ETV Bharat / sports

ATK মোহনবাগান নাম নথিভুক্ত, লোগো নিয়ে বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত - ISL

মোহনবাগানের আগে জুড়ছে ATK-র নাম । ISL-এ সবুজ মেরুন জার্সি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে ।

ATK Mohun Bagan
এটিকে নামের সঙ্গে আইএসএল খেলবে মোহনবাগান
author img

By

Published : Jun 9, 2020, 8:36 PM IST

কলকাতা, 9 জুন : মোহনবাগান নামের আগে ATK-র নাম জুড়ে ISL-এ খেলতে দেখা যাবে আন্তেনিও লোপেজ় হাবাসের ছেলেদের । এই মর্মে মিনিস্ট্রি অব কর্পোরেট কোম্পানি অ্যাফেয়ার্সে নতুন নামের নথিভুক্তকরণ হয়েছে । ফলে 2020-21 মরসুমে ISL-এ ATK মোহনবাগান খেলতে নামবে ।

নতুন নামকরণের ইঙ্গিত ETV ভারতে প্রথম প্রকাশিত হয়েছিল । সেইসময় বলা হয়েছিল, মোহনবাগানের জার্সির রং পরিবর্তনের সম্ভাবনা কম । তবে লোগোর বদল নিয়ে চিন্তা ভাবনা চলছে । ইতিমধ্যে মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলেছেন, "সংযুক্তিকরণ 1 জুন থেকে নয়, জুলাই মাস থেকে শুরু হবে । ওই সময় প্রথম বোর্ড মিটিং ।” ইতিমধ্যে ISL-এর ট্রান্সফার উইন্ডোর দিনক্নণ ঘোষণা হয়েছে । ফলে নতুন ফুটবলার নেওয়ার যে পরিকল্পনা রয়েছে তা ওই সময় চূড়ান্ত হবে । ISL চ্যাম্পিয়ন ATK এবং আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের গাঁঁটছড়া ভারতীয় ফুটবলে সাড়া জাগিয়েছিল । ATK 80শতাংশ শেয়ারের মালিক । বাকি 20 শতাংশ মোহনবাগানের । ফলে ATK-র অধিকার বেশি থাকা নিয়ে সবুজ-মেরুন সমর্থকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন ।

যদিও এটিকে কর্ণধার বলেছিলেন, “ঐতিহ্য রক্ষার ব্যাপারে তাঁঁরা চিরকাল সচেতন । মোহনবাগান বড়, ATK শিশু । তাই অংশীদারিত্ব ATK-র হাতে থাকলেও যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোর্ডের রায় চূড়ান্ত । সেখানে অংশীদারিত্বের হিসেব ফুটবলের উপর প্রভাব ফেলবে না ।”

নাম বদলের ইঙ্গিত জোরালো হওয়ার পরে জার্সির রং বদলের কথা বলা হচ্ছে । বাইচুং ভুটিয়ার মতো প্রাক্তনরা বলছেন, "সবুজ-মেরুন রং জার্সিতে থাকলে সঞ্জীব গোয়েঙ্কা লাভবান হবেন । মোহনবাগানকে ঘিরে সদস্য ও সমর্থকদের আবেগ-ভালোবাসা বাড়তি মাইলেজ দেবে । ATK ইতিমধ্যে বিষয়টি নিয়ে মার্কেট সার্ভে করেছে । তাতে রং বদলের বিরুদ্ধেই সমীক্ষা রিপোর্ট এসেছে । তবে বিশ্বস্ত সূত্রের খবর, ATK ইতিমধ্যে লোগোর ডিজা়ইন নিয়ে একটি বিখ্যাত সংস্থাকে ভার দিয়েছে । তারা নতুন লোগো তৈরি করছে । বোর্ড মিটিংয়ে পাশ হলে শিলমোহর পড়বে তাতে ।

কলকাতা, 9 জুন : মোহনবাগান নামের আগে ATK-র নাম জুড়ে ISL-এ খেলতে দেখা যাবে আন্তেনিও লোপেজ় হাবাসের ছেলেদের । এই মর্মে মিনিস্ট্রি অব কর্পোরেট কোম্পানি অ্যাফেয়ার্সে নতুন নামের নথিভুক্তকরণ হয়েছে । ফলে 2020-21 মরসুমে ISL-এ ATK মোহনবাগান খেলতে নামবে ।

নতুন নামকরণের ইঙ্গিত ETV ভারতে প্রথম প্রকাশিত হয়েছিল । সেইসময় বলা হয়েছিল, মোহনবাগানের জার্সির রং পরিবর্তনের সম্ভাবনা কম । তবে লোগোর বদল নিয়ে চিন্তা ভাবনা চলছে । ইতিমধ্যে মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলেছেন, "সংযুক্তিকরণ 1 জুন থেকে নয়, জুলাই মাস থেকে শুরু হবে । ওই সময় প্রথম বোর্ড মিটিং ।” ইতিমধ্যে ISL-এর ট্রান্সফার উইন্ডোর দিনক্নণ ঘোষণা হয়েছে । ফলে নতুন ফুটবলার নেওয়ার যে পরিকল্পনা রয়েছে তা ওই সময় চূড়ান্ত হবে । ISL চ্যাম্পিয়ন ATK এবং আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের গাঁঁটছড়া ভারতীয় ফুটবলে সাড়া জাগিয়েছিল । ATK 80শতাংশ শেয়ারের মালিক । বাকি 20 শতাংশ মোহনবাগানের । ফলে ATK-র অধিকার বেশি থাকা নিয়ে সবুজ-মেরুন সমর্থকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন ।

যদিও এটিকে কর্ণধার বলেছিলেন, “ঐতিহ্য রক্ষার ব্যাপারে তাঁঁরা চিরকাল সচেতন । মোহনবাগান বড়, ATK শিশু । তাই অংশীদারিত্ব ATK-র হাতে থাকলেও যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোর্ডের রায় চূড়ান্ত । সেখানে অংশীদারিত্বের হিসেব ফুটবলের উপর প্রভাব ফেলবে না ।”

নাম বদলের ইঙ্গিত জোরালো হওয়ার পরে জার্সির রং বদলের কথা বলা হচ্ছে । বাইচুং ভুটিয়ার মতো প্রাক্তনরা বলছেন, "সবুজ-মেরুন রং জার্সিতে থাকলে সঞ্জীব গোয়েঙ্কা লাভবান হবেন । মোহনবাগানকে ঘিরে সদস্য ও সমর্থকদের আবেগ-ভালোবাসা বাড়তি মাইলেজ দেবে । ATK ইতিমধ্যে বিষয়টি নিয়ে মার্কেট সার্ভে করেছে । তাতে রং বদলের বিরুদ্ধেই সমীক্ষা রিপোর্ট এসেছে । তবে বিশ্বস্ত সূত্রের খবর, ATK ইতিমধ্যে লোগোর ডিজা়ইন নিয়ে একটি বিখ্যাত সংস্থাকে ভার দিয়েছে । তারা নতুন লোগো তৈরি করছে । বোর্ড মিটিংয়ে পাশ হলে শিলমোহর পড়বে তাতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.