ETV Bharat / sports

দলবদল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি: ফ্রান গঞ্জালেস - spanish midfielder fran gonzales

শোনা যাচ্ছে কিবু ভিকুনা পুরো স্প্যানিশ ব্রিগেডকে নিয়ে কেরালা ব্লাস্টার্সে যোগ দিচ্ছেন । অন্যদিকে পড়শি ক্লাব ইস্টবেঙ্গল থেকেও প্রস্তাব পেয়েছেন স্প্যানিশ মিডিও । যদিও নতুন মরশুমে খেলার বিষয়ে এখনও কিছু ঠিক করেননি গঞ্জালেস ।

ফ্রান গঞ্জালেস
ফ্রান গঞ্জালেস
author img

By

Published : Apr 3, 2020, 10:49 PM IST

কলকাতা, 3 এপ্রিল: আইলিগে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন । নয়টি গোল রয়েছে তাঁর নামের পাশে । স্বাভাবিকভাবেই নতুন মরশুমে মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেসকে দলে নিতে আগ্রহী কয়েকটি টিম । শোনা যাচ্ছে কিবু ভিকুনা পুরো স্প্যানিশ ব্রিগেডকে নিয়ে কেরালা ব্লাস্টার্সে যোগ দিচ্ছেন । অন্যদিকে পড়শি ক্লাব ইস্টবেঙ্গল থেকেও প্রস্তাব পেয়েছেন স্প্যানিশ মিডিও । কিন্তু নতুন মরশুমে খেলার বিষয়ে এখনও কিছু ঠিক করেননি গঞ্জালেস । ভারতে না খেলে স্পেনের কোনও ক্লাবের হয়েও খেলতে পারেন তিনি । চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনও দেরি রয়েছে ।

মোহনবাগান নতুন মরশুমে ATK-র সঙ্গে গাঁটছড়া বেধে ISL খেলবে । সেই দলে আই লিগ জয়ী মোহনবাগানের বিদেশি ফুটবলারদের জায়গা পাওয়ার সম্ভাবনা কার্যত ক্ষীণ । ISL চ্যাম্পিয়ন হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে তা বুঝিয়ে দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা । এদিকে নতুন মরশুমে কেরালা ব্লাস্টার্সের ডাগ আউটে বসতে চলেছেন বাগানকে আই লিগ জেতানো কোচ কিবু ভিকুনা । কিন্তু কোরোনার জেরে মরশুম শেষ না হওয়ায় তিনি বিষয়টি প্রকাশ করছেন না । শোনা যাচ্ছে কিবু বর্তমান মোহনবাগান দলের স্প্যানিশ ব্রিগেডকে কেরালা ব্লাস্টার্সে নিয়ে যাচ্ছেন । স্বাভাবিকভাবে সেই তালিকার উপরের দিকে রয়েছেন ফ্রান গঞ্জালেস । ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণভাগকে নির্ভরতা দেওয়ার পাশাপাশি তিনি গোল করতেও পারদর্শী ।

স্প্যানিশ মিডফিল্ডারকে ইতিমধ্যে যে কয়েকটি ক্লাব প্রস্তাব দিয়েছে তার মধ্যে ইস্টবেঙ্গলও রয়েছে । কিন্তু ভারতে নাকি স্পেনের কোনও ক্লাবে খেলবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি গঞ্জালেস । স্প্যানিশ ক্লাবে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার ভারতীয় সমর্থকদের ফুটবল পাগলামি সম্পর্কে পরিচিত । পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

অন্যদিকে মোহনবাগানের বিদেশি স্ট্রাইকার পাপা বাবা দিওয়াড়াকেও দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল । ইতিমধ্যে তারা প্রস্তাব দিয়েছে । তবে ইস্টবেঙ্গল নতুন মরশুমে কোন লিগে খেলবে তার উপর সবকিছু নির্ভর করছে ।

কলকাতা, 3 এপ্রিল: আইলিগে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন । নয়টি গোল রয়েছে তাঁর নামের পাশে । স্বাভাবিকভাবেই নতুন মরশুমে মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেসকে দলে নিতে আগ্রহী কয়েকটি টিম । শোনা যাচ্ছে কিবু ভিকুনা পুরো স্প্যানিশ ব্রিগেডকে নিয়ে কেরালা ব্লাস্টার্সে যোগ দিচ্ছেন । অন্যদিকে পড়শি ক্লাব ইস্টবেঙ্গল থেকেও প্রস্তাব পেয়েছেন স্প্যানিশ মিডিও । কিন্তু নতুন মরশুমে খেলার বিষয়ে এখনও কিছু ঠিক করেননি গঞ্জালেস । ভারতে না খেলে স্পেনের কোনও ক্লাবের হয়েও খেলতে পারেন তিনি । চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনও দেরি রয়েছে ।

মোহনবাগান নতুন মরশুমে ATK-র সঙ্গে গাঁটছড়া বেধে ISL খেলবে । সেই দলে আই লিগ জয়ী মোহনবাগানের বিদেশি ফুটবলারদের জায়গা পাওয়ার সম্ভাবনা কার্যত ক্ষীণ । ISL চ্যাম্পিয়ন হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে তা বুঝিয়ে দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা । এদিকে নতুন মরশুমে কেরালা ব্লাস্টার্সের ডাগ আউটে বসতে চলেছেন বাগানকে আই লিগ জেতানো কোচ কিবু ভিকুনা । কিন্তু কোরোনার জেরে মরশুম শেষ না হওয়ায় তিনি বিষয়টি প্রকাশ করছেন না । শোনা যাচ্ছে কিবু বর্তমান মোহনবাগান দলের স্প্যানিশ ব্রিগেডকে কেরালা ব্লাস্টার্সে নিয়ে যাচ্ছেন । স্বাভাবিকভাবে সেই তালিকার উপরের দিকে রয়েছেন ফ্রান গঞ্জালেস । ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণভাগকে নির্ভরতা দেওয়ার পাশাপাশি তিনি গোল করতেও পারদর্শী ।

স্প্যানিশ মিডফিল্ডারকে ইতিমধ্যে যে কয়েকটি ক্লাব প্রস্তাব দিয়েছে তার মধ্যে ইস্টবেঙ্গলও রয়েছে । কিন্তু ভারতে নাকি স্পেনের কোনও ক্লাবে খেলবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি গঞ্জালেস । স্প্যানিশ ক্লাবে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার ভারতীয় সমর্থকদের ফুটবল পাগলামি সম্পর্কে পরিচিত । পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

অন্যদিকে মোহনবাগানের বিদেশি স্ট্রাইকার পাপা বাবা দিওয়াড়াকেও দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল । ইতিমধ্যে তারা প্রস্তাব দিয়েছে । তবে ইস্টবেঙ্গল নতুন মরশুমে কোন লিগে খেলবে তার উপর সবকিছু নির্ভর করছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.