ETV Bharat / sports

ধর্ষণের অভিযোগ নেইমারের বিরুদ্ধে

কোপা অ্যামেরিকা শুরুর কিছু দিন আগে নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল । যদিও অভইযোগ উড়িয়ে দিয়েছেন নেইমারের বাবা ।

নেইমার
author img

By

Published : Jun 2, 2019, 1:23 PM IST

সাও পাওলো, 2 জুন : নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ । গত মাসে প্যারিসের এক হোটেলে মদ খেয়ে এক মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ নেইমারের বিরুদ্ধে । শুক্রবার সাও পাওলোর একটি থানায় এই অভিযোগ জমা পড়ে ।

কোপা অ্যামেরিকা শুরুর মুখে এই অভিযোগের জেরে বিতর্কে ব্রাজ়িলীয় ফুটবল তারকা । অভিযোগকারী মহিলার দাবি, ঘটনাটি ঘটে 15 মে । ওই মহিলার সঙ্গে আগেই আলাপ ছিল নেইমারের । মহিলার দাবি, ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয় । 15 মে প্রথম দেখা হয় তাদের । মহিলার অভিযোগ, সেই দিন মদ খেয়েছিলেন নেইমার ।

তিনি আরও জানান, ধর্ষণের ঘটনার দু'দিন পরে তিনি প্যারিস ছাড়েন । এতদিন লজ্জায় ভয়ে পুলিশে অভিযোগ করেননি । শেষ পর্যন্ত শুক্রবার সাও পাওলোয় নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

নেইমার এই বিষয়ে মুখ খোলেননি । এই মুহূর্তে কোপা অ্যামেরিকার জন্য জাতীয় দলের সঙ্গে এই ব্রাজ়িলীয় তারকা । 15 জুন থেকে ব্রাজ়িলে শুরু হচ্ছে কোপা অ্যামেরিকা । সাও পাওলোয় প্রথম ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজ়িল ।

তবে নেইমারের বাবা তথা ব্রাজ়িলীয় তারকার এজেন্ট নেইমার সিনিয়র ছেলের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "ও (নেইমার) কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । আমরা এখনও সত্যিটা জানতে পারিনি । আমি আমার ছেলেকে ভালো করে চিনি । চাই সত্যিটা সামনে আসুক ।"

সাও পাওলো, 2 জুন : নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ । গত মাসে প্যারিসের এক হোটেলে মদ খেয়ে এক মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ নেইমারের বিরুদ্ধে । শুক্রবার সাও পাওলোর একটি থানায় এই অভিযোগ জমা পড়ে ।

কোপা অ্যামেরিকা শুরুর মুখে এই অভিযোগের জেরে বিতর্কে ব্রাজ়িলীয় ফুটবল তারকা । অভিযোগকারী মহিলার দাবি, ঘটনাটি ঘটে 15 মে । ওই মহিলার সঙ্গে আগেই আলাপ ছিল নেইমারের । মহিলার দাবি, ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয় । 15 মে প্রথম দেখা হয় তাদের । মহিলার অভিযোগ, সেই দিন মদ খেয়েছিলেন নেইমার ।

তিনি আরও জানান, ধর্ষণের ঘটনার দু'দিন পরে তিনি প্যারিস ছাড়েন । এতদিন লজ্জায় ভয়ে পুলিশে অভিযোগ করেননি । শেষ পর্যন্ত শুক্রবার সাও পাওলোয় নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

নেইমার এই বিষয়ে মুখ খোলেননি । এই মুহূর্তে কোপা অ্যামেরিকার জন্য জাতীয় দলের সঙ্গে এই ব্রাজ়িলীয় তারকা । 15 জুন থেকে ব্রাজ়িলে শুরু হচ্ছে কোপা অ্যামেরিকা । সাও পাওলোয় প্রথম ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজ়িল ।

তবে নেইমারের বাবা তথা ব্রাজ়িলীয় তারকার এজেন্ট নেইমার সিনিয়র ছেলের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "ও (নেইমার) কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । আমরা এখনও সত্যিটা জানতে পারিনি । আমি আমার ছেলেকে ভালো করে চিনি । চাই সত্যিটা সামনে আসুক ।"

Mayurbhanj (Odisha), Jun 02 (ANI): Locals in Arjunsahi village of Odisha's Mayurbhanj travel long distances to collect water due to unavailability of well, tube well or clean drinking water in their area. They are forced to drink murky and unsafe water. Villagers demand tube well from the government.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.