ETV Bharat / sports

জুভেন্তাসকে হারিয়ে কোপা ইট্যালিয়া জয় নেপোলির - রোনাল্ডো

পারলেন না রোনাল্ডো ৷ নিজের 30 তম মেজর ট্রফি জয়ের সামনে দাঁড়িয়েছিলেন সি আর সেভেন ৷ কিন্তু কোপা ইট্যালিয়ার ফাইনালে জুভেন্তাসকে হারিয়ে ট্রফি জয় করল নেপোলি ৷

image
কোপা ইট্যালিয়া জয় নেপোলির
author img

By

Published : Jun 18, 2020, 5:35 AM IST

রোম, 18 জুন : লিওলেন মেসি লা লিগায় ফিরেই দেখিয়ে দিয়েছেন তিনি যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেছেন ৷ কিন্তু ফুটবলের শ্রেষ্ঠত্বের দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পারলেন না ৷ কোরোনা ভাইরাসের আগের রোনাল্ডোর ছিঁটেফোঁটাও দেখতে পাওয়া গেল না৷ আগেই ইটিযালিতে ফুটবল ফিরেছে ৷ বুধরার রাতে দর্শকশূন্য স্টেডিয়ামে কোপা ইট্যালিয়ার ফাইনালে রোনাল্ডোর জ্বলে ওঠার অপেক্ষায় ছিল জুভেন্তাস ভক্তরা ৷ কিন্তু নিরাশ হলেন ৷ জুভেন্তাসকে পেনাল্টি শুট আউটে হারিয়ে কোপা ইট্যালিয়া চ্যাম্পিয়ন নেপোলি ৷

image
ম্যাচ জয়ের পর নেপোলির উচ্ছাস

রেগুলেশন টাইম গোলশূন্য ড্র ৷ নতুন নিয়ম অনুসারে নেই কোনও অতিরিক্ত সময় ৷ অতএব গোলশূন্য কোপা ইট্যালিয়ার ফাইনাল নিষ্পত্তি হল পেনাল্টি শুট আউটে ৷ সেখানেই জুভেন্তাসকে 4-2 ব্যাবধানে হারাল নেপোলি ৷ নেপোলি কোচ জেনারো গাত্তুসো জিতলেন তাঁর কোচিং কেরিয়ারের প্রথম মেজর ট্রফি ৷ অন্যদিকে মরশুমের প্রথম ট্রফি হাতছাড়া করলেন জুভেন্তাস কোচ মারিও সারি ৷

image
আক্রমণে জুভেন্তাস ৷ ছবি সৌজন্য @juventusfcen

নেপোলির আক্রমণ বেশ কয়েকবার নিজের দক্ষতায় আটকেছেন জুভেন্তাসের বর্ষিয়ান গোলরক্ষক বুঁফো ৷ কিন্তু পেনাল্টি শুট আউটে ব্যর্থ হলেন তিনি ৷ নিজেদের প্রথম দুটি শটে কোনও স্কোর করতে পারলেন না জুভেন্তাসের তারকা ফুটবলাররা ৷ জুভেন্তাসের হয়ে প্রথম শট নেন আর্জেন্তাইন পাওলো দিবালা ৷ কিন্তু দুরন্ত দক্ষতায় তা সেভ করে দেন নেপোলি গোলরক্ষক অ্যালেক্স মিরেট ৷ জুভের হয়ে দ্বিতীয় শট নিতে আসেন ড্যানিলো ৷ কিন্তু গোলপোষ্টের বাইরে শট মারেন তিনি ৷ অন্যদিকে নিজেদের প্রথম চারটে শটেই গোল করেন নেপোলির ফুটবলাররা ৷

image
চক্রব্যূহ ভাঙার চেষ্টা রোনাল্ডোর ৷ ছবি সৌজন্য @juventusfcen

সেমিফাইনালে এসি মিলানের বিরুদ্ধে ফর্মের ধারে কাছেও ছিলেন না রোনাল্ডো ৷ এদিনও দেখা গেল একই ছবি ৷ দেখে মনে হল নিজের স্কোরিং বুট বাড়িতে খুলে এসেছেন সি আর সেভেন ৷ ক্লাব ও দেশ মিলিয়ে 30টি মেজর ট্রফি জয়ের সামনে দাঁড়িয়েছিলেন পর্তুগাল তারকা ৷ কিন্তু এদিন তাঁর সেই স্বপ্নপূরণ হল না ৷ পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী রোনাল্ডোকে যে গাত্তুসো ডিফেন্ডারের চক্রব্যূহে আটকে রাখবে, এটা জানাই ছিল ৷ চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর প্রথম পর্বে বার্সেলোনার বিরুদ্ধে এই গাত্তুসোর রণনীতিই আটকে দিয়েছিল লিওনেল মেসিকে ৷ কোপা ইট্যালিার ফাইনালে দেখা গেল একই ছবি ৷ আর এই চক্রব্যূহ ভেঙে বেরিয়ে আসতে পারলেন না রোনাল্ডো ৷ ফাইনালে এসেও ছুঁয়ে দেখা হল না কোপা ইট্যালিয়া ট্রফি ৷

