ETV Bharat / sports

তিন পয়েন্টের লক্ষ্যে মিশন কাশ্মীরে মোহনবাগান - তিন পয়েন্টের লক্ষ্যে মিশন কাশ্মীরে মোহনবাগান

বেলায় উপত্যকার ঠান্ডা মানিয়ে নেওয়ার মত হলেও সময় যত গড়ায় ততই অসহ্য হয়ে ওঠে । তাপমাত্রা হিমাঙ্কের আশেপাশে ঘোরাফেরা করে । রিয়াল কাশ্মীর বনাম মোহনবাগানের ম্যাচ দেখার টিকিটের চাহিদা তুঙ্গে । নানান অস্থিরতা কাটিয়ে কাশ্মীরের মানুষ ফুটবলের হাত ধরে মুক্তির পথ খুঁজছে ।

mohunbagan
mohunbagan
author img

By

Published : Jan 4, 2020, 11:35 PM IST

শ্রীনগর, 4 জানুয়ারি : আগামীকাল সকাল 11টা 30 মিনিটে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান । প্রচণ্ড ঠান্ডায় জুবুথুবু কাশ্মীর উপত্যকা । ফলে ঠান্ডার কামড় উপেক্ষা করে তিন পয়েন্টের জন্যে ঝাঁপাতে হবে সবুজ মেরুন ফুটবলারদের । আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই দুদিন আগে দলবল নিয়ে শ্রীনগরে পা দিয়েছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । ম্যাচের সময় এগিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন ।

বেলায় উপত্যকার ঠান্ডা মানিয়ে নেওয়ার মত হলেও সময় যত গড়ায় ততই অসহ্য হয়ে ওঠে । তাপমাত্রা হিমাঙ্কের আশেপাশে ঘোরাফেরা করে । রিয়াল কাশ্মীর বনাম মোহনবাগানের ম্যাচ দেখার টিকিটের চাহিদা তুঙ্গে । নানা অস্থিরতা কাটিয়ে কাশ্মীরের মানুষ ফুটবলের হাত ধরে মুক্তির পথ খুঁজছে । মোহনবাগানের কোচ কিবু ভিকুনা অবশ্য শুধুমাত্র ম্যাচে মনসংযোগ করতে চাইছেন । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,"আমরা এখানে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে এসেছি।এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা । আস্ট্রোটার্ফে ম্যাচ খেলা সবসময়ই ভিন্নরকমের কঠিন চ্যালেঞ্জ । তবে আমরা তৈরি । দল হিসেবে রিয়াল কাশ্মীর শক্তিশালী । ভালো ফুটবলার রয়েছে । আমাদের দলেও ভালো ফুটবলারের সংখ্যা কম নেই ।"

শ্রীনগরে পা দেওয়ার পর থেকে নিরাপত্তার ঘেরাটোপে মোহনবাগান । প্র্যাকটিসেও তার অন্যথা হচ্ছে না । কৃত্রিম ঘাসের মাঠে খেলা মোহনবাগান কোচ বলছেন আর্টিফিশিয়াল টার্ফে মানিয়ে তাদের নিতে হবে । তিন পয়েন্ট পেতে হলে যেকোনও পরিস্থিতি তে খেলার জন্যে তৈরি থাকতে হয় বলে মনে করেন । তা দলের ফুটবলারদের বলেওছেন । তবে কৃত্রিম ঘাসের মাঠে না খেলার অভিঞ্জতাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না । বাগান কোচের মতে, "কৃত্রিম ঘাসের মাঠে খেলতে আমরা যেমন অনভ্যস্ত তেমনই রিয়াল কাশ্মীর প্রাকৃতিক ঘাসের মাঠে নিয়মিত খেলে না । তাই এক নম্বর জায়গা পেতে হলে সবকিছু মানিয়ে নিতে হবে ।"

