কলকাতা, 28 সেপ্টেম্বর : রেনেডি সিংয়ের সঙ্গে মৃদুল বন্দ্যোপাধ্যায়কেও সহকারী কোচ নিযুক্ত করল এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার তাঁকে ম্যানুয়াল ডিয়াজের ভারতীয় সহকারী হিসেবে নিয়োগের কথা সরকারিভাবে ঘোষণা করল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এর আগে আইএসএল-এ দিল্লির হয়ে সহকারী কোচের দায়িত্ব সামলেছেন মৃদুল। অতীতে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বও সামলেছেন তিনি। কিন্তু প্রথম দিনের অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। ফলে লাল হলুদ জার্সিতে তার প্রত্যাবর্তন ঘটল।
প্রথমবারের মত পূর্ণ দায়িত্বে নয়। সহকারী হিসেবে কোচিং ব্রিগেডের সঙ্গে যুক্ত হয়ে খুশি মৃদুল। বাংলা দলের কোচ হিসেবে সন্তোষ ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে এই বাঙালি কোচের। ম্যানুয়াল ডিয়াজের সহকারীর দায়িত্ব পেয়ে তিনি বলেন, "কোচিংয়ে আমার অভিজ্ঞতা যথেষ্ট। এসসি ইস্টবেঙ্গলের দায়িত্ব পাওয়া সবসময় চ্যালেঞ্জের। মাঠ ও মাঠের বাইরে ফুটবলারদের সামলানোর অভিজ্ঞতা আমার রয়েছে ৷" বাংলা দলের কোচ হিসেবে সন্তোষ ট্রফি দেওয়া ছাড়াও মোহনবাগানের সহকারী হিসেবেও কাজ করেছেন মৃদল।
আরও পড়ুন : এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচ হলেন অ্যাঞ্জেলো পুবেলা গার্সিয়া
কোচ হিসেবে পূর্ণ দায়িত্ব নিয়ে মহমেডানকে 2016 সালে কলকাতা লিগে দ্বিতীয় স্থানে পৌছিয়েছিলেন। ফেডারেশনের দল ইন্ডিয়ান অ্যারোজের কোচ হিসেবে আই লিগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মৃদুলবাবুর। অনূর্ধ্ব-16 ও অনূর্ধ্ব-19 দলের কোচ হিসেবে কাজ করেছেন এএফসির এ লাইসেন্সধারী বাঙালি কোচ। ফুটবলার হিসেবে 1975 থেকে 1988 সাল পর্যন্ত কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবে খেলেছেন। "আমি আমার অভিজ্ঞতা দলের কাজে ব্যবহার করার চেষ্টা করব। আমার লক্ষ্য হবে দলের সাফল্যে ভূমিকা নেওয়া। আমি ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগের কথা জানি। তাই মাঠে নেমে কাজ করার ব্যাপারে মুখিয়ে রয়েছি," বলেন মৃদুল। 21 নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল ৷