ETV Bharat / sports

UEFA চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নেইমারের PSG - FOOTBALL

PSG প্রথম গোলটা পেয়েছে আর্জেন্তিনা-ব্রাজিল যুগলবন্দীতে । 13 মিনিটে দি মারিয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে প্যারিস সাঁ জাঁকে এগিয়ে দেন করেন ব্রাজিলিয় ডিফেন্ডার মার্কিনিয়োস। 42 মিনিটে ব্যবধান ২-০ করে PSG। এবারেরও সাউথ অ্যামেরিকান কম্বিনেশন । বক্সের মধ্যে বল পেয়ে দি মারিয়ার উদ্দেশে ব্যাক হিল করেন নেইমার। দি মারিয়াও জালে বল পাঠাতে ভুল করেননি ।

নেইমারের PSG
নেইমারের PSG
author img

By

Published : Aug 19, 2020, 7:39 AM IST

Updated : Aug 19, 2020, 9:47 AM IST

লিসবন , 19 অগাস্ট : ক্লাবের ইতিহাসে প্রথম UFEA চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল প্যারিস সাঁ জা । পর্তুগালের লিসবনে লাইপজ়িগকে 3-0 গোলে হারাল নেইমার -দি মারিয়া -এমবাপ্পেরা ।

ম্যাচের শুরুতে অবশ্য PSG কে চেপে ধরেছিল লাইপজিগ । ম্যাচের তিন মিনিটে প্রথম আক্রমণটাও করেছে তারা। বক্সের ভেতর থেকে নেওয়া এনকুনকুর শট তাঁরই এক সতীর্থের পায়ে লেগে ফিরে আসে। তখন পর্যন্ত বলে পা ছোঁয়াতে পারেননি PSG-র সবচেয়ে দামি দুই খেলোয়াড় নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

শুরুতে একটু যেন বেশিই সতর্ক ছিল PSG । আগের দুই রাউন্ডে টটেনহাম ও অ্যাতলেতিকোর মতো দলকে হারিয়ে সেমিফাইনালে ওঠা লাইপজ়িগকে একটু বুঝে নিতে চাইছিল টমাস টুখেলের ছেলেরা । ম্যাচের ছয় মিনিটে প্রথম আক্রমণে যায় পিএসজি । বলে প্রথম ছোঁয়াতেই গোল পেতে পারতেন নেইমার। বক্সের মধ্যে বল 7পেয়ে ডান পায়ের শট নিয়েছিলেন ব্রাজিলিয় ফরোয়ার্ড। কিন্তু ডান পোস্টে লেগে বল চলে যায় বাইরে। 7 মিনিটে নেইমারের পাস থেকে এমবাপ্পে বল জালে পাঠালেও গোল দেননি রেফারি। বল নেইমারের হাতে লেগেছিল । ১০ মিনিটের মধ্যেই সুযোগ পেয়েছিলেন অ্যাঞ্জেল দি মারিয়া । কিন্তু কাজে লাগাতে পারেননি।

PSG প্রথম গোলটা পেয়েছে আর্জেন্তিনা-ব্রাজিল যুগলবন্দীতে । 13 মিনিটে দি মারিয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে প্যারিস সাঁ জাঁকে এগিয়ে দেন করেন ব্রাজিলিয় ডিফেন্ডার মার্কিনিয়োস। 42 মিনিটে ব্যবধান ২-০ করে PSG। এবারেরও সাউথ অ্যামেরিকান কম্বিনেশন । বক্সের মধ্যে বল পেয়ে দি মারিয়ার উদ্দেশে ব্যাক হিল করেন নেইমার। দি মারিয়াও জালে বল পাঠাতে ভুল করেননি ।

দুই গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধেও লাইপজ়িগ অল আউট স্ট্র্যাটেজি থেকে সরেনি । দ্বিতীয়ার্ধে বরং আরও ঝাঁঝ বাড়ে নাগলসমানের ছেলেদের। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকবার তারা PSG বক্সে কাঁপন ধরিয়েছিল । তবে ৫৫ মিনিটে গোল তৃতীয় গোলটা পেয়ে যায় PSG ।

