ETV Bharat / sports

শীর্ষে থেকে লিগ শেষ করা লক্ষ্য কিবু ভিকুনার

author img

By

Published : Feb 19, 2020, 11:28 PM IST

Updated : Feb 19, 2020, 11:58 PM IST

কল্যাণী স্টেডিয়ামে 4-2 গোলের লজ্জাজনক হারের হিসেব চোকানোর পালা এবার কিবু ভিকুনার সবুজ মেরুন ব্রিগেডের সামনে । 22 ফেব্রুয়ারি আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স ।

Mohun Bagan
মোহনবাগান

কলকাতা, 19 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার সকালে গোয়াগামী উড়ান ধরছে মোহনবাগান ৷ 22 ফেব্রুয়ারি আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স । কল্যাণী স্টেডিয়ামে 4-2 গোলের লজ্জাজনক হারের হিসেব চোকানোর পালা এবার কিবু ভিকুনার সবুজ মেরুন ব্রিগেডের সামনে ।

মাঝের সময়ে গঙ্গা এবং মাণ্ডবী নদীতে অনেক জল গড়িয়েছে । আই লিগের পয়েন্ট টেবিলে অনেক পরিবর্তন হয়েছে । বাগানে এখন আই লিগ খেতাবের আগমনী বাজছে । গোয়ার রেড ডেভিলসরা শীর্ষে ওঠার লড়াইয়ে মরিয়া দৌড় শুরু করেছে । এই অবস্থায় দুই ক্লাবের ফুটবল দ্বৈরথ ঘিরে পারদ চড়তে শুরু করেছে ।

গোয়ায় গিয়ে চার্চিলের বিরুদ্ধে পয়েন্ট নিয়ে আসা সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের শামিল । তবে গুটিয়ে নেই মোহনবাগান । দশ ম্যাচে অপরাজিত সবুজ মেরুন ব্রিগেড প্রতিপক্ষ সম্পর্কে সমীহ থাকলেও চ্যালেঞ্জ ছুড়তে পিছপা নয় । চার্চিলের গোল মেশিন উইলিস প্লাজ়াকে থামানোর চ্যালেঞ্জ নিচ্ছেন ফ্রান গঞ্জালেস, মোরান্তেরা ।

শীর্ষে থেকে লিগ শেষ করা লক্ষ্য কিবু ভিকুনার

কোচ কিবু ভিকুনা বলছেন, প্লাজ়ার তিরিশ গজের দৌড় থামানোর হোমওয়ার্ক সারা । প্রতিপক্ষ জয় পেয়ে মাসিকভাবে এগিয়ে থাকলেও তা নিয়ে তিনি চিন্তিত নন । বাগান হেডস্যারের মাথায় শুধুই নিজের দলের শক্তি দুর্বলতার পরিসংখ্যান । 12 ম্যাচে 29 পয়েন্ট ঝুলিতে থাকলেও খেতাব জয়ের ম্যাজিক পয়েন্ট নিয়ে স্পিকটি নট কিবু ভিকুনা । বলছেন, শীর্ষে থেকে লিগ শেষ করাই পাখির চোখ ।

কলকাতা, 19 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার সকালে গোয়াগামী উড়ান ধরছে মোহনবাগান ৷ 22 ফেব্রুয়ারি আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স । কল্যাণী স্টেডিয়ামে 4-2 গোলের লজ্জাজনক হারের হিসেব চোকানোর পালা এবার কিবু ভিকুনার সবুজ মেরুন ব্রিগেডের সামনে ।

মাঝের সময়ে গঙ্গা এবং মাণ্ডবী নদীতে অনেক জল গড়িয়েছে । আই লিগের পয়েন্ট টেবিলে অনেক পরিবর্তন হয়েছে । বাগানে এখন আই লিগ খেতাবের আগমনী বাজছে । গোয়ার রেড ডেভিলসরা শীর্ষে ওঠার লড়াইয়ে মরিয়া দৌড় শুরু করেছে । এই অবস্থায় দুই ক্লাবের ফুটবল দ্বৈরথ ঘিরে পারদ চড়তে শুরু করেছে ।

গোয়ায় গিয়ে চার্চিলের বিরুদ্ধে পয়েন্ট নিয়ে আসা সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের শামিল । তবে গুটিয়ে নেই মোহনবাগান । দশ ম্যাচে অপরাজিত সবুজ মেরুন ব্রিগেড প্রতিপক্ষ সম্পর্কে সমীহ থাকলেও চ্যালেঞ্জ ছুড়তে পিছপা নয় । চার্চিলের গোল মেশিন উইলিস প্লাজ়াকে থামানোর চ্যালেঞ্জ নিচ্ছেন ফ্রান গঞ্জালেস, মোরান্তেরা ।

শীর্ষে থেকে লিগ শেষ করা লক্ষ্য কিবু ভিকুনার

কোচ কিবু ভিকুনা বলছেন, প্লাজ়ার তিরিশ গজের দৌড় থামানোর হোমওয়ার্ক সারা । প্রতিপক্ষ জয় পেয়ে মাসিকভাবে এগিয়ে থাকলেও তা নিয়ে তিনি চিন্তিত নন । বাগান হেডস্যারের মাথায় শুধুই নিজের দলের শক্তি দুর্বলতার পরিসংখ্যান । 12 ম্যাচে 29 পয়েন্ট ঝুলিতে থাকলেও খেতাব জয়ের ম্যাজিক পয়েন্ট নিয়ে স্পিকটি নট কিবু ভিকুনা । বলছেন, শীর্ষে থেকে লিগ শেষ করাই পাখির চোখ ।

Last Updated : Feb 19, 2020, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.