ETV Bharat / sports

Copa America : নজরে সেমিফাইনাল, ব্রাজ়িল-চিলি ম্যাচে দলে ফিরছেন নেইমার-স্যাঞ্চেজ় - কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও চিলি

গ্রুপ স্টেজে চারটি ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে ব্রাজ়িল ৷ এবারের কোপা জেতার অন্যতম দাবিদারও তারা ৷ অন্যদিকে গ্রুপ স্টেজে শুধু মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে চিলি ৷ তাও বলিভিয়ার বিরুদ্ধে ৷

ব্রাজিল-চিলি দলে ফিরছেন নেইমার-স্যাঞ্চেজ
ব্রাজিল-চিলি দলে ফিরছেন নেইমার-স্যাঞ্চেজ
author img

By

Published : Jul 1, 2021, 2:26 PM IST

Updated : Jul 1, 2021, 3:16 PM IST

রিও ডি জেনেইরো , 1 জুলাই : চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজ়িল ও চিলি ৷ এই ম্যাচেই দলে ফিরছেন দুই দলের তারকা ফুটবলাররা ৷ ফিরছেন নেইমার, অ্যালেক্সিস স্যাঞ্চেজরা ৷

একদিকে শেষ ম্যাচে বিশ্রামের পর রিও ডি জেনেইরোর নিলটন ডি স্যান্টোস স্টেডিয়ামে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে ব্রাজ়িল দলে ফিরছেন নেইমার, জেসাস, সিলভারা ৷ অন্যদিকে কাফ মাসলের চোট সারিয়ে চিলি দলে ফিরছেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ ৷

নিজেদের নিয়িমিত একাদশ থেকে ইকুয়েডর ম্যাচে একাধিক ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে ৷ তাঁদের মধ্যে ছিলেন নেইমার , থিয়াগো সিলভা ও গেব্রিয়াল জেসাস ৷ এছাড়া কাসেমিরো খেলেছেন পরিবর্ত হিসেবে ৷

গ্রুপ স্টেজে চারটি ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে ব্রাজ়িল ৷ এবং এবছরের কোপা জেতার অন্যতম দাবিদারও তারা ৷ অন্যদিকে গ্রুপ স্টেজে শুধু মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে চিলি ৷ তাও বলিভিয়ার বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Youngest Grand Master : 12 বছরেই দাবার চক্রব্যূহ ভেদ করে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার অভিমন্যু মিশ্র

দুই দলের শেষ স্মরণীয় ম্যাচটি হয়েছে 2014 সালের বিশ্বকাপের শেষ ষোলোয় ৷ নির্ধারিত সময়ে খেলা শেষ হয় 1-1 গোলে ৷ এর পর অতিরিক্ত সময়ে গোলের দেখা পায়নি কোনও পক্ষ ৷ ব্রাজ়িলের হয়ে গোল করেন ডেভিড লুইজ় ৷ অন্যদিকে চিলির হয়ে গোল করেন স্যাঞ্চেজ় ৷ পেনাল্টি শুট আউটে 3-2 ব্যবধানে চিলিকে হারায় ব্রাজ়িল ৷

রিও ডি জেনেইরো , 1 জুলাই : চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজ়িল ও চিলি ৷ এই ম্যাচেই দলে ফিরছেন দুই দলের তারকা ফুটবলাররা ৷ ফিরছেন নেইমার, অ্যালেক্সিস স্যাঞ্চেজরা ৷

একদিকে শেষ ম্যাচে বিশ্রামের পর রিও ডি জেনেইরোর নিলটন ডি স্যান্টোস স্টেডিয়ামে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে ব্রাজ়িল দলে ফিরছেন নেইমার, জেসাস, সিলভারা ৷ অন্যদিকে কাফ মাসলের চোট সারিয়ে চিলি দলে ফিরছেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ ৷

নিজেদের নিয়িমিত একাদশ থেকে ইকুয়েডর ম্যাচে একাধিক ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে ৷ তাঁদের মধ্যে ছিলেন নেইমার , থিয়াগো সিলভা ও গেব্রিয়াল জেসাস ৷ এছাড়া কাসেমিরো খেলেছেন পরিবর্ত হিসেবে ৷

গ্রুপ স্টেজে চারটি ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে ব্রাজ়িল ৷ এবং এবছরের কোপা জেতার অন্যতম দাবিদারও তারা ৷ অন্যদিকে গ্রুপ স্টেজে শুধু মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে চিলি ৷ তাও বলিভিয়ার বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Youngest Grand Master : 12 বছরেই দাবার চক্রব্যূহ ভেদ করে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার অভিমন্যু মিশ্র

দুই দলের শেষ স্মরণীয় ম্যাচটি হয়েছে 2014 সালের বিশ্বকাপের শেষ ষোলোয় ৷ নির্ধারিত সময়ে খেলা শেষ হয় 1-1 গোলে ৷ এর পর অতিরিক্ত সময়ে গোলের দেখা পায়নি কোনও পক্ষ ৷ ব্রাজ়িলের হয়ে গোল করেন ডেভিড লুইজ় ৷ অন্যদিকে চিলির হয়ে গোল করেন স্যাঞ্চেজ় ৷ পেনাল্টি শুট আউটে 3-2 ব্যবধানে চিলিকে হারায় ব্রাজ়িল ৷

Last Updated : Jul 1, 2021, 3:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.