ETV Bharat / sports

কোরোনায় আক্রান্ত নেইমার

কোরোনায় আক্রান্ত ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার ৷ একই সঙ্গে আক্রান্ত হয়েছেন লিন্দ্রো পারেদেশও ৷

নেইমার
নেইমার
author img

By

Published : Sep 2, 2020, 7:39 PM IST

Updated : Sep 2, 2020, 8:18 PM IST

প্যারিস, 2 সেপ্টেম্বর : প্যারিস সাঁ জাঁর অ্যাঞ্জেল ডি মারিয়ার পর এবার কোরোনায় আক্রান্ত হলেন নেইমার ও লিন্দ্রো পারেদেশ৷ প্রথম দলের তিন গুরুত্বপূর্ণ সদস্য কোরোনায় আক্রান্ত হওয়ায় বেকায়দায় ফরাসি চ্যাম্পিয়নরা ৷

সোমবার ক্লাবের পক্ষ থেকে বলা হয়, অ্যাঞ্জেল ডি মারিয়ার পর আরও দুই ফুটবলারের কোরোনার উপসর্গ আছে ৷ তবে তখন তাঁদের নাম ঘোষণা করা হয়নি ৷ কিন্তু আজ তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷

যদিও ফ্রান্সের একটি স্পোর্টস দৈনিক ‘‘এল ইকুইপি’’ তাদের রিপোর্টে পারদেশের নাম প্রকাশ করে ৷ কারণ এই দুই আর্জেন্টাইন একসঙ্গে ‘‘ইবিজা’’ দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন ৷ নেইমারের আক্রান্ত হওয়ার কথা ভাবেননি কেউ ৷

কয়েকদিন আগেই UEFA চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ও প্যারিস সাঁ জাঁ ৷ কিন্তু 1-0 গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের খেতাব ছোঁয়া হয়নি নেইমার, পারেদেশ, ডি মারিয়াদের ৷ সামনেই ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মরশুম শুরু হচ্ছে ৷ খেতাব ধরে রাখার লড়াইয়ে 10 তারিখ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে মাঠে নামার কথা প্যারিস সাঁ জাঁর ৷ কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে লিগ শুরুর কয়েকটি ম্যাচে প্রথম সারির এই তিন ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হবে ফরাসি চ্যাম্পিয়নদের ৷

প্যারিস, 2 সেপ্টেম্বর : প্যারিস সাঁ জাঁর অ্যাঞ্জেল ডি মারিয়ার পর এবার কোরোনায় আক্রান্ত হলেন নেইমার ও লিন্দ্রো পারেদেশ৷ প্রথম দলের তিন গুরুত্বপূর্ণ সদস্য কোরোনায় আক্রান্ত হওয়ায় বেকায়দায় ফরাসি চ্যাম্পিয়নরা ৷

সোমবার ক্লাবের পক্ষ থেকে বলা হয়, অ্যাঞ্জেল ডি মারিয়ার পর আরও দুই ফুটবলারের কোরোনার উপসর্গ আছে ৷ তবে তখন তাঁদের নাম ঘোষণা করা হয়নি ৷ কিন্তু আজ তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷

যদিও ফ্রান্সের একটি স্পোর্টস দৈনিক ‘‘এল ইকুইপি’’ তাদের রিপোর্টে পারদেশের নাম প্রকাশ করে ৷ কারণ এই দুই আর্জেন্টাইন একসঙ্গে ‘‘ইবিজা’’ দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন ৷ নেইমারের আক্রান্ত হওয়ার কথা ভাবেননি কেউ ৷

কয়েকদিন আগেই UEFA চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ও প্যারিস সাঁ জাঁ ৷ কিন্তু 1-0 গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের খেতাব ছোঁয়া হয়নি নেইমার, পারেদেশ, ডি মারিয়াদের ৷ সামনেই ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মরশুম শুরু হচ্ছে ৷ খেতাব ধরে রাখার লড়াইয়ে 10 তারিখ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে মাঠে নামার কথা প্যারিস সাঁ জাঁর ৷ কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে লিগ শুরুর কয়েকটি ম্যাচে প্রথম সারির এই তিন ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হবে ফরাসি চ্যাম্পিয়নদের ৷

Last Updated : Sep 2, 2020, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.