রোম, 18 জুন : লিওলেন মেসি লা লিগায় ফিরেই দেখিয়ে দিয়েছেন তিনি যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেছেন ৷ কিন্তু ফুটবলের শ্রেষ্ঠত্বের দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পারলেন না ৷ কোরোনা ভাইরাসের আগের রোনাল্ডোর ছিঁটেফোঁটাও দেখতে পাওয়া গেল না৷ আগেই ইটিযালিতে ফুটবল ফিরেছে ৷ বুধরার রাতে দর্শকশূন্য স্টেডিয়ামে কোপা ইট্যালিয়ার ফাইনালে রোনাল্ডোর জ্বলে ওঠার অপেক্ষায় ছিল জুভেন্তাস ভক্তরা ৷ কিন্তু নিরাশ হলেন ৷ জুভেন্তাসকে পেনাল্টি শুট আউটে হারিয়ে কোপা ইট্যালিয়া চ্যাম্পিয়ন নেপোলি ৷

image
ম্যাচ জয়ের পর নেপোলির উচ্ছাস

রেগুলেশন টাইম গোলশূন্য ড্র ৷ নতুন নিয়ম অনুসারে নেই কোনও অতিরিক্ত সময় ৷ অতএব গোলশূন্য কোপা ইট্যালিয়ার ফাইনাল নিষ্পত্তি হল পেনাল্টি শুট আউটে ৷ সেখানেই জুভেন্তাসকে 4-2 ব্যাবধানে হারাল নেপোলি ৷ নেপোলি কোচ জেনারো গাত্তুসো জিতলেন তাঁর কোচিং কেরিয়ারের প্রথম মেজর ট্রফি ৷ অন্যদিকে মরশুমের প্রথম ট্রফি হাতছাড়া করলেন জুভেন্তাস কোচ মারিও সারি ৷

image
আক্রমণে জুভেন্তাস ৷ ছবি সৌজন্য @juventusfcen

নেপোলির আক্রমণ বেশ কয়েকবার নিজের দক্ষতায় আটকেছেন জুভেন্তাসের বর্ষিয়ান গোলরক্ষক বুঁফো ৷ কিন্তু পেনাল্টি শুট আউটে ব্যর্থ হলেন তিনি ৷ নিজেদের প্রথম দুটি শটে কোনও স্কোর করতে পারলেন না জুভেন্তাসের তারকা ফুটবলাররা ৷ জুভেন্তাসের হয়ে প্রথম শট নেন আর্জেন্তাইন পাওলো দিবালা ৷ কিন্তু দুরন্ত দক্ষতায় তা সেভ করে দেন নেপোলি গোলরক্ষক অ্যালেক্স মিরেট ৷ জুভের হয়ে দ্বিতীয় শট নিতে আসেন ড্যানিলো ৷ কিন্তু গোলপোষ্টের বাইরে শট মারেন তিনি ৷ অন্যদিকে নিজেদের প্রথম চারটে শটেই গোল করেন নেপোলির ফুটবলাররা ৷

image
চক্রব্যূহ ভাঙার চেষ্টা রোনাল্ডোর ৷ ছবি সৌজন্য @juventusfcen

সেমিফাইনালে এসি মিলানের বিরুদ্ধে ফর্মের ধারে কাছেও ছিলেন না রোনাল্ডো ৷ এদিনও দেখা গেল একই ছবি ৷ দেখে মনে হল নিজের স্কোরিং বুট বাড়িতে খুলে এসেছেন সি আর সেভেন ৷ ক্লাব ও দেশ মিলিয়ে 30টি মেজর ট্রফি জয়ের সামনে দাঁড়িয়েছিলেন পর্তুগাল তারকা ৷ কিন্তু এদিন তাঁর সেই স্বপ্নপূরণ হল না ৷ পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী রোনাল্ডোকে যে গাত্তুসো ডিফেন্ডারের চক্রব্যূহে আটকে রাখবে, এটা জানাই ছিল ৷ চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর প্রথম পর্বে বার্সেলোনার বিরুদ্ধে এই গাত্তুসোর রণনীতিই আটকে দিয়েছিল লিওনেল মেসিকে ৷ কোপা ইট্যালিার ফাইনালে দেখা গেল একই ছবি ৷ আর এই চক্রব্যূহ ভেঙে বেরিয়ে আসতে পারলেন না রোনাল্ডো ৷ ফাইনালে এসেও ছুঁয়ে দেখা হল না কোপা ইট্যালিয়া ট্রফি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.