ETV Bharat / sports

পঞ্জাব FC-র বিরুদ্ধে তৈরি মোহনবাগান : কিবু ভিকুনা - পঞ্জাব FC-র বিরুদ্ধে তৈরি মোহনবাগান

পঞ্জাব FC ম্যাচের পরই কলকাতা ডার্বি ৷ কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ৷ রবিবার পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলতে লুধিয়ানা উড়ে যাচ্ছে টিম মোহনবাগান ৷

image
মোহনবাগান
author img

By

Published : Jan 10, 2020, 7:01 PM IST


কলকাতা, 10 জানুয়ারি : চার্চিল ম্যাচে হারের পর "গেল গেল" রব এখন বদলে গেছে জয়ধ্বনিতে । আই লিগে ছয় ম্যাচ পরে পয়েন্ট টেবিলের এক নম্বরে মোহনবাগান । কিবু ভিকুনার কোচিংয়ে আশার আলো দেখছে সবুজ মেরুন জনতা । 14 জানুয়ারি পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবেন বেইতিয়া, ফ্রান গঞ্জালেসরা । রবিবার দল নিয়ে পঞ্জাব উড়ে যাচ্ছেন কিবু ৷

পঞ্জাব ম্যাচের পরই কলকাতা ডার্বি । আই লিগের প্রথম ডার্বি নিয়ে সবুজ মেরুন চাণক্য বলছেন, তারা তৈরি । চার্চিলের বিরুদ্ধে ভালো খেলেও জয় আসেনি । হারের ধাক্কায় সমালোচনার ঝড় উঠেছিল । কিবুকে সরানোরও দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে ৷ স্প্যানিশ কোচ বলছেন, তিনি দল ও ফর্মেশনের উপর আস্থা রেখেছিলেন । তাই কল্যাণী স্টেডিয়ামে পরপর দুটো ম্যাচ ঘাসের মাঠে খেলার পরে শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে কৃত্রিম ঘাসের মাঠে খেলেছে দল ৷ আবার ফিরে এসে ফের কল্যাণী স্টেডিয়ামের ঘাসের মাঠে মানিয়ে নিতে সমস্যায় পড়েনি দল ।

রবিবার লুধিয়ানায় খেলতে যাচ্ছে মোহনবাগান । সেখানে পঞ্জাব FC-র বিরুদ্ধে ম্যাচ সবসময় কঠিন । তবে টানা চার জয় দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে ৷ তবে জয় নিয়ে তুষ্ট হতে নারাজ কিবু ৷ নবাগত কমরন তুর্সোভকে এখনও ম্যাচে খেলানো হয়নি । পঞ্জাবের বিরুদ্ধে তাঁকে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাগান হেডস্যারের । লুধিয়ানা থেকে ফিরে 19 জানুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে ।

চড়তে শুরু করেছে ডার্বির পারদ । কিবু ভিকুনা বলছেন তিনি ধাপে ধাপে এগোতে চান । তাই লুধিয়ানা থেকে ফিরে ডার্বির পরিকল্পনা শুরু করবেন । তবে ডার্বির আগে দলের শক্তি, ইচ্ছে এবং ইতিবাচক মানসিকতায় আস্থা রাখছেন কিবু ।


কলকাতা, 10 জানুয়ারি : চার্চিল ম্যাচে হারের পর "গেল গেল" রব এখন বদলে গেছে জয়ধ্বনিতে । আই লিগে ছয় ম্যাচ পরে পয়েন্ট টেবিলের এক নম্বরে মোহনবাগান । কিবু ভিকুনার কোচিংয়ে আশার আলো দেখছে সবুজ মেরুন জনতা । 14 জানুয়ারি পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবেন বেইতিয়া, ফ্রান গঞ্জালেসরা । রবিবার দল নিয়ে পঞ্জাব উড়ে যাচ্ছেন কিবু ৷

পঞ্জাব ম্যাচের পরই কলকাতা ডার্বি । আই লিগের প্রথম ডার্বি নিয়ে সবুজ মেরুন চাণক্য বলছেন, তারা তৈরি । চার্চিলের বিরুদ্ধে ভালো খেলেও জয় আসেনি । হারের ধাক্কায় সমালোচনার ঝড় উঠেছিল । কিবুকে সরানোরও দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে ৷ স্প্যানিশ কোচ বলছেন, তিনি দল ও ফর্মেশনের উপর আস্থা রেখেছিলেন । তাই কল্যাণী স্টেডিয়ামে পরপর দুটো ম্যাচ ঘাসের মাঠে খেলার পরে শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে কৃত্রিম ঘাসের মাঠে খেলেছে দল ৷ আবার ফিরে এসে ফের কল্যাণী স্টেডিয়ামের ঘাসের মাঠে মানিয়ে নিতে সমস্যায় পড়েনি দল ।

