ETV Bharat / sports

দুরন্ত জয়ে শীর্ষে মোহনবাগানই - কিবু ভিকুনা

সবুজ মেরুনের জয়ের রথের রাশ আগলালেন পাপা বাবাদিওয়াড়া । জোড়া গোল করে জয়ের নায়ক তিনি । আর একটি গোল ফ্রান গঞ্জালেসের । চেন্নাই FC-র হয়ে গোল ভি নাগাপ্পান এবং বালাকৃষ্ণানের ।

mohunbagan vs Chennai match
শীর্ষে মোহনবাগান
author img

By

Published : Jan 31, 2020, 11:03 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : প্রত্যাঘাত সামলেও জয়ের রাশ ধরে রাখল মোহনবাগান । শুক্রবার চেন্নাই FC-কে তাদের ঘরের মাঠে 3-2 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের মগডালে জাঁকিয়ে বসল কিবু ভিকুনার দল ।

সবুজ মেরুনের জয়ের রথের রাশ আগলালেন পাপা বাবাদিওয়াড়া । জোড়া গোল করে জয়ের নায়ক তিনি । আর একটি গোল ফ্রান গঞ্জালেসের । চেন্নাই FC-র হয়ে গোল ভি নাগাপ্পান এবং বালাকৃষ্ণানের । এই জয়ের ফলে 23 পয়েন্ট নিয়ে আই লিগের প্রথম পর্ব শেষ করল মোহনবাগান । প্রতিপক্ষের পাঁচ মিনিটের ঝড়ে আশঙ্কার কালো মেঘ দেখা গেলেও জয়ের পালতোলা নৌকার যাত্রাপথে কোনও বাধা হল না । চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না আগেই বলেছিলেন কিবু ভিকুনা । তাঁর আশঙ্কা যে অমূলক ছিল না তা প্রমাণিত । চেন্নাইয়ের মাটিতে 3-2 গোলে জয় মোহনবাগানকে আই লিগের শীর্ষে রেখে দিল । প্রথম থেকে আক্রমণাত্মক ছকে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল মোহনবাগান । তারই ফলশ্রুতিতে 28 মিনিটে মোহনবাগানের প্রথম গোল পাপা বাবাদিওয়াড়ার । আই লিগ যত গড়াচ্ছে ক্যারিবিয়ান স্ট্রাইকার ডালপালা মেলছেন ।প্রথম গোলের পরে 49 মিনিটে দ্বিতীয় গোলও তাঁর ।

ক্যারিবিয়ান স্ট্রাইকারের পাশাপাশি স্প্যানিশ মিডফিল্ডার এবারের মোহনবাগানের সারপ্রাইজ উইপেন । সবুজ মেরুন ব্রিগেডের সবচেয়ে বেশি গোল ফ্রান গঞ্জালেসের নামে । চেন্নাই FC ম্যাচের রোমহর্ষক জয়ের অন্যতম কারিগরও তিনি । ইস্টবেঙ্গলের পরে মোহবাগানের বিরুদ্ধে হারের ভ্রুকুটি জোরালো হতেই চেন্নাই FC প্রত্যাঘাতের জন্য মরিয়া হয়ে ওঠে । 65 মিনিট এবং 70 মিনিটে নাগাপ্পান ও বালাকৃষ্ণানের পরপর গোল চেন্নাইকে ম্যাচে ফিরিয়ে ছিল ঠিকই । কিন্তু তা কখনই মোহনবাগানের প্রত্যয়ী ফুটবল ছাপিয়ে যাওয়ার মত ছিল না । কিবু ভিকুনা বলছেন, গুরুত্বপূর্ণ জয়ে তিনি খুশি । তবে জয়ের ধারা অব্যাহত রাখাই পাখির চোখ তাঁর ।

কলকাতা, 31 জানুয়ারি : প্রত্যাঘাত সামলেও জয়ের রাশ ধরে রাখল মোহনবাগান । শুক্রবার চেন্নাই FC-কে তাদের ঘরের মাঠে 3-2 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের মগডালে জাঁকিয়ে বসল কিবু ভিকুনার দল ।

সবুজ মেরুনের জয়ের রথের রাশ আগলালেন পাপা বাবাদিওয়াড়া । জোড়া গোল করে জয়ের নায়ক তিনি । আর একটি গোল ফ্রান গঞ্জালেসের । চেন্নাই FC-র হয়ে গোল ভি নাগাপ্পান এবং বালাকৃষ্ণানের । এই জয়ের ফলে 23 পয়েন্ট নিয়ে আই লিগের প্রথম পর্ব শেষ করল মোহনবাগান । প্রতিপক্ষের পাঁচ মিনিটের ঝড়ে আশঙ্কার কালো মেঘ দেখা গেলেও জয়ের পালতোলা নৌকার যাত্রাপথে কোনও বাধা হল না । চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না আগেই বলেছিলেন কিবু ভিকুনা । তাঁর আশঙ্কা যে অমূলক ছিল না তা প্রমাণিত । চেন্নাইয়ের মাটিতে 3-2 গোলে জয় মোহনবাগানকে আই লিগের শীর্ষে রেখে দিল । প্রথম থেকে আক্রমণাত্মক ছকে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল মোহনবাগান । তারই ফলশ্রুতিতে 28 মিনিটে মোহনবাগানের প্রথম গোল পাপা বাবাদিওয়াড়ার । আই লিগ যত গড়াচ্ছে ক্যারিবিয়ান স্ট্রাইকার ডালপালা মেলছেন ।প্রথম গোলের পরে 49 মিনিটে দ্বিতীয় গোলও তাঁর ।

