কলকাতা, 21 এপ্রিল : নতুন মরশুমে বিদেশি কোচে আস্থা রাখার সিদ্ধান্ত নিল মোহনবাগান । গতকাল ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এই বিষয়ে শিলমোহর পড়েছে । গত চার মরশুম ভারতীয় কোচেদের ওপর আস্থা রেখেছিল মোহনবাগান । আই লিগ জয়, ফেডারেশন কাপে সাফল্য সবুজ মেরুন শিবিরে নতুন হাওয়া এনেছিল । কিন্তু শেষ দেড় মরশুম মোটেই ভালো কাটেনি । সঞ্জয় সেনের পদত্যাগের পরে শংকরলাল চক্রবর্তী দায়িত্ব নিয়ে আট বছর পরে কলকাতা লিগ জয় আশার আলো জাগালেও তা দীর্ঘায়িত হয়নি । আই লিগে ব্যর্থ হয়ে তিনিও সরে দাঁড়ান । শংকরলালের ছেড়ে যাওয়ার পর খালিদ জামিল তাঁর জুতোয় পা গলালেও দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ । এই অবস্থায় আসন্ন মরশুমে ভারতীয় কোচকে দায়িত্ব দিতে রাজি নয় মোহনবাগান । দ্রুত বিদেশি কোচ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
ইতিমধ্যে কয়েকজন বিদেশি কোচের সঙ্গে কথাও বলেছেন বাগান কর্তারা । শোনা যাচ্ছে রিয়াল কাশ্মীরের কোচ ডেভিড রবার্টসনকে প্রস্তাব দেওয়া হয়েছে । কিন্তু রবার্টসন স্বয়ং আগ্রহ প্রকাশ করেছেন বলে খবর নেই । তিনি শুনেছেন মোহনবাগানের স্পনসর নেই । ফুটবলারদের পেমেন্ট বকেয়া রয়েছে । সেদিক থেকে রিয়াল কাশ্মীরে আর্থিক অনিশ্চয়তা নেই । কাশ্মীর সরকারও তাদের রাজ্যের ফুটবল দলটির পৃষ্ঠপোষকতা করছে । এই অবস্থায় করিম বেঞ্চারিফার মত চেনা মুখ বাগান ডাগ আউটে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ।
দলের বিদেশি ফুটবলার নির্বাচনের ভার নতুন কোচের ওপর ছাড়তে চান ক্লাব কর্তারা । পুরনো বিদেশিদের মধ্যে কিংসলে ছাড়া সম্ভবত বাকিদের জায়গা নাও হতে পারে মোহনবাগানের নতুন মরশুমের দলে । এমন কী সনি নর্ডির পারফরম্যান্সে কর্তারা সন্তুষ্ট নন । ডার্বিতে জ্বলে উঠতে পারেননি । চোট আঘাত পিছু ছাড়েনি । মাঠে নামলেও প্রত্যাশামাফিক পারফরম্যান্স মেলেনি । এই অবস্থায় হাইতিয়ান ফুটবলারকে ঘিরে কর্তারা দ্বিধাবিভক্ত । তাঁরা সিদ্ধান্তটি নতুন কোচের ওপর ছাড়তে চান । সনি নর্ডিকে নিয়ে মোহনবাগান জনতার আবেগ রয়েছে । তাই সিদ্ধান্ত নেওয়ার আগে মেপে পা ফেলতে চাইছে ক্লাব ।
গতকালকের কার্যকরী কমিটির বৈঠকে সুপার কাপে কেন অংশগ্রহণ থেকে বিরত থাকা হয়েছে তা ব্যাখ্যা করা হয়েছে । নতুন মরশুমে সংযুক্ত লিগের আয়োজন ও তাতে অংশগ্রহণে জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । তাই ভারতীয় ফুটবল কোন পথে এগোতে চায় তার ওপর দৃষ্টি রাখতে চায় মোহনবাগান ।
এদিকে গোষ্ট পালের দান করা স্মারক না পাওয়া ঘিরে বিতর্ক তৈরি হয়েছে । কিংবদন্তী ফুটবলারের পরিবার প্রতিবাদসরূপ মোহনবাগান রত্ন ফিরিয়ে দিয়েছেন । অবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যে ছয় সদস্যের কমিটি গড়া হয়েছে । বৈঠকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে ।