ETV Bharat / sports

স্কট নেভিলের শেষ মিনিটের গোলে হার বাঁচাল ইস্টবেঙ্গল - ইন্ডিয়ান সুপার লিগ

প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্স যদি সুযোগ কাজে লাগাতে পারত তাহলে ম্যাচের ছবি অন্যরকম হত । তবে শেষ মূহূর্তে স্কট নেভিলের হেডে কেরালার বিরুদ্ধে মানরক্ষা করল ইস্টবেঙ্গল ।

Scott Neville scores for East Bengal
ছবি সৌজন্যে : টুইটার
author img

By

Published : Jan 15, 2021, 10:32 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : স্কট নেভিলের শেষ মূহুর্তের গোলে হার বাঁচাল এসসি ইস্টবেঙ্গল । শুক্রবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করল রবি ফাওলারের ছেলেরা । ম্যাচের ফল 1-1 । কেরালার হয়ে গোল জর্ডন মারের । এই ফলাফলে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থানে কোনও পরিবর্তন হল না ।

চেনা শত্রুর বিরুদ্ধে ফিরতি লড়াই সবসময় কঠিন হয় । তাই রবি ফাওলার বনাম কিবু ভিকুনার ফুটবল বুদ্ধির দ্বৈরথ ট্যাকটিকাল লড়াইয়ে পরিনত হবে সেটা জানা ছিল । এই অবস্থায় সুযোগ কাজে লাগানোর ওপর ম্যাচের ভাগ্য গড়ে যায় । প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্স যদি সুযোগ কাজে লাগাতে পারত তাহলে ম্যাচের ছবি অন্যরকম হত । গ্যারি হুপার, গর্ডন মারে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি । খেলা শুরুর আগে চোট পেয়ে ছিটকে যান রাজু গাইকোয়াড় । রানা ঘরামি লাল হলুদ একাদশে আসেন । অনিয়মিত সুযোগে ভালো মন্দ মিলিয়ে তার পারফরম্যান্স । তবে 63 মিনিটে কেরালা গোলরক্ষক অ্যালবিনো গোমসের 69 গজের দূরপাল্লার পাস জর্ডন মারের গোল করে যান । এই সময় তাকে কভার করতে রানা ঘরামি ব্যর্থ । তবে গোলের জন্য দেবজিৎ মজুমদারের ভূমিকা প্রশ্নের উর্ধ্বে নয় ।

ব্রাইটকে সামনে রেখে ইস্টবেঙ্গলের আক্রমন সাজাচ্ছেন রবি ফাওলার । বিস্ময় গোলের পরে প্রতিপক্ষ কোচেরা তার জন্য কড়া জোনাল মার্কিংয়ের দাওয়াই রাখছেন । নাইজেরিয়ান স্ট্রাইকার স্কিলের নৈপুণ্যে স্ফুলিঙ্গ তৈরি করলেও তা দাবানল হয়ে উঠছে না । কেরালার বিরুদ্ধেও একই ছবি ।

কিবু ভিকুনা ব্যক্তি নির্ভর ফুটবলে বিশ্বাস করেন না । তার দলে আক্রমন এবং রক্ষণ সামলাতে এগারো জনকেই অংশ নিতে হয় । তাই বল দখলের শতাংশের হিসেবে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও প্রতিআক্রমনে গোলের রাস্তা বের করল কেরালা ব্লাস্টার্স ।

আরও পড়ুন : এটিকে মোহনবাগানকে হারিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি

দ্বিতীয়ার্ধে মিলন সিংকে তুলে নিয়ে সদ্য নথিভুক্ত হওয়া অজয় ছেত্রীকে নামান ফাওলার । স্টেইনম্যানকে তুলে নিয়ে পিলকিংটন এবং ড্যানি ফক্সের পরিবর্তে অ্যারোন হ্যালোওয়েকে নামান । ড্যানি ফক্সের বদলে এই পরিবর্তনে লাল হলুদ ব্রিগেডের লাভের থেকে ক্ষতি বেশি । 85 মিনিটে সহজ সুযোগ নষ্ট করা ছাড়াও প্রতিপক্ষ রক্ষণে প্রভাব ফেলতে ব্যর্থ অ্যারন হ্যালোওয়ে । দলবদলের দ্বিতীয় উইনডোতে তার বিদায় এখন সময়ের অপেক্ষা । এবং সেই অপেক্ষা যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল ।

