজা বনাম ড্যানিয়েল সাইরাসের লড়াই দেখেতে বেশি মরিয়া ফুটবলপ্রেমিরা । রবিবারের কল্যাণী স্টেডিয়ামে এই দুই ক্যারিবিয়ান ফুটবলারের দ্বৈরথ দেখতে উত্তেজনার পারদ চড়ছে । মোহনবাগানের ডিফেন্ডার সাইরাসের হুঙ্কার, তিনি প্লাজার চ্যালেঞ্জ সামলাতে তৈরি । অতীতে ত্রিনিদাদ ও টোবাগোর এই স্ট্রাইকারের সঙ্গে ও বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে সাইরাসের । সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাবেন তিনি । যদিও জাতীয় দলের সতীর্থের কথা সেভাবে পাত্তা দিচ্ছেন না চার্চিলের উইলিস প্লাজা । তার মতে ব্যক্তি দ্বৈরথ নয় রবিবারের কল্যাণী স্টেডিয়ামে ম্যাচটি প্লাজা বনাম মোহনবাগান । যদিও কথাটি বলে পরক্ষণেই নিজেকে সামলে নেন তিনি । বলছেন দলের জয়ই তার কাছে সবার আগে । নিজে গোল করলে ভালো লাগবে । কিন্তু না পারলে কোনও আক্ষেপ থাকবে না । একবছর আগে কলকাতায় এসে মোহনবাগান কে হারিয়ে ছিল চার্চিল । সেই ম্যাচে জোড়া গোল ছিল প্লাজার । এবার দলে একাধিক নতুন ফুটবলার । কোচও নয়া । ইউরোপীয় ঘরানায় দলকে খেলানোর চেষ্টা করছেন কোচ বোনার্দো । তবে নতুন স্টাইল ও পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন উইলিস প্লাজা ।

তবে কলকাতায় ইস্টবেঙ্গলে খেলা কালীন সতীর্থদের প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি ৷ প্লাজা বলেন ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছ থেকে সেভাবে সহযোগিতা পাননি । তাছাড়া মাঠের বাইরের নানা সমস্যায় মনসংযোগ হারিয়ে ছিলেন । মহমেডানের জার্সিতে কল্যাণী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে । তবে এখন গোয়ার ক্লাব ফুটবলে খেলাটা উপভোগ করছেন তিনি ।

কলকাতা, 7 ডিসেম্বর : আক্রমণ, আক্রমণ ও আক্রমণ । রবিবার কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে পয়েন্ট কাড়তে এটাই মন্ত্র চার্চিল ব্রাদার্সের ৷ সেভাবেই দলকে অনুশীলন করাছেন চার্চিল ব্রাদার্সের কোচ বেনার্দো তাবেজ । সি আর সেভেনের দেশ পর্তুগালের মানুষটি আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাস করেন । আর মাঠের মধ্যে সেই বিশ্বাসের বাস্তবায়নে তার ভরসা উইলিস প্লাজা । ত্রিনিদাদ ও টোবাগোর ফুটবলারটি সাম্প্রতিককালে ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম সেরা স্ট্রাইকার । গত আই লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি ৷ চলতি আই লিগে ইতিমধ্যেই গোলের খাতা খুলে ফেলেছেন । এবার সামনে মোহনবাগান । প্লাজা বলছেন তাঁর গোলের থেকেও দলের জয় সবার আগে ।

যদিও চার্চিল বাদার্স বনাম মোহনবাগানের থেকেও প্লাজা বনাম ড্যানিয়েল সাইরাসের লড়াই দেখেতে বেশি মরিয়া ফুটবলপ্রেমিরা । রবিবারের কল্যাণী স্টেডিয়ামে এই দুই ক্যারিবিয়ান ফুটবলারের দ্বৈরথ দেখতে উত্তেজনার পারদ চড়ছে । মোহনবাগানের ডিফেন্ডার সাইরাসের হুঙ্কার, তিনি প্লাজার চ্যালেঞ্জ সামলাতে তৈরি । অতীতে ত্রিনিদাদ ও টোবাগোর এই স্ট্রাইকারের সঙ্গে ও বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে সাইরাসের । সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাবেন তিনি । যদিও জাতীয় দলের সতীর্থের কথা সেভাবে পাত্তা দিচ্ছেন না চার্চিলের উইলিস প্লাজা । তার মতে ব্যক্তি দ্বৈরথ নয় রবিবারের কল্যাণী স্টেডিয়ামে ম্যাচটি প্লাজা বনাম মোহনবাগান । যদিও কথাটি বলে পরক্ষণেই নিজেকে সামলে নেন তিনি । বলছেন দলের জয়ই তার কাছে সবার আগে । নিজে গোল করলে ভালো লাগবে । কিন্তু না পারলে কোনও আক্ষেপ থাকবে না । একবছর আগে কলকাতায় এসে মোহনবাগান কে হারিয়ে ছিল চার্চিল । সেই ম্যাচে জোড়া গোল ছিল প্লাজার । এবার দলে একাধিক নতুন ফুটবলার । কোচও নয়া । ইউরোপীয় ঘরানায় দলকে খেলানোর চেষ্টা করছেন কোচ বোনার্দো । তবে নতুন স্টাইল ও পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন উইলিস প্লাজা ।

