গোয়া, 21 ফেব্রুয়ারি : উইলিস প্লাজার দৌড় থামানোর ছকেই লুকিয়ে চার্চিল বধের অঙ্ক । মোহনবাগান কোচ বলছেন ক্যারিবিয়ান স্ট্রাইকারের তিরিশ গজের দৌড় বিপজ্জনক । তবে তা থামানোর হোমওয়ার্ক সারা ।
প্রথম সাক্ষাতে বাজি জিতেছিল গোয়ার ক্লাব দলটি । গোল করে এবং করিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন উইলিস প্লাজা । যদিও 2-4 গোলে ম্যাচ হেরেও মোহনবাগান কোচ বলেছিলেন তাঁর দলের খেলার গুণগত মান ভালো ছিল ।
পরবর্তী সময়ে আই লিগে পটপরিবর্তন হয়েছে । শেষ 12 ম্যাচে নয়টি জিতে পয়েন্ট টেবিলের মগডালে মোহনবাগান । সদস্য সমর্থকরা আই লিগের আগমনীতে মশগুল ।
12 ম্যাচে 29পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তা নিয়ে মাথাব্যথা নেই কিবু ভিকুনার । মোহনবাগান কোচ বলছেন, "আমরা বদলার মানসিকতা নিয়ে শনিবার খেলতে নামব না । অন্য ম্যাচগুলির মতো এটাও একটা ম্যাচ আমাদের কাছে । প্রতিপক্ষ চার্চিলে ভালো ফুটবলার রয়েছে এবং দলটি শক্তিশালী । তাই ম্যাচে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে ।"
পাপা বাবাদিওয়াড়ার পাশে সুয়ের ভিপি, মোহনবাগানের আক্রমনভাগের মূল স্তম্ভ । দুই প্রান্ত ধরে নঙডোম্বা নওরেম এবং তুর্সোনভের দৌড় সবুজ মেরুন শিবিরের আক্রমনে বাড়তি অক্সিজেন । মাঝমাঠে জোসেবা বেইতিয়ার দুরন্ত স্কিল এবং সারপ্রাইজ উইপেন হিসেবে ফ্রান গঞ্জালেসের গোল স্কোরিং এর সুঅভ্যাস কিবু ভিকুনাকে স্বপ্ন দেখাচ্ছে । ফ্রান গঞ্জালেস নয়টি গোল করে আই লিগের শীর্ষ গোলদাতা ।
চার্চিলের পর্তুগালের কোচ ভিক্টর পেরেজ বলছেন, "আইজল FC এবং রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে । আমরা তা কাজে লাগাতে চাই । নিঃসন্দেহে মোহনবাগান শক্তিশালী দল । সেই কারণে ওরা শীর্ষে । তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানি ।"
চলতি আই লিগে চার্চিল একমাত্র দল যারা মোহনবাগানের বিরুদ্ধে পুরো পয়েন্ট পেয়েছে । সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চার্চিলের ভরসা প্লাজার গোলক্ষুধা । তাই স্প্যানিশ ও পর্তুগিজ ফুটবল বুদ্ধির দ্বৈরথ ঘিরে পারদ চড়ছে ।