কলকাতা, 14 অগাস্ট : কলকাতা লিগে সবুজ মেরুন ব্রিগেডের শুরুটা ভালো হয়নি । পিয়ারলেসের কাছে তিন গোলে হেরে এখন স্বপ্নভঙ্গের আশঙ্কা । ডুরান্ড কাপে দুরন্ত শুরু করলেও লিগে সেই প্রত্যাশা পূরণ হয়নি । বৃষ্টি ভেজা মাঠে সে দিন কিবু ভিকুনার ছেলেরা কার্যত দাঁড়াতে পারেনি । যদিও বৃষ্টি ভেজা মাঠে মানিয়ে না নিতে পারার সমস্যাকে অজুহাত হিসেবে দিতে নারাজ কিবু ভিকুনা । মাঝের ছয় দিনে পিয়ারলেস ম্যাচের ত্রুটি সারিয়েছেন । তাই কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে নামার আগে দল তৈরি বলে মোহনবাগান কোচ দাবি করেছেন । শেখ সহিলের চোট ছাড়া পুরো দল ফিট । গতবারের মোহনবাগান বনাম কাস্টমস ম্যাচের ভিডিয়ো দেখে প্রতিপক্ষকে বোঝার চেষ্টা করেছেন ।
কিবু ভিকুনা শুরুতেই বলেছেন বিদেশি ফুটবলারদের মানিয়ে নিতে সময় দরকার । দলের ফিটনেস নিয়ে বারবার কথা উঠছে । মোহনবাগান কোচ এ ক্ষেত্রেও সময় চাইছেন । তাই ডুরান্ড কাপের শেষ চারে দল উঠলেও লিগে কঠিন প্রশ্নপত্র সামলাতে হচ্ছে । কাস্টমস ম্যাচের আগে দলে পরিবর্তনের ইঙ্গিত যেমন দিলেন, তেমনই জয় পাওয়ার ভোকাল টনিকও দিলেন দলকে ৷