কলকাতা, 25 জুলাই : সূচি অনুসারে মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ দিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের বল গড়ানোর কথা ছিল । কিন্তু কিক অফের 24 ঘণ্টা আগে মাঠ তৈরি নয় বলে ম্যাচ বাতিল করল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা IFA।
গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান । তাই প্রথম ম্যাচ ছিল তাদের । প্রতিপক্ষ গতবারের রানার্স জহর দাসের পিয়ারলেস । ম্যাচটি হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে । কিন্তু মোহনবাগান মাঠে এখন সংস্কারের কাজ চলছে । ইট বালি সিমেন্ট লোহার স্তূপের সঙ্গে রঙের কাজ হচ্ছে । এই অবস্থায় PWD ও পুলিশ ম্যাচ আয়োজনের সবুজ সংকেত যে দেবে না তার আশঙ্কা বুধবার করেছিলেন IFA সচিব জয়দীপ মুখার্জি ।
আরও পড়ুন : চুলোভাকে ছিনিয়ে নিয়ে দলবদলে চমক মোহনবাগানের