কলকাতা, 18 অগাস্ট : কলকাতা লিগে শুরুটা ভালো হয়নি । কিন্তু ডুরান্ড কাপের গ্রুপ লিগে দাপট দেখিয়েছে মোহনবাগান ৷ গ্রুপ লিগের তিনটে ম্যাচেই জিতে শেষ চারে পৌঁছেছে । এবার প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর । কলকাতার দুই প্রধান ছাড়াও অংশগ্রহণকারী আই লিগের দলগুলোর মধ্যে পূর্ণশক্তির দল নিয়ে ডুরান্ড খেলতে এসেছে রিয়াল কাশ্মীর ও গোকুলাম FC । ফলে সেমিফাইনালের প্রশ্নপত্র কঠিন হবে তা মোহনবাগান কোচ কিবু ভিকুনা বুঝতে পারছেন । তাই তাঁর গলায় সতর্কতার সুর ।
চলতি মরশুমে এখনও পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ খেলেছে মোহনবাগান । হার এবং ড্র কলকাতা লিগের স্কোরশিট । ডুরান্ডের গ্রুপ লিগে সব ম্যাচ জিতে আশার আলো দেখছেন কিবু ভিকুনা । তবে প্রতিপক্ষ রিয়াল কাশ্মীরকে সমীহ করছেন । সবুজ মেরুন হেডস্যার বলছেন, "দল হিসেবে খুবই ভালো ও শক্তিশালী রিয়াল কাশ্মীর । আই লিগে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল ওরা । যা প্রমাণ করে কাশ্মীরের দলের যথেষ্ট ভারসাম্য রয়েছে ।" একইসঙ্গে তিনি যোগ করেছেন, রিয়াল কাশ্মীরের খেলা তিনি দেখেছেন । গত মরশুমের আই লিগের ম্যাচের ভিডিয়ো ছাড়াও ডুরান্ড কাপের খেলা দেখেছেন । ফলে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা তৈরি । সেই অনুসারে দলকে সামনের কয়েক দিনে তৈরি করতে চান । আত্মবিশ্বাসী কিবু ভিকুনা জানিয়েছেন, যেকোন চ্যালেঞ্জ সামলাতে তাঁর দল তৈরি ।
মোহনবাগানের বর্তমান দলের প্রাণভোমরা চার স্প্যানিশ ফুটবলার । তাঁদের পারফরমেন্সের গ্রাফের ওঠানামায় মোহনবাগানের জয় পরাজয় নির্ধারিত হয় । সালভো চামারো ও বেইটার চোট রয়েছে । কোচ বলছেন, দু'জনেই সেমিফাইনালে খেলতে পারবেন । কিন্তু গোড়ালির চোটে কাবু বেইটাকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে । তাই পরিকল্পনার দ্বিতীয় উপায় ভেবে রাখতে হবে । কারণ তিন বিদেশি ভরসা জোগালেও সবুজ মেরুনের ভারতীয় ফুটবলারদের পারফরমেন্সে কখনও রোদ কখনও মেঘ । তাই মুখে দল তৈরি বললেও নতুন ভাবে অঙ্ক কষছেন কিবু ভিকুনা ।