তবে কলকাতায় ইস্টবেঙ্গলে খেলা কালীন সতীর্থদের প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি ৷ প্লাজা বলেন ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছ থেকে সেভাবে সহযোগিতা পাননি । তাছাড়া মাঠের বাইরের নানা সমস্যায় মনসংযোগ হারিয়ে ছিলেন । মহমেডানের জার্সিতে কল্যাণী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে । তবে এখন গোয়ার ক্লাব ফুটবলে খেলাটা উপভোগ করছেন তিনি ।

Intro:আক্রমন এবং আক্রমন।রবিবার কল্যানী স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে পয়েন্ট কাড়তে এভাবেই অনুশীলন করালেন চার্চিল ব্রাদার্সের কোচ বেনার্দো তাবেজ। পর্তুগালের মানুষটি আক্রমনাত্মক ফুটবলে বিশ্বাস করেন।সেই বিশ্বাসের বাস্তবায়নে তার ভরসা উইলিস প্লাজা।ক্যারিবিয়ান স্ট্রাইকার সাম্প্রতিককালে ডারতীয় ক্লাব ফুটবলে অন্যতম সেরা স্ট্রাইকার। গত আই লিগের সর্বোচ্চ গোলদাতা ইতিমধ্যে তার গোলের খাতা খুলে ফেলেছেন।এবার সামনে মোহনবাগান।প্লাজা বলছেন তার গোলের চেয়েও দলের জয় সবার আগে।


Body:প্লাজা বনাম ড্যানিয়েল সাইরাস। রবিবারের কল্যানী স্টেডিয়ামে এই দুই ক্যারিবিয়ান ফুটবলারের দ্বৈরথ দেখতে পারদ চড়ছে। মোহনবাগানের ডিফেন্ডার সাইরাস বলছেন তিনি প্লাজার চ্যালেঞ্জ সামলাতে তৈরি। অতীত অভিঞ্জতা রয়েছে চার্চিলের ক্যারিবিয়ান স্ট্রাইকারের বিরুদ্ধে খেলার।সেই অভিঞ্জতা এবার কাজে লাগাবেন।জাতীয় দলের সতীর্থের কথা সেভাবে পাত্তা দিচ্ছেন না চার্চিলের উইলিস প্লাজা। তার মতে ব্যক্তি দ্বৈরথ নয় রবিবারের কল্যানী স্টেডিয়ামে ম্যাচটি প্লাজা বনাম মোহনবাগান।কথাটি বলে পরক্ষণেই নিজেকে সামলে নিলেন।বলছেন দলের জয়ই তার কাছে সবার আগে।নিজে গোল করলে ভালো লাগবে।কিন্তু না পারলে কোনও আক্ষেপ থাকবে না।একবছর আগে কলকাতায় এসে মোহনবাগান কে হারিয়ে ছিল চার্চিল।সেই ম্যাচে জোড়া গোল ছিল প্লাজা র।এবার দলে একাধিক নতুন ফুটবলার।কোচও নয়া। ইউরোপীয় ঘরানায় দলকে খেলানোর চেষ্টা করছেন।তবে খেলার নতুন স্টাইল ও পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন উইলিস প্লাজা।


Conclusion:প্লাজা কলকাতায় পা রাখা মানেই ময়দানি ফুটবল অভিঞ্জতা কথার মাঝে আসবে।ক্যারিবিয়ান স্ট্রাইকার বলছেন ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছ থেকে সেভাবে সহযোগিতা পাননি।তাছাড়া মাঠের বাইরের সমস্যায় মনসংযোগ হারিয়ে ছিলেন।মহমেডানের জার্সিতে কল্যানী স্টেডিয়ামে খেলার অভিঞ্জতা রয়েছে।তবে এখন গোয়ার ক্লাব ফুটবলে খেলাটা উপভোগ করছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.