ETV Bharat / sports

ডিজিটাল মাধ্যমে মোহনবাগান দিবস পালন - কলকাতা

বুধবার রাত 12টায় নিউইয়র্কের বিখ্যাত টাইম স্ক্য়য়ারের ন্যাসডাক ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠেছিল মোহনবাগানের ছবি । সেই ছবি সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে । বুধবার সকালে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও অর্থ সচিব দেবাশিস দত্ত ময়দানের গোষ্ঠ পালের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ।

মোহনবাগান দিবস
মোহনবাগান দিবস
author img

By

Published : Jul 29, 2020, 7:02 PM IST

কলকাতা, 29 জুলাই : লকডাউনের লক্ষণরেখার সঙ্গে বৃষ্টির দাপট ৷ তা সত্ত্বেও মোহনবাগান দিবস ঘিরে উন্মাদনা চরমে । ঐতিহাসিক দিনটি পালনে গত কয়েকদিন ধরেই সমর্থকদের মধ্যে পারদ চড়ছিল । সেই উন্মাদনা দেশের সীমানা ছাড়িয়ে পড়েছে সুদূর অ্যামেরিকায় ।

বুধবার রাত বারোটায় নিউইয়র্কের বিখ্যাত টাইম স্ক্য়য়ারের ন্যাসডাক ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠেছিল মোহনবাগানের ছবি । সেই ছবি সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে । বুধবার সকালে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও অর্থ সচিব দেবাশিস দত্ত ময়দানের গোষ্ঠ পালের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান । মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের প্রেসিডেন্ট স্বপনসাধন (টুটু) বসু বক্তব্য পেশ করেন । সেখানে তিনি আই লিগ জয়ের আনন্দ কঠিন সময়ে না করতে পারার আক্ষেপ রয়েছে, তেমনই নতুন বছরে আরও ভালো ফল করার প্রতিশ্রুতিও রয়েছে ।

মোহনবাগান রত্ন সম্মান বুধবার সকালে পলাশ নন্দীর হাতে তুলে দেওয়া হয় । আর এক মোহনবাগান রত্ন গুরুবক্স এই মুহূর্তে শহরের বাইরে, গুরগাঁওয়ে ছেলের কাছে রয়েছেন । তাই উপস্থিত হতে পারেননি । জীবনকৃতী সম্মান প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায়, বিশ্বকাপজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক অশোককুমার, প্রাক্তন অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলকে দেওয়া হয় । প্রণব গঙ্গোপাধ্যায় এবং অশোককুমার আসতে পারেননি । তবে মনোরঞ্জন পোড়েলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ।

সেরা প্রশাসকের সম্মান অঞ্জন মিত্র পুরস্কার তুলে দেওয়া হয় IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের হাতে দেওয়া । মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেছেন লকডাউনের কারণে মাঠে অনুষ্ঠান সম্ভব হয়নি ।

কলকাতা, 29 জুলাই : লকডাউনের লক্ষণরেখার সঙ্গে বৃষ্টির দাপট ৷ তা সত্ত্বেও মোহনবাগান দিবস ঘিরে উন্মাদনা চরমে । ঐতিহাসিক দিনটি পালনে গত কয়েকদিন ধরেই সমর্থকদের মধ্যে পারদ চড়ছিল । সেই উন্মাদনা দেশের সীমানা ছাড়িয়ে পড়েছে সুদূর অ্যামেরিকায় ।

বুধবার রাত বারোটায় নিউইয়র্কের বিখ্যাত টাইম স্ক্য়য়ারের ন্যাসডাক ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠেছিল মোহনবাগানের ছবি । সেই ছবি সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে । বুধবার সকালে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও অর্থ সচিব দেবাশিস দত্ত ময়দানের গোষ্ঠ পালের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান । মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের প্রেসিডেন্ট স্বপনসাধন (টুটু) বসু বক্তব্য পেশ করেন । সেখানে তিনি আই লিগ জয়ের আনন্দ কঠিন সময়ে না করতে পারার আক্ষেপ রয়েছে, তেমনই নতুন বছরে আরও ভালো ফল করার প্রতিশ্রুতিও রয়েছে ।

মোহনবাগান রত্ন সম্মান বুধবার সকালে পলাশ নন্দীর হাতে তুলে দেওয়া হয় । আর এক মোহনবাগান রত্ন গুরুবক্স এই মুহূর্তে শহরের বাইরে, গুরগাঁওয়ে ছেলের কাছে রয়েছেন । তাই উপস্থিত হতে পারেননি । জীবনকৃতী সম্মান প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায়, বিশ্বকাপজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক অশোককুমার, প্রাক্তন অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলকে দেওয়া হয় । প্রণব গঙ্গোপাধ্যায় এবং অশোককুমার আসতে পারেননি । তবে মনোরঞ্জন পোড়েলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ।

সেরা প্রশাসকের সম্মান অঞ্জন মিত্র পুরস্কার তুলে দেওয়া হয় IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের হাতে দেওয়া । মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেছেন লকডাউনের কারণে মাঠে অনুষ্ঠান সম্ভব হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.