ETV Bharat / sports

তীরে এসে তরি ডুবতে দিতে নারাজ মোহনবাগান কোচ - ডুরান্ড কাপ

শনিবার ডুরান্ড ফাইনাল ৷ 10 বছর পর ফের ডুরান্ড পেতে মরিয়া বাগান শিবির ৷

কিবু ভিকুনা
author img

By

Published : Aug 22, 2019, 11:40 PM IST

কলকাতা, 22 অগাস্ট : 10 বছর পর ফের ডুরান্ড জয়ের স্বাদ পেতে মরিয়া মোহনবাগান । শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে গোকুলাম এফসির বিরুদ্ধে নামবে কিবু ভিকুনার ছেলেরা । দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল কাশ্মীরকে 120 মিনিটের লড়াইয়ে হারানোর পর ট্রফির স্বপ্ন ক্রমেই জাঁকিয়ে বসছে গঙ্গাপাড়ের ক্লাবে । ম্যাচের ধকল কাটাতে হালকা স্ট্রেচিং করে ফুটবলারদের ছেড়ে দিলেন সবুজ-মেরুন কোচ । তবে এরই মাঝে ফাইনালের জন্যে প্রস্তুতির সুরটা বেঁধে দিতে চাইছেন । ইতিমধ্যে জোড়া গোল করে আত্মবিশ্বাসে ভরপুর সুয়ের ভিপি । এবার ফাইনালে কেরালার দলটির বিরুদ্ধে ফের ব্যবহার করতে চান কিবু ভিকুনা ।

চলতি মরশুমে মোহনবাগানের মেরুদণ্ড দলের চার স্প্যানিশ ফুটবলার । মিডফিল্ডার বেইতা যদি রিং মাস্টার হন তাহলে সালভা চামারো, ফ্রান গঞ্জ়ালেস, ফ্রান মোরান্তে নিজেদের বিভাগের অধিনায়ক । এই চারজনের সঙ্গগুণে ভারতীয় ফুটবলাররাও ডানা মেলার চেষ্টা করছেন । যা মোহনবাগানের সেমিফাইনালে সাফল্যের অন্যতম কারণ । কিবু ভিকুনা বলছেন, যে কোনও দলের সাফল্য নির্ভর করে ফুটবলারদের পারফরমেন্সের উপর । এতদিন দলের সামগ্রিক ফিটনেস নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোহনবাগান কোচকে । সঠিক সময়ে জ্বলে ওঠায় আশার আলো দেখছেন । একইসঙ্গে নড়বড়ে ডিফেন্স নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন ।

আপাতত সব ভুলে কিবু ভিকুনার পাখির চোখ শনিবারের ফাইনাল । প্রতিপক্ষ গোকুলাম এফসি নিয়ে যথেষ্ট সমীহ তাঁর গলায় । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কেরালার ক্লাব দলটির খেলা দেখেছেন । গোকুলামের বিদেশিরা বাগান রক্ষণের পক্ষে বিপদ ডেকে আনতে পারেন তা ভালোমতোই জানেন । তাই ফাইনালেও রক্ষণ সামলে বাজিমাতের পরিকল্পনার ইঙ্গিত সবুজ-মেরুন হেডস্যারের গলায় । ইস্টবেঙ্গল কোচের মতো কিবু ভিকুনাও অতিরিক্ত সময়ে চতুর্থ পরিবর্ত ফুটবলার নামানোর ক্ষেত্রে FIFA-র নয়া নিয়মের প্রয়োগ না দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ।

কলকাতা লিগে জয়ের মুখ দেখেনি মোহনবাগান । অথচ ডুরান্ড কাপে খেতাবি দৌড়ের শেষ ধাপে দল । তাই চেষ্টায় ত্রুটি রাখতে চান না । তীরে এসে তরি না ডোবার সতর্কতাই এখন বাগান সাজঘরের রিংটোন ৷

কলকাতা, 22 অগাস্ট : 10 বছর পর ফের ডুরান্ড জয়ের স্বাদ পেতে মরিয়া মোহনবাগান । শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে গোকুলাম এফসির বিরুদ্ধে নামবে কিবু ভিকুনার ছেলেরা । দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল কাশ্মীরকে 120 মিনিটের লড়াইয়ে হারানোর পর ট্রফির স্বপ্ন ক্রমেই জাঁকিয়ে বসছে গঙ্গাপাড়ের ক্লাবে । ম্যাচের ধকল কাটাতে হালকা স্ট্রেচিং করে ফুটবলারদের ছেড়ে দিলেন সবুজ-মেরুন কোচ । তবে এরই মাঝে ফাইনালের জন্যে প্রস্তুতির সুরটা বেঁধে দিতে চাইছেন । ইতিমধ্যে জোড়া গোল করে আত্মবিশ্বাসে ভরপুর সুয়ের ভিপি । এবার ফাইনালে কেরালার দলটির বিরুদ্ধে ফের ব্যবহার করতে চান কিবু ভিকুনা ।

চলতি মরশুমে মোহনবাগানের মেরুদণ্ড দলের চার স্প্যানিশ ফুটবলার । মিডফিল্ডার বেইতা যদি রিং মাস্টার হন তাহলে সালভা চামারো, ফ্রান গঞ্জ়ালেস, ফ্রান মোরান্তে নিজেদের বিভাগের অধিনায়ক । এই চারজনের সঙ্গগুণে ভারতীয় ফুটবলাররাও ডানা মেলার চেষ্টা করছেন । যা মোহনবাগানের সেমিফাইনালে সাফল্যের অন্যতম কারণ । কিবু ভিকুনা বলছেন, যে কোনও দলের সাফল্য নির্ভর করে ফুটবলারদের পারফরমেন্সের উপর । এতদিন দলের সামগ্রিক ফিটনেস নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোহনবাগান কোচকে । সঠিক সময়ে জ্বলে ওঠায় আশার আলো দেখছেন । একইসঙ্গে নড়বড়ে ডিফেন্স নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন ।