রবিবার লুধিয়ানায় খেলতে যাচ্ছে মোহনবাগান । সেখানে পঞ্জাব FC-র বিরুদ্ধে ম্যাচ সবসময় কঠিন । তবে টানা চার জয় দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে ৷ তবে জয় নিয়ে তুষ্ট হতে নারাজ কিবু ৷ নবাগত কমরন তুর্সোভকে এখনও ম্যাচে খেলানো হয়নি । পঞ্জাবের বিরুদ্ধে তাঁকে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাগান হেডস্যারের । লুধিয়ানা থেকে ফিরে 19 জানুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে ।

চড়তে শুরু করেছে ডার্বির পারদ । কিবু ভিকুনা বলছেন তিনি ধাপে ধাপে এগোতে চান । তাই লুধিয়ানা থেকে ফিরে ডার্বির পরিকল্পনা শুরু করবেন । তবে ডার্বির আগে দলের শক্তি, ইচ্ছে এবং ইতিবাচক মানসিকতায় আস্থা রাখছেন কিবু ।

Intro:চার্চিল ম্যাচ পরবর্তী সময়ে "গেল গেল" রব এখন বদলে গিয়েছে জয়ধ্বনিতে।আই লিগে ছয় ম্যাচ পরে পয়েন্ট টেবিলের এক নম্বরে মোহনবাগান।কিবু ভিকুনার কোচিং এ আশার আলো দেখছে সবুজ মেরুন জনতা। চোদ্দ জানুয়ারি পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবেন বেইটিয়া, ফ্রান গঞ্জালেস রা। তার পরেই ডার্বি।সবুজ মেরুন চাণক্য বলছেন তারা তৈরি।চার্চিলের বিরুদ্ধে ভালো খেলেও জয় আসেনি। হারের ধাক্কায় সমালোচনার ঝড় উঠেছিল।স্প্যানিশ ভদ্রলোক বলছেন তিনি দল ও ফর্মেশনের ওপর আস্থা রেখেছিলেন। তাই কল্যানী স্টেডিয়ামে পরপর দুটো ম্যাচ ঘাসের মাঠে খেলার পরে শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে কৃত্রিম ঘাসের মাঠে খেলা,আবার ফিরে এসে ফের কল্যানী স্টেডিয়ামের ঘাসের মাঠে মানিয়ে নেওয়ার ঝক্কিতে দল সমস্যায় পড়েনি।বরং চ্যালেঞ্জ উপভোগ করেছে। রবিবার লুধিয়ানায় খেলতে যাচ্ছে মোহনবাগান। সেখানে পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ সবসময় কঠিন।তবে টানা চার জয় দলকে আত্মবিশ্বাসী করেছে, তুষ্ট নয়।সাজঘরের এই অদৃশ্য বার্তায় ভালো কিছুর স্বপ্ন কিবু ভিকুনার গলায়। নবাগত কমরন তুর্সোভকে এখনও ম্যাচে খেলানো হয়নি। পঞ্জাবের বিরুদ্ধে তাকে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাগান হেডস্যারের।বলছেন দলকে তৈরি রাখতে চান।লুধিয়ানা থেকে ফিরে 19জানুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে।ডার্বির পারদ চড়তে শুরু করেছে। কিবু ভিকুনা বলছেন তিনি ধাপে ধাপে এগোতে চান। তাই লুধিয়ানা থেকে ফিরে ডার্বির পরিকল্পনা শুরু করবেন।কার্ড সমস্যা মোহনবাগানে অস্বস্তি বয়ে আনতে পারে। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের কার্ড সমস্যার আতঙ্ক থাকলেও তা পাত্তা দিতে চান না কিবু ভিকুনা। বলছেন কোনও ফুটবলার কার্ড দেখার জন্যে কার্ড দেখে না।তবে ডার্বির আগে যদি এই সমস্যা হয় তবেই বিষয়টি ভাববেন।আপাতত দলের শক্তি, ইচ্ছে এবং ইতিবাচক মানসিকতায় আস্থা রাখছেন।


Body:কার্ড


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.