প্রতিপক্ষ শিবিরের সবাইকে নজরে রাখা কিবু ভিকুনার পরিকল্পনায় রয়েছে । তবে মেসন রবার্টসন, ক্রিজোকে বাড়তি নজরে রাখতে চান । কাশ্মীরের মাটিতে সবুজ মেরুন জার্সিতে প্রথম খেলবেন পাপা বাবা দিওয়াড়া । সেনেগালের স্ট্রাইকার অনুশীলনে নজর কেড়েছেন । ম্যাচে তাঁর পায়ে গোলের খরা মিটবে বলে আশা করা হচ্ছে । সেই আশাবাদীর তালিকায় কিবু ভিকুনা রয়েছেন । তাই উপত্যকার ঠান্ডা উপেক্ষা করে, প্রতিপক্ষ শিবিরের শারীরিক ফুটবলের চ্যালেঞ্জ সামলে জয়ের হ্যাটট্রিকের খোঁজে মোহনবাগান ।

শ্রীনগর, 4 জানুয়ারি : আগামীকাল সকাল 11টা 30 মিনিটে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান । প্রচণ্ড ঠান্ডায় জুবুথুবু কাশ্মীর উপত্যকা । ফলে ঠান্ডার কামড় উপেক্ষা করে তিন পয়েন্টের জন্যে ঝাঁপাতে হবে সবুজ মেরুন ফুটবলারদের । আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই দুদিন আগে দলবল নিয়ে শ্রীনগরে পা দিয়েছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । ম্যাচের সময় এগিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন ।

বেলায় উপত্যকার ঠান্ডা মানিয়ে নেওয়ার মত হলেও সময় যত গড়ায় ততই অসহ্য হয়ে ওঠে । তাপমাত্রা হিমাঙ্কের আশেপাশে ঘোরাফেরা করে । রিয়াল কাশ্মীর বনাম মোহনবাগানের ম্যাচ দেখার টিকিটের চাহিদা তুঙ্গে । নানা অস্থিরতা কাটিয়ে কাশ্মীরের মানুষ ফুটবলের হাত ধরে মুক্তির পথ খুঁজছে । মোহনবাগানের কোচ কিবু ভিকুনা অবশ্য শুধুমাত্র ম্যাচে মনসংযোগ করতে চাইছেন । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,"আমরা এখানে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে এসেছি।এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা । আস্ট্রোটার্ফে ম্যাচ খেলা সবসময়ই ভিন্নরকমের কঠিন চ্যালেঞ্জ । তবে আমরা তৈরি । দল হিসেবে রিয়াল কাশ্মীর শক্তিশালী । ভালো ফুটবলার রয়েছে । আমাদের দলেও ভালো ফুটবলারের সংখ্যা কম নেই ।"

শ্রীনগরে পা দেওয়ার পর থেকে নিরাপত্তার ঘেরাটোপে মোহনবাগান । প্র্যাকটিসেও তার অন্যথা হচ্ছে না । কৃত্রিম ঘাসের মাঠে খেলা মোহনবাগান কোচ বলছেন আর্টিফিশিয়াল টার্ফে মানিয়ে তাদের নিতে হবে । তিন পয়েন্ট পেতে হলে যেকোনও পরিস্থিতি তে খেলার জন্যে তৈরি থাকতে হয় বলে মনে করেন । তা দলের ফুটবলারদের বলেওছেন । তবে কৃত্রিম ঘাসের মাঠে না খেলার অভিঞ্জতাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না । বাগান কোচের মতে, "কৃত্রিম ঘাসের মাঠে খেলতে আমরা যেমন অনভ্যস্ত তেমনই রিয়াল কাশ্মীর প্রাকৃতিক ঘাসের মাঠে নিয়মিত খেলে না । তাই এক নম্বর জায়গা পেতে হলে সবকিছু মানিয়ে নিতে হবে ।"

প্রতিপক্ষ শিবিরের সবাইকে নজরে রাখা কিবু ভিকুনার পরিকল্পনায় রয়েছে । তবে মেসন রবার্টসন, ক্রিজোকে বাড়তি নজরে রাখতে চান । কাশ্মীরের মাটিতে সবুজ মেরুন জার্সিতে প্রথম খেলবেন পাপা বাবা দিওয়াড়া । সেনেগালের স্ট্রাইকার অনুশীলনে নজর কেড়েছেন । ম্যাচে তাঁর পায়ে গোলের খরা মিটবে বলে আশা করা হচ্ছে । সেই আশাবাদীর তালিকায় কিবু ভিকুনা রয়েছেন । তাই উপত্যকার ঠান্ডা উপেক্ষা করে, প্রতিপক্ষ শিবিরের শারীরিক ফুটবলের চ্যালেঞ্জ সামলে জয়ের হ্যাটট্রিকের খোঁজে মোহনবাগান ।

