ETV Bharat / sports

লকডাউনে খুদে ফুটবলারদের পাশে দাঁড়ালেন বসিরহাটের মোহনবাগান সমর্থকরা - লকডাউন

সবুজ মেরুনের সদস‍্যদের তরফে বসিরহাটের বিভিন্ন প্রান্তের ফুটবল কোচিং ক‍্যাম্পের প্রায় দেড়শো দুস্থ জুনিয়র ফুটবলারের হাতে তুলে দেওয়া হল খাদ‍্যসামগ্রীর প‍্যাকেট । তাতে ছিল আলু,  ডাল,  সয়াবিন, সাবান এবং  বিভিন্ন প্রকার মশলা ও সরষের তেল ।

basirhat
basirhat
author img

By

Published : May 13, 2020, 3:59 PM IST

বসিরহাট, 13 মে : লকডাউনের জেরে দেশের মানুষ গৃহবন্দী । দরিদ্র ও নিম্ন মধ‍্যবিত্ত পরিবারগুলি অসহায় পরিস্থিতির সম্মুখীন হয়েছে । কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের উদ‍্যোগে রেশনের ব‍্যবস্থা করা হয়েছে । কয়েকজন মানুষের ব‍্যক্তিগত উদ‍্যোগেও ত্রাণের ব‍্যবস্থা হয়েছে । কিন্তু এবার এক অন‍্য ভাবনা দেখা গেল বসিরহাটে । আই লিগ চ‍্যাম্পিয়ন দল মোহনবাগানের সমর্থকদের একাংশ কচিকাঁচা ফুটবলারদের পাশে দাঁড়ালেন । অভিনবভাবে আই লিগ জয় উদযাপন করলেন ।

সবুজ মেরুনের সদস‍্যদের তরফে বসিরহাটের বিভিন্ন প্রান্তের ফুটবল কোচিং ক‍্যাম্পের প্রায় দেড়শো দুস্থ জুনিয়র ফুটবলারের হাতে তুলে দেওয়া হল খাদ‍্যসামগ্রীর প‍্যাকেট । তাতে ছিল আলু, ডাল, সয়াবিন, সাবান এবং বিভিন্ন প্রকার মশলা ও সরষের তেল । গতকাল এই ঘটনার সাক্ষী হলেন বসিরহাটের ফুটবলপ্রেমীরা ।

উদ্যোক্তা সন্দীপন সরকার বলেন, “মোহনবাগান 2019-20 আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে । আমরা নবীন ক্রীড়াবিদদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে জয় উদযাপন করছি । আমরা বসিরহাটের কয়েকটি ফুটবল কোচিং ক্যাম্পের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছি । আশা করছি, আমাদের এই শহরে আরও অনেক ফুটবল তারকা গড়ে উঠবে ।”

বসিরহাট, 13 মে : লকডাউনের জেরে দেশের মানুষ গৃহবন্দী । দরিদ্র ও নিম্ন মধ‍্যবিত্ত পরিবারগুলি অসহায় পরিস্থিতির সম্মুখীন হয়েছে । কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের উদ‍্যোগে রেশনের ব‍্যবস্থা করা হয়েছে । কয়েকজন মানুষের ব‍্যক্তিগত উদ‍্যোগেও ত্রাণের ব‍্যবস্থা হয়েছে । কিন্তু এবার এক অন‍্য ভাবনা দেখা গেল বসিরহাটে । আই লিগ চ‍্যাম্পিয়ন দল মোহনবাগানের সমর্থকদের একাংশ কচিকাঁচা ফুটবলারদের পাশে দাঁড়ালেন । অভিনবভাবে আই লিগ জয় উদযাপন করলেন ।

সবুজ মেরুনের সদস‍্যদের তরফে বসিরহাটের বিভিন্ন প্রান্তের ফুটবল কোচিং ক‍্যাম্পের প্রায় দেড়শো দুস্থ জুনিয়র ফুটবলারের হাতে তুলে দেওয়া হল খাদ‍্যসামগ্রীর প‍্যাকেট । তাতে ছিল আলু, ডাল, সয়াবিন, সাবান এবং বিভিন্ন প্রকার মশলা ও সরষের তেল । গতকাল এই ঘটনার সাক্ষী হলেন বসিরহাটের ফুটবলপ্রেমীরা ।

উদ্যোক্তা সন্দীপন সরকার বলেন, “মোহনবাগান 2019-20 আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে । আমরা নবীন ক্রীড়াবিদদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে জয় উদযাপন করছি । আমরা বসিরহাটের কয়েকটি ফুটবল কোচিং ক্যাম্পের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছি । আশা করছি, আমাদের এই শহরে আরও অনেক ফুটবল তারকা গড়ে উঠবে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.