আপাতত সব ভুলে কিবু ভিকুনার পাখির চোখ শনিবারের ফাইনাল । প্রতিপক্ষ গোকুলাম এফসি নিয়ে যথেষ্ট সমীহ তাঁর গলায় । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কেরালার ক্লাব দলটির খেলা দেখেছেন । গোকুলামের বিদেশিরা বাগান রক্ষণের পক্ষে বিপদ ডেকে আনতে পারেন তা ভালোমতোই জানেন । তাই ফাইনালেও রক্ষণ সামলে বাজিমাতের পরিকল্পনার ইঙ্গিত সবুজ-মেরুন হেডস্যারের গলায় । ইস্টবেঙ্গল কোচের মতো কিবু ভিকুনাও অতিরিক্ত সময়ে চতুর্থ পরিবর্ত ফুটবলার নামানোর ক্ষেত্রে FIFA-র নয়া নিয়মের প্রয়োগ না দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ।

কলকাতা লিগে জয়ের মুখ দেখেনি মোহনবাগান । অথচ ডুরান্ড কাপে খেতাবি দৌড়ের শেষ ধাপে দল । তাই চেষ্টায় ত্রুটি রাখতে চান না । তীরে এসে তরি না ডোবার সতর্কতাই এখন বাগান সাজঘরের রিংটোন ৷

Intro:দশ বছর পরে ডুরান্ড জয়ের স্বাদ ফের পেতে মরিয়া মোহনবাগান। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে গোকুলাম এফসির বিরুদ্ধে নামবে কিবু ভিকুনার ছেলেরা। দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল কাশ্মীর কে 120 মিনিটের লড়াইয়ে উড়িয়ে দেওয়ার পরে ট্রফির স্বপ্ন ক্রমেই জাকিয়ে বসছে গঙ্গা পাড়ের ক্লাবে। ম্যাচের ধকল কাটাতে হাল্কা স্ট্রেচিং করে ফুটবলারদের ছেড়ে দেন সবুজ মেরুন কোচ। তবে তারই মাঝে ফাইনালের জন্যে প্রস্তুতির সুরটা চড়ায় বেধে দিতে চাইছেন। ইতিমধ্যে জোড়া গোল করে আত্মবিশ্বাসে ভরপুর সুয়ের ভিপি। তার টাফ ফুটবল ডেভিড রবার্টসন এর দলের দৌড় থামাতে সাহায্য করেছে। এবার কেরালার দলের বিরুদ্ধে ফের ব্যবহার করতে চান কিবু ভিকুনা।
চলতি মরসুমে মোহনবাগানের মেরুদন্ড দলের চার স্প্যানিশ ফুটবলার। মিডফিল্ডার বেইটা যদি রিং মাস্টার হন তাহলে সালভা চামারো, ফ্রান গঞ্জালেস, ফ্রান মোরান্তে নিজের বিভাগের অধিনায়ক। এই চারজনের সঙ্গগুনে ভারতীয় ফুটবলাররাও ডানা মেলার চেষ্টা করছেন।যা মোহনবাগানের সেমিফাইনালে সাফল্যের অন্যতম কারন।
কিবু ভিকুনা বলেছেন যেকোনও দলের সাফল্য নির্ভর ফুটবলারদের পারফরম্যান্সে। তাই কম সময়ের ব্যবধানে দুটো কঠিন ম্যাচ খেলার ধকল সামলাতে ফুটবলারদের যত্ন নিতে চান।। এতদিন দলের সামগ্রিক ফিটনেস নিয়ে নানা প্রশ্নের সামনে পড়তে হয়েছে মোহনবাগান কোচকে। সেমিফাইনালে 120মিনিটের পারফরম্যান্সের প্রশংসা র পাশাপাশি তার দল যে প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠেছে তাতে আশার আলো দেখছেন। একই সঙ্গে নড়বড়ে ডিফেন্স নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন। আপাতত সবভুলে কিবু ভিকুনার পাখির চোখ শনিবারের ফাইনাল। প্রতিপক্ষ গোকুলাম এফসি সম্বন্ধে সমীহ তার গলায়। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কেরলের ক্লাব দলটির খেলা দেখেছেন। গোকুলামের বিদেশিরা বাগান রক্ষণের পক্ষে বিপদ ডেকে আনতে পারেন তা জানেন। তাই ফাইনালেও রক্ষণ সামলে বাজিমাতের পরিকল্পনার ইঙ্গিত সবুজ মেরুন হেডস্যারের গলায়।আলেয়ান্দ্রোর মত কিবু ভিকুনাও অতিরিক্ত সময়ে চতুর্থ পরিবর্ত ফুটবলার নামানোর ক্ষেত্রে ফিফার নয়া নিয়মের প্রয়োগ না দেখে অসন্তোষ প্রকাশ করেছেন।
কলকাতা লিগে জয়ের মুখ দেখেনি মোহনবাগান। অথচ ডুরান্ড কাপে খেতাবি দৌড়ের শেষ ধাপে দল। তাই ঘুরে দাড়ানোর চেষ্টায় ত্রুটি রাখতে চান না। তীরে এসে তরী না ডোবার সতর্কতা বাগান সাজঘরে।


Body:মোহন


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.