ক্যারিবিয়ান স্ট্রাইকারের পাশাপাশি স্প্যানিশ মিডফিল্ডার এবারের মোহনবাগানের সারপ্রাইজ উইপেন । সবুজ মেরুন ব্রিগেডের সবচেয়ে বেশি গোল ফ্রান গঞ্জালেসের নামে । চেন্নাই FC ম্যাচের রোমহর্ষক জয়ের অন্যতম কারিগরও তিনি । ইস্টবেঙ্গলের পরে মোহবাগানের বিরুদ্ধে হারের ভ্রুকুটি জোরালো হতেই চেন্নাই FC প্রত্যাঘাতের জন্য মরিয়া হয়ে ওঠে । 65 মিনিট এবং 70 মিনিটে নাগাপ্পান ও বালাকৃষ্ণানের পরপর গোল চেন্নাইকে ম্যাচে ফিরিয়ে ছিল ঠিকই । কিন্তু তা কখনই মোহনবাগানের প্রত্যয়ী ফুটবল ছাপিয়ে যাওয়ার মত ছিল না । কিবু ভিকুনা বলছেন, গুরুত্বপূর্ণ জয়ে তিনি খুশি । তবে জয়ের ধারা অব্যাহত রাখাই পাখির চোখ তাঁর ।

Intro:প্রত্যাঘাত সামলেও জয়ের রাশ ধরে রাখল মোহনবাগান। শুক্রবার চেন্নাই এফসি কে তাদের ঘরের মাঠে 3-2গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের মগডালে জাকিয়ে বসল কিবু ভিকুনার দল। সবুজ মেরুনের জয়ের রথের রাশ আগলালেন পাপা বাবাদিওয়াড়া। জোড়া গোল করে জয়ের নায়ক তিনি। আরেকটি গোল ফ্রান গঞ্জালেসের। চেন্নাই এফসির হয়ে গোল ভি নাগাপ্পান এবং বালাকৃষ্ণানের। এই জয়ের ফলে 23পয়েন্ট নিয়ে আই লিগের প্রথম পর্ব শেষ করল মোহনবাগান। প্রতিপক্ষের পাচ মিনিটের ঝড়ে আশঙ্কার কালো মেঘ দেখা গেলেও জয়ের পালতোলা নৌকার যাত্রাপথে কোনও বাধা হল না। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ টা সহজ হবে না আগেই বলেছিলেন কিবু ভিকুনা। তার আশঙ্কা যে অমূলক ছিল না তা প্রমাণিত। চেন্নাইয়ের মাটিতে 3-2গোলে জয় মোহনবাগান কে আই লিগের শীর্ষে রেখে দিল। প্রথম থেকে আক্রমনাত্মক ছকে প্রতিপক্ষ কে ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল মোহনবাগান। তারই ফলশ্রুতিতে 28 মিনিটে মোহনবাগানের প্রথম গোল পাপা বাবাদিওয়াড়া র। আই লিগ যত গড়াচ্ছে ক্যারিবিয়ান স্ট্রাইকার ডালপালা মেলছেন।প্রথম গোলের পরে 49মিনিটে দ্বিতীয় গোলও তার। ক্যারিবিয়ান স্ট্রাইকারের পাশাপাশি স্প্যানিশ মিডফিল্ডার এবারের মোহনবাগানের সারপ্রাইজ উইপেন। সবুজ মেরুন ব্রিগেডের সব চেয়ে বেশি গোল ফ্রান গঞ্জালেসের নামে। চেন্নাই এফসি ম্যাচের রোমহর্ষক জয়ের অন্যতম কারিগরও তিনি। ইস্টবেঙ্গলের পরে মোহবাগানের বিরুদ্ধে হারের ভ্রুকুটি জোরালো হতেই চেন্নাই এফসি প্রত্যাঘাতের জন্যে মরিয়া হয়ে ওঠে। 65এবং 70 মিনিটে নাগাপ্পান ও বালাকৃষ্ণান পরপর গোল চেন্নাই কে ম্যাচে ফিরিয়ে ছিল ঠিকই।কিন্তু তা কখনই মোহনবাগানের প্রত্যয়ী ফুটবল ছাপিয়ে যাওয়ার মত ছিল না। কিবু ভিকুনা বলছেন, গুরুত্বপূর্ণ জয়ে তিনি খুশি।তবে জয়ের ধারা অব্যাহত রাখাই পাখির চোখ তার।


Body:ম্যাচ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.