ETV Bharat / sports

খেলোয়াড়দের মাইনে বাকি, 3 লাখ টাকা জরিমানা মোহনবাগানের

রাজু গায়কোয়াড়, ড্যারেন ক্যালডেরিয়া, অভিষেক আম্বেকর এবং রিকার্ডো কারডোজে, এই চার ফুটবলারের বেতন মেটায়নি মোহনবাগান ৷ উষানাথ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে AIFF-এর শৃঙ্খলা কমিটি 30 দিনের মধ্যে চার ফুটবলারের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ৷

Mohun Bagan
মোহনবাগান
author img

By

Published : Feb 16, 2020, 11:52 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: মোহনবাগানকে গুনতে হবে 3 লাখ টাকা জরিমানা ৷ দলের প্রাক্তন খেলোয়াড়দের মাইনে ঠিকমতো না দেওয়ায় জরিমানার মুখে পড়েছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ রবিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি 30 দিনের মধ্যে ফুটবলারদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে মোহনবাগানকে ৷ সঙ্গে 3 লাখ টাকা জরিমানাও গুনতে হবে তাদের ৷

রাজু গায়কোয়াড়, ড্যারেন ক্যালডেরিয়া, অভিষেক আম্বেকর এবং রিকার্ডো কারডোজে, এই চার ফুটবলারের বেতন মেটায়নি মোহনবাগান ৷ উষানাথ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে AIFF-এর শৃঙ্খলা কমিটি 30 দিনের মধ্যে চার ফুটবলারের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি 15 দিনের মধ্যে দিতে হবে জরিমানা ৷ এর অন্যথা হলে ট্রান্সফার ব্যানের মুখে পড়বে সবুজ মেরুন ৷ জরিমানার তিন লাখ টাকা বাদে রাজু গায়কোয়াড়কে 11 লাখ, ড্যারেন ক্যালডেরিয়াকে 8,70,601 টাকা দিতে হবে ৷ এই দু'জনই বর্তমানে ISL-এর দল কেরল ব্লাস্টার্সের হয়ে খেলছে ৷ এছাড়া বর্তমানে ইস্টবেঙ্গলের লেফ্ট ব্যাক অভিষেক আম্বেকর ও প্রাক্তন গোলকিপার রিকার্ডো কারডোজের বকেয়া অর্থের পরিমাণ যথাক্রমে 5.60 ও 7.60 লাখ টাকা ৷ পাশাপাশি প্রাক্তন কোচ খালিদ জামিলকেও পুরো বেতন মেটানো হয়নি ৷ তাঁর বকেয়া অর্থের পরিমাণ 8.20 লাখ টাকা ৷ তবে ক্লাব নাকি একমাসের মধ্যে খালিদকে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷

AIFF-এর শৃঙ্খলা কমিটি আশা করছে প্রতিশ্রুতিমতো টাকা মিটিয়ে দেবে বাগান ৷ শনিবার AIFF-এর শৃঙ্খলা কমিটি নাগপুরে শুনানি এক মাসের জন্য স্থগিত করেছে ।

কলকাতা, 16 ফেব্রুয়ারি: মোহনবাগানকে গুনতে হবে 3 লাখ টাকা জরিমানা ৷ দলের প্রাক্তন খেলোয়াড়দের মাইনে ঠিকমতো না দেওয়ায় জরিমানার মুখে পড়েছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ রবিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি 30 দিনের মধ্যে ফুটবলারদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে মোহনবাগানকে ৷ সঙ্গে 3 লাখ টাকা জরিমানাও গুনতে হবে তাদের ৷

রাজু গায়কোয়াড়, ড্যারেন ক্যালডেরিয়া, অভিষেক আম্বেকর এবং রিকার্ডো কারডোজে, এই চার ফুটবলারের বেতন মেটায়নি মোহনবাগান ৷ উষানাথ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে AIFF-এর শৃঙ্খলা কমিটি 30 দিনের মধ্যে চার ফুটবলারের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি 15 দিনের মধ্যে দিতে হবে জরিমানা ৷ এর অন্যথা হলে ট্রান্সফার ব্যানের মুখে পড়বে সবুজ মেরুন ৷ জরিমানার তিন লাখ টাকা বাদে রাজু গায়কোয়াড়কে 11 লাখ, ড্যারেন ক্যালডেরিয়াকে 8,70,601 টাকা দিতে হবে ৷ এই দু'জনই বর্তমানে ISL-এর দল কেরল ব্লাস্টার্সের হয়ে খেলছে ৷ এছাড়া বর্তমানে ইস্টবেঙ্গলের লেফ্ট ব্যাক অভিষেক আম্বেকর ও প্রাক্তন গোলকিপার রিকার্ডো কারডোজের বকেয়া অর্থের পরিমাণ যথাক্রমে 5.60 ও 7.60 লাখ টাকা ৷ পাশাপাশি প্রাক্তন কোচ খালিদ জামিলকেও পুরো বেতন মেটানো হয়নি ৷ তাঁর বকেয়া অর্থের পরিমাণ 8.20 লাখ টাকা ৷ তবে ক্লাব নাকি একমাসের মধ্যে খালিদকে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷

AIFF-এর শৃঙ্খলা কমিটি আশা করছে প্রতিশ্রুতিমতো টাকা মিটিয়ে দেবে বাগান ৷ শনিবার AIFF-এর শৃঙ্খলা কমিটি নাগপুরে শুনানি এক মাসের জন্য স্থগিত করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.