Intro:বেলা সাড়ে এগারোটায় রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান।প্রচণ্ড ঠাণ্ডায় জুবুথুবু কাশ্মীর উপত্যকা।ফলে ঠাণ্ডার কামড় উপেক্ষা করে তিন পয়েন্টের জন্যে ঝাপাতে হবে সবুজ মেরুন ফুটবলারদের। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই দুদিন আগে দলবল নিয়ে শ্রীনগরে পা দিয়েছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। ম্যাচের সময় এগিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন। বেলায় উপত্যকার ঠাণ্ডা মানিয়ে নেওয়ার মত হলেও সময় যত গড়ায় ততই অসহ্য হয়ে ওঠে।তাপমাত্রা হিমাঙ্কের আশেপাশে ঘোরাফেরা করে।রিয়াল কাশ্মীর বনাম মোহনবাগানের ম্যাচ দেখার টিকিটের চাহিদা তুঙ্গে।নানান অস্থিরতা কাটিয়ে কাশ্মীরের মানুষ ফুটবলের হাত ধরে মুক্তির পথ খুজছে।মোহনবাগানের কোচ কিবু ভিকুনা অবশ্য শুধুমাত্র ম্যাচে মনসংযোগ করতে চাইছেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,"আমরা এখানে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে এসেছি।এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা।আস্ট্রোটার্ফে ম্যাচ খেলা সবসময়ই ভিন্নরকমের কঠিন চ্যালেঞ্জ।তবে আমরা তৈরি।দল হিসেবে রিয়াল কাশ্মীর শক্তিশালী।এবং ভালো ফুটবলার রয়েছে।আমাদের দলেও ভালো ফুটবলারের সংখ্যা কম নেই।"
শ্রীনগরে পা দেওয়ার পর থেকে নিরাপত্তার ঘেরাটোপে মোহনবাগান।প্র্যাকটিসেও তার অন্যথা হচ্ছে না। কৃত্রিম ঘাসের মাঠে খেলা মোহনবাগান কোচ বলছেন আর্টিফিশিয়াল টার্ফে মানিয়ে তাদের নিতে হবে।তিন পয়েন্ট পেতে হলে যেকোনো পরিস্থিতি তে খেলার জন্যে তৈরি থাকতে হয় বলে মনে করেন।এবং তা দলের ফুটবলারদের বলেওছেন।তবে কৃত্রিম ঘাসের মাঠে না খেলার অভিঞ্জতা কে অজুহাত হিসেবে দাড় করাতে চান না।বাগান কোচের মতে,"কৃত্রিম ঘাসের মাঠে খেলতে আমরা যেমন অনভ্যস্ত তেমনই রিয়াল কাশ্মীর প্রাকৃতিক ঘাসের মাঠে নিয়মিত খেলে না।তাই একনম্বর জায়গা পেতে হলে সবকিছু মানিয়ে নিতে হবে।"
প্রতিপক্ষ শিবিরের সবাইকে নজরে রাখা কিবু ভিকুনার পরিকল্পনায় রয়েছে।তবে মেসন রবার্টসন, ক্রিজোকে বাড়তি নজরে রাখতে চান।
কাশ্মীরে র মাটিতে সবুজ মেরুন জার্সিতে প্রথম খেলবেন পাপা বাবা দিওয়াড়া।সেনেগালের স্ট্রাইকার অনুশীলনে নজর কেড়েছেন। ম্যাচে তার পায়ে গোলের খরা মিটবে বলে আশা করা হচ্ছে।সেই আশাবাদীর তালিকায় কিবু ভিকুনা রয়েছেন।তাই উপত্যকার ঠাণ্ডা উপেক্ষা করে,প্রতিপক্ষ শিবিরের শারীরিক ফুটবলের চ্যালেঞ্জ সামলে জয়ের হ্যাটট্রিকের খোঁজে মোহনবাগান।


Body:মোহনবাগান


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.