ETV Bharat / sports

ভুল শুধরে জয়ের খোঁজে মোহনবাগান

কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে নামার আগে দল তৈরি বলে মোহনবাগান কোচ দাবি করেছেন । গতবারের মোহনবাগান বনাম কাস্টমস ম্যাচের ভিডিয়ো দেখে প্রতিপক্ষকে বোঝার চেষ্টা করেছেন ।

কিবু ভিকুনা
author img

By

Published : Aug 14, 2019, 4:32 AM IST

Updated : Aug 14, 2019, 6:58 AM IST

কলকাতা, 14 অগাস্ট : কলকাতা লিগে সবুজ মেরুন ব্রিগেডের শুরুটা ভালো হয়নি । পিয়ারলেসের কাছে তিন গোলে হেরে এখন স্বপ্নভঙ্গের আশঙ্কা । ডুরান্ড কাপে দুরন্ত শুরু করলেও লিগে সেই প্রত্যাশা পূরণ হয়নি । বৃষ্টি ভেজা মাঠে সে দিন কিবু ভিকুনার ছেলেরা কার্যত দাঁড়াতে পারেনি । যদিও বৃষ্টি ভেজা মাঠে মানিয়ে না নিতে পারার সমস্যাকে অজুহাত হিসেবে দিতে নারাজ কিবু ভিকুনা । মাঝের ছয় দিনে পিয়ারলেস ম্যাচের ত্রুটি সারিয়েছেন । তাই কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে নামার আগে দল তৈরি বলে মোহনবাগান কোচ দাবি করেছেন । শেখ সহিলের চোট ছাড়া পুরো দল ফিট । গতবারের মোহনবাগান বনাম কাস্টমস ম্যাচের ভিডিয়ো দেখে প্রতিপক্ষকে বোঝার চেষ্টা করেছেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

কিবু ভিকুনা শুরুতেই বলেছেন বিদেশি ফুটবলারদের মানিয়ে নিতে সময় দরকার । দলের ফিটনেস নিয়ে বারবার কথা উঠছে । মোহনবাগান কোচ এ ক্ষেত্রেও সময় চাইছেন । তাই ডুরান্ড কাপের শেষ চারে দল উঠলেও লিগে কঠিন প্রশ্নপত্র সামলাতে হচ্ছে । কাস্টমস ম্যাচের আগে দলে পরিবর্তনের ইঙ্গিত যেমন দিলেন, তেমনই জয় পাওয়ার ভোকাল টনিকও দিলেন দলকে ৷

কলকাতা, 14 অগাস্ট : কলকাতা লিগে সবুজ মেরুন ব্রিগেডের শুরুটা ভালো হয়নি । পিয়ারলেসের কাছে তিন গোলে হেরে এখন স্বপ্নভঙ্গের আশঙ্কা । ডুরান্ড কাপে দুরন্ত শুরু করলেও লিগে সেই প্রত্যাশা পূরণ হয়নি । বৃষ্টি ভেজা মাঠে সে দিন কিবু ভিকুনার ছেলেরা কার্যত দাঁড়াতে পারেনি । যদিও বৃষ্টি ভেজা মাঠে মানিয়ে না নিতে পারার সমস্যাকে অজুহাত হিসেবে দিতে নারাজ কিবু ভিকুনা । মাঝের ছয় দিনে পিয়ারলেস ম্যাচের ত্রুটি সারিয়েছেন । তাই কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে নামার আগে দল তৈরি বলে মোহনবাগান কোচ দাবি করেছেন । শেখ সহিলের চোট ছাড়া পুরো দল ফিট । গতবারের মোহনবাগান বনাম কাস্টমস ম্যাচের ভিডিয়ো দেখে প্রতিপক্ষকে বোঝার চেষ্টা করেছেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

কিবু ভিকুনা শুরুতেই বলেছেন বিদেশি ফুটবলারদের মানিয়ে নিতে সময় দরকার । দলের ফিটনেস নিয়ে বারবার কথা উঠছে । মোহনবাগান কোচ এ ক্ষেত্রেও সময় চাইছেন । তাই ডুরান্ড কাপের শেষ চারে দল উঠলেও লিগে কঠিন প্রশ্নপত্র সামলাতে হচ্ছে । কাস্টমস ম্যাচের আগে দলে পরিবর্তনের ইঙ্গিত যেমন দিলেন, তেমনই জয় পাওয়ার ভোকাল টনিকও দিলেন দলকে ৷

Intro:ভুল শুধরে জয়ের খোঁজে মোহনবাগান। কলকাতা লিগে সবুজ মেরুন ব্রিগেডের শুরু টা ভালো হয়নি। পিয়ারলেস এর কাছে তিন গোলে হারে স্বপ্নভঙ্গের আশঙ্কা। ডুরান্ড কাপে দুরন্ত শুরু করলেও লিগে সেই প্রত্যাশা পূরন হয়নি। বৃষ্টি ভেজা মাঠে সেদিন কিবু ভিকুনা র ছেলেরা কার্যত দাড়াতে পারেনি।বৃষ্টি ভেজা মাঠে মানিয়ে না পারার সমস্যা কে অজুহাত দিতে নারাজ কিবু ভিকুনা। মাঝের ছয় দিনে পিয়ারলেস ম্যাচের ত্রুটি সারিয়ে ছেন। তাই কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে কাস্টমস এর বিরুদ্ধে নামার আগে দল তৈরি বলে মোহনবাগান কোচ দাবি করেছেন। শেখ সহিলের চোট ছাড়া পুরো দল ফিট। ইতিমধ্যে গতবারের মোহনবাগান বনাম কাস্টমস ম্যাচের ভিডিও দেখে প্রতিপক্ষ কে বোঝার চেষ্টা করেছেন।
কিবু ভিকুনা শুরুতেই বলেছেন বিদেশি ফুটবলারদের মানিয়ে নিতে সময় দরকার। দলের ফিটনেস নিয়ে বারবার কথা উঠছে। মোহনবাগান কোচ এক্ষেত্রেও সময় চাইছেন। তাই ডুরান্ড কাপের শেষ চারে দল উঠলেও লিগে কঠিন প্রশ্নপত্র সামলাতে হচ্ছে। তাই কাস্টমস ম্যাচের আগে দলে পরিবর্তনের ইঙ্গিত যেমন দিলেন তেমনই যেকোন মূল্যে জয় পাওয়ার অদৃশ্য স্লোগান সাজঘরে তুলে দিলেন।


Body:মোহনবাগান


Conclusion:
Last Updated : Aug 14, 2019, 6:58 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.