লন্ডন, 2 জুন: শ্বেতাঙ্গ পুলিশের হেপাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোভের আঁচ শুধুমাত্র অ্যামেরিকাতেই আটকে নেই ৷ খেলার মাঠও ফ্লয়েড হত্যার প্রতিবাদে সোচ্চার ৷ ইনস্টাগ্রামে এই বর্বরোচিত হত্যার প্রতিবাদ জানিয়ে ফ্লয়েডের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পোগবা ৷ বললেন, কাল বা পরশু নয়, এখুনই এই বর্ণবিদ্বেষ বন্ধ হওয়া দরকার ৷
জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যতটাই দুঃখিত ও হতাশ ততটাই রাগ হচ্ছে পোগবার ৷ ইনস্টাগ্রামে সেই রাগ প্রকাশ করে ম্যান ইউ তারকা লিখেছেন, "মিনেপোলিসের ঘটনা নিয়ে আমার অনুভূতি কোন ভাষায় প্রকাশ করবে তা গত কয়েকদিন ধরেই ভাবছিলাম ৷ এইমুহূর্তে আমার রাগ, দুঃখ হচ্ছে, ঘৃণা ও কষ্ট পাচ্ছে এবং হতাশ লাগছে ৷ কষ্ট হচ্ছে জর্জ এবং সেই সমস্ত কালো মানুষদের জন্য যারা প্রতিনিয়ত বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ৷ সেটা ফুটবল মাঠই হোক বা কাজের জায়গা অথবা স্কুলে ৷ এটা একেবারেই বন্ধ হওয়া দরকার ৷ কাল বা পরশু নয়, আজই এর শেষ হওয়া প্রয়োজন ৷ বর্ণবিদ্বেষ নিয়ে আর হিংসা মোটেও বরদাস্ত করা হবে না ৷" খেলার মাঠে বহুবার বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হয়েছে পোগবাকে ৷ সোশাল মিডিয়া ছাড়াও গায়ের রংয়ের জন্য গ্যালারি থেকেও তাঁর দিকে কুৎসিত অঙ্গভঙ্গি এবং তির্যক মন্তব্য ভেসে এসেছে বহুবার ৷
অনুশীলনের সময় লিভারপুলের খেলোয়াড়রাও অ্যামেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ জানান ৷ অ্যানফিল্ডে হাঁটু গেড়ে ফ্লয়েডের উদ্দেশে শ্রদ্ধা জানায় তারা ৷ সেই ছবি টুইট করেন ভার্জিল ভ্যান ডাইক, জর্ডন হেন্ডারসনরা ৷
-
The entire squad knelt in Anfield's centre circle ahead of today's training session in a powerful show of support for the #BlackLivesMatter movement.
— Liverpool FC (at 🏠) (@LFC) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Unity is strength: https://t.co/2BN18U4jIY pic.twitter.com/oVE5RgNMmh
">The entire squad knelt in Anfield's centre circle ahead of today's training session in a powerful show of support for the #BlackLivesMatter movement.
— Liverpool FC (at 🏠) (@LFC) June 1, 2020
Unity is strength: https://t.co/2BN18U4jIY pic.twitter.com/oVE5RgNMmhThe entire squad knelt in Anfield's centre circle ahead of today's training session in a powerful show of support for the #BlackLivesMatter movement.
— Liverpool FC (at 🏠) (@LFC) June 1, 2020
Unity is strength: https://t.co/2BN18U4jIY pic.twitter.com/oVE5RgNMmh