তৃতীয় গোলেও নাম রয়েছে দি মারিয়ার । তাঁর ক্রসে হেড করে গোলটি করেছেন হুয়ান বারনাট । 3-0 গোলে পিছিয়ে পড়লেও থমকে যায়নি লাইপজ়িগ। বরং শেষ মুহূর্ত পর্যন্ত গোলের জন্য আক্রমণ শানিয়ে গেছে নগলসমানের ছেলেরা । কখনও গোলকিপার রিকোর দক্ষতা,কখনও আবার লাইপজ়িগের ফরোয়ার্ডদের ভুল বাঁচিয়ে দিয়েছে প্যারিস সাঁ জাঁকে ।

লিসবন , 19 অগাস্ট : ক্লাবের ইতিহাসে প্রথম UFEA চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল প্যারিস সাঁ জা । পর্তুগালের লিসবনে লাইপজ়িগকে 3-0 গোলে হারাল নেইমার -দি মারিয়া -এমবাপ্পেরা ।

ম্যাচের শুরুতে অবশ্য PSG কে চেপে ধরেছিল লাইপজিগ । ম্যাচের তিন মিনিটে প্রথম আক্রমণটাও করেছে তারা। বক্সের ভেতর থেকে নেওয়া এনকুনকুর শট তাঁরই এক সতীর্থের পায়ে লেগে ফিরে আসে। তখন পর্যন্ত বলে পা ছোঁয়াতে পারেননি PSG-র সবচেয়ে দামি দুই খেলোয়াড় নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

শুরুতে একটু যেন বেশিই সতর্ক ছিল PSG । আগের দুই রাউন্ডে টটেনহাম ও অ্যাতলেতিকোর মতো দলকে হারিয়ে সেমিফাইনালে ওঠা লাইপজ়িগকে একটু বুঝে নিতে চাইছিল টমাস টুখেলের ছেলেরা । ম্যাচের ছয় মিনিটে প্রথম আক্রমণে যায় পিএসজি । বলে প্রথম ছোঁয়াতেই গোল পেতে পারতেন নেইমার। বক্সের মধ্যে বল 7পেয়ে ডান পায়ের শট নিয়েছিলেন ব্রাজিলিয় ফরোয়ার্ড। কিন্তু ডান পোস্টে লেগে বল চলে যায় বাইরে। 7 মিনিটে নেইমারের পাস থেকে এমবাপ্পে বল জালে পাঠালেও গোল দেননি রেফারি। বল নেইমারের হাতে লেগেছিল । ১০ মিনিটের মধ্যেই সুযোগ পেয়েছিলেন অ্যাঞ্জেল দি মারিয়া । কিন্তু কাজে লাগাতে পারেননি।

PSG প্রথম গোলটা পেয়েছে আর্জেন্তিনা-ব্রাজিল যুগলবন্দীতে । 13 মিনিটে দি মারিয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে প্যারিস সাঁ জাঁকে এগিয়ে দেন করেন ব্রাজিলিয় ডিফেন্ডার মার্কিনিয়োস। 42 মিনিটে ব্যবধান ২-০ করে PSG। এবারেরও সাউথ অ্যামেরিকান কম্বিনেশন । বক্সের মধ্যে বল পেয়ে দি মারিয়ার উদ্দেশে ব্যাক হিল করেন নেইমার। দি মারিয়াও জালে বল পাঠাতে ভুল করেননি ।

দুই গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধেও লাইপজ়িগ অল আউট স্ট্র্যাটেজি থেকে সরেনি । দ্বিতীয়ার্ধে বরং আরও ঝাঁঝ বাড়ে নাগলসমানের ছেলেদের। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকবার তারা PSG বক্সে কাঁপন ধরিয়েছিল । তবে ৫৫ মিনিটে গোল তৃতীয় গোলটা পেয়ে যায় PSG ।

তৃতীয় গোলেও নাম রয়েছে দি মারিয়ার । তাঁর ক্রসে হেড করে গোলটি করেছেন হুয়ান বারনাট । 3-0 গোলে পিছিয়ে পড়লেও থমকে যায়নি লাইপজ়িগ। বরং শেষ মুহূর্ত পর্যন্ত গোলের জন্য আক্রমণ শানিয়ে গেছে নগলসমানের ছেলেরা । কখনও গোলকিপার রিকোর দক্ষতা,কখনও আবার লাইপজ়িগের ফরোয়ার্ডদের ভুল বাঁচিয়ে দিয়েছে প্যারিস সাঁ জাঁকে ।

Last Updated : Aug 19, 2020, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.