শ্রীনগর, 4 জানুয়ারি : আগামীকাল সকাল 11টা 30 মিনিটে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান । প্রচণ্ড ঠান্ডায় জুবুথুবু কাশ্মীর উপত্যকা । ফলে ঠান্ডার কামড় উপেক্ষা করে তিন পয়েন্টের জন্যে ঝাঁপাতে হবে সবুজ মেরুন ফুটবলারদের । আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই দুদিন আগে দলবল নিয়ে শ্রীনগরে পা দিয়েছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । ম্যাচের সময় এগিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন ।
বেলায় উপত্যকার ঠান্ডা মানিয়ে নেওয়ার মত হলেও সময় যত গড়ায় ততই অসহ্য হয়ে ওঠে । তাপমাত্রা হিমাঙ্কের আশেপাশে ঘোরাফেরা করে । রিয়াল কাশ্মীর বনাম মোহনবাগানের ম্যাচ দেখার টিকিটের চাহিদা তুঙ্গে । নানা অস্থিরতা কাটিয়ে কাশ্মীরের মানুষ ফুটবলের হাত ধরে মুক্তির পথ খুঁজছে । মোহনবাগানের কোচ কিবু ভিকুনা অবশ্য শুধুমাত্র ম্যাচে মনসংযোগ করতে চাইছেন । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,"আমরা এখানে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে এসেছি।এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা । আস্ট্রোটার্ফে ম্যাচ খেলা সবসময়ই ভিন্নরকমের কঠিন চ্যালেঞ্জ । তবে আমরা তৈরি । দল হিসেবে রিয়াল কাশ্মীর শক্তিশালী । ভালো ফুটবলার রয়েছে । আমাদের দলেও ভালো ফুটবলারের সংখ্যা কম নেই ।"
শ্রীনগরে পা দেওয়ার পর থেকে নিরাপত্তার ঘেরাটোপে মোহনবাগান । প্র্যাকটিসেও তার অন্যথা হচ্ছে না । কৃত্রিম ঘাসের মাঠে খেলা মোহনবাগান কোচ বলছেন আর্টিফিশিয়াল টার্ফে মানিয়ে তাদের নিতে হবে । তিন পয়েন্ট পেতে হলে যেকোনও পরিস্থিতি তে খেলার জন্যে তৈরি থাকতে হয় বলে মনে করেন । তা দলের ফুটবলারদের বলেওছেন । তবে কৃত্রিম ঘাসের মাঠে না খেলার অভিঞ্জতাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না । বাগান কোচের মতে, "কৃত্রিম ঘাসের মাঠে খেলতে আমরা যেমন অনভ্যস্ত তেমনই রিয়াল কাশ্মীর প্রাকৃতিক ঘাসের মাঠে নিয়মিত খেলে না । তাই এক নম্বর জায়গা পেতে হলে সবকিছু মানিয়ে নিতে হবে ।"
প্রতিপক্ষ শিবিরের সবাইকে নজরে রাখা কিবু ভিকুনার পরিকল্পনায় রয়েছে । তবে মেসন রবার্টসন, ক্রিজোকে বাড়তি নজরে রাখতে চান । কাশ্মীরের মাটিতে সবুজ মেরুন জার্সিতে প্রথম খেলবেন পাপা বাবা দিওয়াড়া । সেনেগালের স্ট্রাইকার অনুশীলনে নজর কেড়েছেন । ম্যাচে তাঁর পায়ে গোলের খরা মিটবে বলে আশা করা হচ্ছে । সেই আশাবাদীর তালিকায় কিবু ভিকুনা রয়েছেন । তাই উপত্যকার ঠান্ডা উপেক্ষা করে, প্রতিপক্ষ শিবিরের শারীরিক ফুটবলের চ্যালেঞ্জ সামলে জয়ের হ্যাটট্রিকের খোঁজে মোহনবাগান ।