ব্রাইটের কর্নার থেকে শেষ মুহুর্তের কর্নারে সমতা সূচক গোল ইস্টবেঙ্গলের স্কট নেভিলের । ড্র করে আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু করল ইস্টবেঙ্গল । শেষ চারের স্বপ্ন বাচিয়ে রাখতে হলে দলের খেলা আরও নিখুঁত হতে হবে । না হলে স্ফুলিঙ্গ দাবানল হবে না ।

কলকাতা, 15 জানুয়ারি : স্কট নেভিলের শেষ মূহুর্তের গোলে হার বাঁচাল এসসি ইস্টবেঙ্গল । শুক্রবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করল রবি ফাওলারের ছেলেরা । ম্যাচের ফল 1-1 । কেরালার হয়ে গোল জর্ডন মারের । এই ফলাফলে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থানে কোনও পরিবর্তন হল না ।

চেনা শত্রুর বিরুদ্ধে ফিরতি লড়াই সবসময় কঠিন হয় । তাই রবি ফাওলার বনাম কিবু ভিকুনার ফুটবল বুদ্ধির দ্বৈরথ ট্যাকটিকাল লড়াইয়ে পরিনত হবে সেটা জানা ছিল । এই অবস্থায় সুযোগ কাজে লাগানোর ওপর ম্যাচের ভাগ্য গড়ে যায় । প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্স যদি সুযোগ কাজে লাগাতে পারত তাহলে ম্যাচের ছবি অন্যরকম হত । গ্যারি হুপার, গর্ডন মারে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি । খেলা শুরুর আগে চোট পেয়ে ছিটকে যান রাজু গাইকোয়াড় । রানা ঘরামি লাল হলুদ একাদশে আসেন । অনিয়মিত সুযোগে ভালো মন্দ মিলিয়ে তার পারফরম্যান্স । তবে 63 মিনিটে কেরালা গোলরক্ষক অ্যালবিনো গোমসের 69 গজের দূরপাল্লার পাস জর্ডন মারের গোল করে যান । এই সময় তাকে কভার করতে রানা ঘরামি ব্যর্থ । তবে গোলের জন্য দেবজিৎ মজুমদারের ভূমিকা প্রশ্নের উর্ধ্বে নয় ।

ব্রাইটকে সামনে রেখে ইস্টবেঙ্গলের আক্রমন সাজাচ্ছেন রবি ফাওলার । বিস্ময় গোলের পরে প্রতিপক্ষ কোচেরা তার জন্য কড়া জোনাল মার্কিংয়ের দাওয়াই রাখছেন । নাইজেরিয়ান স্ট্রাইকার স্কিলের নৈপুণ্যে স্ফুলিঙ্গ তৈরি করলেও তা দাবানল হয়ে উঠছে না । কেরালার বিরুদ্ধেও একই ছবি ।

কিবু ভিকুনা ব্যক্তি নির্ভর ফুটবলে বিশ্বাস করেন না । তার দলে আক্রমন এবং রক্ষণ সামলাতে এগারো জনকেই অংশ নিতে হয় । তাই বল দখলের শতাংশের হিসেবে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও প্রতিআক্রমনে গোলের রাস্তা বের করল কেরালা ব্লাস্টার্স ।

আরও পড়ুন : এটিকে মোহনবাগানকে হারিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি

দ্বিতীয়ার্ধে মিলন সিংকে তুলে নিয়ে সদ্য নথিভুক্ত হওয়া অজয় ছেত্রীকে নামান ফাওলার । স্টেইনম্যানকে তুলে নিয়ে পিলকিংটন এবং ড্যানি ফক্সের পরিবর্তে অ্যারোন হ্যালোওয়েকে নামান । ড্যানি ফক্সের বদলে এই পরিবর্তনে লাল হলুদ ব্রিগেডের লাভের থেকে ক্ষতি বেশি । 85 মিনিটে সহজ সুযোগ নষ্ট করা ছাড়াও প্রতিপক্ষ রক্ষণে প্রভাব ফেলতে ব্যর্থ অ্যারন হ্যালোওয়ে । দলবদলের দ্বিতীয় উইনডোতে তার বিদায় এখন সময়ের অপেক্ষা । এবং সেই অপেক্ষা যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল ।

ব্রাইটের কর্নার থেকে শেষ মুহুর্তের কর্নারে সমতা সূচক গোল ইস্টবেঙ্গলের স্কট নেভিলের । ড্র করে আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু করল ইস্টবেঙ্গল । শেষ চারের স্বপ্ন বাচিয়ে রাখতে হলে দলের খেলা আরও নিখুঁত হতে হবে । না হলে স্ফুলিঙ্গ দাবানল হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.