কলকাতা, 1 অগাস্ট : কোরোনা সংক্রমণের জেরে সেভাবে কোনও অনুষ্ঠান করা যায়নি ৷ ক্লাব তাঁবুতে ছোটো করে পালন করা হয়েছে ইস্টবেঙ্গলের শতবর্ষ ৷ কিন্তু, শতবর্ষে ক্লাবকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকেই । টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ইস্টবেঙ্গলের শতবর্ষে ফুটবলার, সদস্য ও সমর্থকদের অভিনন্দন ৷ এটা ভারতের ক্রীড়াক্ষেত্রে একটি নতুন মাইলস্টোন ৷ এছাড়া ফুটবলের ঐতিহ্য ও পশ্চিমবঙ্গের ক্রীড়াপ্রেমের ক্ষেত্রেও একটি নতুন মাইলস্টোন ৷ ইস্টবেঙ্গলের মশাল ময়দানকে সর্বদা আলোকিত করুক ৷’’
-
Best wishes to generations of footballers, members and of course supporters on the centenary of @eastbengalfc. This is a milestone for Indian sport, and for the football traditions and sports-loving culture of West Bengal. May the East Bengal Mashal forever illuminate the Maidan!
— Narendra Modi (@narendramodi) August 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Best wishes to generations of footballers, members and of course supporters on the centenary of @eastbengalfc. This is a milestone for Indian sport, and for the football traditions and sports-loving culture of West Bengal. May the East Bengal Mashal forever illuminate the Maidan!
— Narendra Modi (@narendramodi) August 1, 2020Best wishes to generations of footballers, members and of course supporters on the centenary of @eastbengalfc. This is a milestone for Indian sport, and for the football traditions and sports-loving culture of West Bengal. May the East Bengal Mashal forever illuminate the Maidan!
— Narendra Modi (@narendramodi) August 1, 2020
আরও পড়ুন :-লাল-হলুদ ঝড়ের নাম ইস্টবেঙ্গল, শতবর্ষে টুইটে শুভেচ্ছা মমতার
এর আগে ছন্দ মিলিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লিখেছিলেন, ‘‘100 বছর ধরে, মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল-হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল ৷’’ বাংলার ফুটবলে তিন প্রধান হিসেবে ধরা হয় মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানকে ৷ আগেই শতবর্ষ পার করেছে মোহনবাগান ৷ এবার ইস্টবেঙ্গলও সেই তালিকায় নাম তুলে নিল ৷
ক্লাব শতবর্ষে পা দেওয়ায় রাজ্যের নানা প্রান্তে নানা ভাবে দিনটি পালন করেছেন সমর্থকরা ৷ কোথাও মাস্ক বিতরণ করে আবার কোথাও কেক কেটে শতবর্ষ পালন করেছেন তাঁরা । সকাল থেকেই ক্লাব তাঁবুতে ভিড় জমিয়েছিলেন অনেকে ৷ সেখানে কেক কেটে ও ক্লাবের পতাকা উত্তোলন করে পালন করা হয় শতবর্ষ ৷