ETV Bharat / sports

SC East Bengal in ISL : হতশ্রী রক্ষণ, হাফডজন গোল হজম করল লাল-হলুদ - Odisha FC beats SC East Bengal

ছয় গোলের ধাক্কায় রীতিমত লন্ডভন্ড লাল-হলুদ । গোলের সংখ্যার চেয়েও হতশ্রী পারফরম্যান্সই অশনি সংকেত মানোলো দিয়াজের জন্য । শুরুতে গোল করেও ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে গেল বিকাশ জাইরু-মহম্মদ রফিকরা ৷

SC East Bengal
লন্ডভন্ড লাল-হলুদ
author img

By

Published : Nov 30, 2021, 9:27 PM IST

Updated : Nov 30, 2021, 10:28 PM IST

পানাজি, 30 নভেম্বর : আইএসএল ডার্বিতে হারের হ্যাটট্রিক ৷ সবুজ-মেরুনের কাছে 3 গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছেড়েছিল লাল-হলুদ খেলোয়াড়েরা ৷ সেই একই ছবিই ফিরল এসসি ইস্টবেঙ্গল-ওড়িশা এফসি ম্যাচেও ৷ ছয় গোল খেয়ে মাঠ ছাড়ল পদ্মাপাড়ের ক্লাব ৷ গত মরশুমের শেষ ম্যাচেও ওড়িশার বিরুদ্ধে হাফ ডজন গোল হজম করতে হয়েছিল লাল-হলুদকে ।

ডার্বিতে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ভুলে বিপর্যয় হয়েছিল । ওড়িশার বিরুদ্ধে লাল-হলুদকে অন্ধকারে ঠেলে দিলেন ডিফেন্ডাররা । হীরা মণ্ডল খানিক চেষ্টা করলেও বাকিদের ব্যর্থতায় লিগ টেবিলের 10 নম্বরেই থাকল এসসি ইস্টবেঙ্গল ৷ ম্যাচের 13 মিনিটের মাথাতেই রাজু গায়কোয়াড়ের লম্বা থ্রো ওড়িশা ডিফেন্ডার ক্লিয়ার করলে ফিরতি বল দুরন্ত শটে জালে পাঠান সিডোয়েল । প্রথমার্ধের শুরুতে এসসি ইস্টবেঙ্গলের খেলা দেখে মনে হচ্ছিল, ডার্বির ধাক্কা সরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে তারা । কিন্তু সময় যত এগিয়েছে ততই ওড়িশা ম্যাচের দখল নিয়ে নেয় ।

আরও পড়ুন : ATK Mohun Bagan vs Mumbai City FC : প্রতিদিন পাঁচ গোল হয় না, মুম্বই ম্যাচের আগে জানিয়ে দিলেন হাবাস

জোড়া গোল করে ওড়িশাকে ম্যাচে ফেরান হেক্টর রোডাস ৷ দুটি ক্ষেত্রেই জাভি হার্নান্দেজের সেটপিস থেকে ভাসানো বলে হেক্টর বিনা বাধায় গোল করে যান । 45 মিনিটে দুরন্ত গোল করে ব্যবধান বাড়ান জাভি হার্নান্দেজ ৷ কর্নার থেকে বাঁক খাইয়ে সরাসরি বল জালে পাঠান সবুজ-মেরুনের প্রাক্তনী । 71 মিনিটে আরিদাইয়ের গোল ৷ তারপরেই শেষ বারো মিনিটে হল পাঁচটি গোল ৷ 81 মিনিটে গোল করেন ইস্টবেঙ্গলের হাওকিপ ৷ শেষ মুহূর্তে পরপর দু'গোল করে ব্যবধান কমান লাল-হলুদের গোলমেশিন চিমা ৷ যদিও তার আগেই ইশাকের গোলে পাঁচ গোল দিয়ে ফেলেছে ওড়িশা ৷ 93 মিনিটে গোল করে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আরিদাই ৷

পানাজি, 30 নভেম্বর : আইএসএল ডার্বিতে হারের হ্যাটট্রিক ৷ সবুজ-মেরুনের কাছে 3 গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছেড়েছিল লাল-হলুদ খেলোয়াড়েরা ৷ সেই একই ছবিই ফিরল এসসি ইস্টবেঙ্গল-ওড়িশা এফসি ম্যাচেও ৷ ছয় গোল খেয়ে মাঠ ছাড়ল পদ্মাপাড়ের ক্লাব ৷ গত মরশুমের শেষ ম্যাচেও ওড়িশার বিরুদ্ধে হাফ ডজন গোল হজম করতে হয়েছিল লাল-হলুদকে ।

ডার্বিতে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ভুলে বিপর্যয় হয়েছিল । ওড়িশার বিরুদ্ধে লাল-হলুদকে অন্ধকারে ঠেলে দিলেন ডিফেন্ডাররা । হীরা মণ্ডল খানিক চেষ্টা করলেও বাকিদের ব্যর্থতায় লিগ টেবিলের 10 নম্বরেই থাকল এসসি ইস্টবেঙ্গল ৷ ম্যাচের 13 মিনিটের মাথাতেই রাজু গায়কোয়াড়ের লম্বা থ্রো ওড়িশা ডিফেন্ডার ক্লিয়ার করলে ফিরতি বল দুরন্ত শটে জালে পাঠান সিডোয়েল । প্রথমার্ধের শুরুতে এসসি ইস্টবেঙ্গলের খেলা দেখে মনে হচ্ছিল, ডার্বির ধাক্কা সরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে তারা । কিন্তু সময় যত এগিয়েছে ততই ওড়িশা ম্যাচের দখল নিয়ে নেয় ।

আরও পড়ুন : ATK Mohun Bagan vs Mumbai City FC : প্রতিদিন পাঁচ গোল হয় না, মুম্বই ম্যাচের আগে জানিয়ে দিলেন হাবাস

জোড়া গোল করে ওড়িশাকে ম্যাচে ফেরান হেক্টর রোডাস ৷ দুটি ক্ষেত্রেই জাভি হার্নান্দেজের সেটপিস থেকে ভাসানো বলে হেক্টর বিনা বাধায় গোল করে যান । 45 মিনিটে দুরন্ত গোল করে ব্যবধান বাড়ান জাভি হার্নান্দেজ ৷ কর্নার থেকে বাঁক খাইয়ে সরাসরি বল জালে পাঠান সবুজ-মেরুনের প্রাক্তনী । 71 মিনিটে আরিদাইয়ের গোল ৷ তারপরেই শেষ বারো মিনিটে হল পাঁচটি গোল ৷ 81 মিনিটে গোল করেন ইস্টবেঙ্গলের হাওকিপ ৷ শেষ মুহূর্তে পরপর দু'গোল করে ব্যবধান কমান লাল-হলুদের গোলমেশিন চিমা ৷ যদিও তার আগেই ইশাকের গোলে পাঁচ গোল দিয়ে ফেলেছে ওড়িশা ৷ 93 মিনিটে গোল করে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আরিদাই ৷

Last Updated : Nov 30, 2021, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.