কলকাতা, 28 জুন : বকেয়া নিয়ে সুখদেব সিং এবংমোহনবাগানের মধ্যে টানাপোড়েন অব্যাহত । মিনার্ভা পঞ্জাবের প্রাক্তন ফুটবলার অনেকবিতর্কের মধ্যে মোহনবাগানে সই করেছিলেন । কিন্তু চোট আঘাত এবং অফ ফর্ম পঞ্জাবেরডিফেন্ডারকে প্রত্যাশিত পারফরম্যান্স করতে দেয়নি । ফলে মাঝ মরশুমে তাকে রিলিজ়দিয়েছিল মোহনবাগান । এখন মরসুম শেষে বকেয়া বেতন নিয়ে সরব হয়েছেন সুখদেব সিং ।এমনকী প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে বিষয়টি দেখার আবেদন করেছে । তারই ভিত্তিতেআলোচনার টেবিলে মোহনবাগান এবং সুখদেব ।
বকেয়াবেতনের পচাশি শতাংশ দাবি করেছেন সবুজ মেরুনের প্রাক্তন ডিফেন্ডার । কিন্তুমোহনবাগান সত্তর শতাংশের বেশি দিতে রাজি নয় । সুখদেবের দাবি 25 লাখ টাকা । কিন্তু মোহনবাগান 20 লাখ টাকার বেশি দিতে চায় না । এইব্যাপারে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্তজানাবে ।
দুইবছর আগে 2018 সালেইস্টবেঙ্গলের সঙ্গে দড়ি টানাটানি করে সুখদেবকে দলে নিয়েছিল মোহনবাগান । সেই জন্যতার পুরানো ক্লাব মিনার্ভা পঞ্জাবকে 16 লাখ টাকা ট্রান্সফার ফি দিয়েছিলমোহনবাগান । ইস্টবেঙ্গল এর ওপর ফুটবলার দলে নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারিহয়েছিল । আর চুক্তি বিতর্কের কারণে সুখদেবকে 50 হাজার টাকা জরিমানা করা হয়েছিল ।
দুইবছরের চুক্তিতে পঞ্জাবের ডিফেন্ডার মোহনবাগানের পক্ষে সই করলেও তা শেষ হয় চলতিবছরের জানুয়ারি মাসে । ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে কয়েকটি ম্যাচে খেলেছিলেন । আইলিগে কিবু ভিকুনার দলে জায়গা হয়নি । এবার ছয় মাস পরে সুখদেব সিং আলোচনায়,কারণ চুক্তি বিতর্ক।