ETV Bharat / sports

মাঠ তৈরি নয়, কলকাতা লিগ শুরুর আগেই ম্যাচ বাতিল মোহনবাগানের - IFA

সূচি অনুসারে মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ দিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের বল গড়ানোর কথা ছিল । কিন্তু কিক অফের 24 ঘণ্টা আগে মাঠ তৈরি নয় বলে ম্যাচ বাতিল করল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা IFA।

মোহনবাগান ক্লাব
author img

By

Published : Jul 25, 2019, 2:35 PM IST

Updated : Jul 25, 2019, 2:43 PM IST

কলকাতা, 25 জুলাই : সূচি অনুসারে মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ দিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের বল গড়ানোর কথা ছিল । কিন্তু কিক অফের 24 ঘণ্টা আগে মাঠ তৈরি নয় বলে ম্যাচ বাতিল করল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা IFA।

গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান । তাই প্রথম ম্যাচ ছিল তাদের । প্রতিপক্ষ গতবারের রানার্স জহর দাসের পিয়ারলেস । ম্যাচটি হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে । কিন্তু মোহনবাগান মাঠে এখন সংস্কারের কাজ চলছে । ইট বালি সিমেন্ট লোহার স্তূপের সঙ্গে রঙের কাজ হচ্ছে । এই অবস্থায় PWD ও পুলিশ ম্যাচ আয়োজনের সবুজ সংকেত যে দেবে না তার আশঙ্কা বুধবার করেছিলেন IFA সচিব জয়দীপ মুখার্জি ।

কলকাতা, 25 জুলাই : সূচি অনুসারে মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ দিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের বল গড়ানোর কথা ছিল । কিন্তু কিক অফের 24 ঘণ্টা আগে মাঠ তৈরি নয় বলে ম্যাচ বাতিল করল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা IFA।

গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান । তাই প্রথম ম্যাচ ছিল তাদের । প্রতিপক্ষ গতবারের রানার্স জহর দাসের পিয়ারলেস । ম্যাচটি হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে । কিন্তু মোহনবাগান মাঠে এখন সংস্কারের কাজ চলছে । ইট বালি সিমেন্ট লোহার স্তূপের সঙ্গে রঙের কাজ হচ্ছে । এই অবস্থায় PWD ও পুলিশ ম্যাচ আয়োজনের সবুজ সংকেত যে দেবে না তার আশঙ্কা বুধবার করেছিলেন IFA সচিব জয়দীপ মুখার্জি ।

আরও পড়ুন : চুলোভাকে ছিনিয়ে নিয়ে দলবদলে চমক মোহনবাগানের

Intro:সূচি অনুসারে মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ দিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের বল গড়ানোর কথা ছিল। কিন্তু কিক অফের চব্বিশ ঘন্টা আগে মাঠ তৈরী নয় বলে ম্যাচ বাতিল করল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ। গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। তাই প্রথম ম্যাচ ছিল তাদের। প্রতিপক্ষ গতবারের রানার্স জহর দাসের পিয়ারলেস। ম্যাচটি হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে। কিন্তু মোহনবাগান মাঠে এখন সংস্কারের কাজ চলছে। ইট বালি সিমেন্ট লোহার স্তুপের সঙ্গে রংয়ের কাজ হচ্ছে। এই অবস্থায় পিডাব্লুডি ও পুলিশ ম্যাচ আয়োজনের সবুজ সংকেত যে দেবে না তার আশঙ্কা বুধবার করেছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। বৃহস্পতিবার তার আশঙ্কা সত্যি হয়ে দাড়ায়। ফলে শুক্রবার বিএসএস স্পোর্টিং বনাম সাদার্ন সমিতি, রেইনবো এসি বনাম ভবানীপুর ক্লাব এবং কালিঘাট মিলন সংঘ বনাম ক্যালকাটা কাস্টমস ম্যাই দিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। তিনটি ম্যাচ হবে যথাক্রমে বারসাত,হাওড়া ও গয়েশপুর স্টেডিয়ামে।আইএফএ সচিব জানিয়েছেন পরিবর্তিত পরিস্থিতিতে তারা কবে ভেস্তে যাওয়া মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ হবে তা নিয়ে আলোচনা য় বসবেন। এই অবস্থায় ছয় অগস্ট কাস্টমসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মোহনবাগান তাদের লিগ যাত্রা শুরু করবে। লিগে নামার আগে মোহনবাগান অবশ্য ডুরান্ডে খেলতে নামছে। দুই অগস্ট মোহনবাগান বনাম ডুরান্ড ম্যাচ দিয়ে কিবু ভিকুনা র দলের মরসুম শুরু হচ্ছে।এদিকে মাঠ সমস্যায় মোহনবাগান ম্যাচ বাতিল হওয়ায় মহমেডানও তাদের মাঠ ভালো নয় বলে ম্যাচ বাতিলের অনুরোধ করেছে। কলকাতা লিগে 29জুলাই সুব্রত ভট্টাচার্যের দলের প্রথম প্রতিপক্ষ ছিল এরিয়ান। সাদাকালো শিবির আইএফএ কে দেওয়া চিঠিতে বলেছে তাদের মাঠে দুবেলা প্র্যাকটিস হচ্ছে। বৃষ্টি না হওয়ায় মাঠ শুকনো। জল দিয়েও প্রত্যাশিত নমনীয় ভাব আসছে না। এই অবস্থায় মাঠের বেশকিছু জায়গায় গর্ত তৈরি হয়েছে। তাই আট অগস্ট তাদের দ্বিতীয় ম্যাচ থেকে তারা নিজেদের মাঠে খেলবে। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 31 জুলাই। আপাতত তারা কোনও অনুরোধ সম্বলিত চিঠি আইএফএ তে পাঠায়নি। কলকাতা লিগ ময়দানে ফিরিয়ে আনার কথা বলে ছিলেন আইএফএ সচিব। কিন্তু প্রথম থেকে তা অচলাবস্থা র দিকে এগোচ্ছে। যা গত বারো বছরে হয়নি। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়েছে কিন্তু শুকনো খটখটে মাঠে পরিকাঠামো গত সমস্যায় ম্যাচ বাতিল হচ্ছে তা সত্যিই ভাবা দুষ্কর।


Body:আইএফএ


Conclusion:
Last Updated : Jul 25, 2019, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.