চট্টগ্রাম, 28 অক্টোবর : শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সূচিতে পরিবর্তন । পূর্ববর্তী সূচি অনুযায়ী আজ (28 অক্টোবর) মোহনবাগানের সেমিফাইনাল খেলার কথা ছিল মালয়েশিয়ার তেরেঙ্গানু FC-র বিরুদ্ধে । একই দিনে চট্টগ্রাম আবাহনী প্রথম সেমিফাইনাল খেলবে ভারতের গোকুলাম FC-র বিরুদ্ধে । কিন্তু রবিবার মোহনবাগানকে আয়োজকদের তরফে জানানো হয়, দুটো সেমিফাইনাল একই দিনে করা সম্ভব হচ্ছে না । ফলে মোহনবাগানের খেলাটি একদিন পিছিয়ে মঙ্গলবার (29 অক্টোবর) অনুষ্ঠিত হবে । তবে 31 অক্টোবর ফাইনালের দিনটির কোনও পরিবর্তন হচ্ছে না ।
সেমিফাইনাল একদিন পিছিয়ে যাওয়ায় অখুশি সবুজ মেরুন কোচ কিবু ভিকুনা । কারণ সেমিফাইনালে জিতলে মাত্র একদিনের ব্যবধানে ফাইনাল খেলতে নামতে হবে বেইতিয়াদের । হঠাৎ করে সূচি পরিবর্তনে যে পরিকল্পনা ধাক্কা খায় তা গোপন করেননি ।
এই সংক্রান্ত খবর : চাপ কাটাতে সমুদ্রতটে বাগান ফুটবলাররা
শনিবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন মোহনবাগান কোচ । রবিবার হালকা অনুশীলন করিয়ে সেমিফাইনালের জন্যে দলকে তৈরি করার ভাবনা ছিল । তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেমিফাইনালের আগে একদিন বেশি পাওয়া সুবিধা হলেও ফাইনালের আগে বিশ্রাম কম হওয়াকে অসুবিধা বলে মনে করেন তিনি ।আপাতত সেমিফাইনাল নিয়ে চিন্তা করছেন । মালয়েশিয়ার ক্লাব দলটি যে কঠিন প্রতিপক্ষ জানেন । তাই ছোটো ভুলে বড় ক্ষতির আশঙ্কার কথা ফুটবলারদের মনে করিয়ে দিয়েছেন । এবার দেখার শেষ দুই ধাপে মোহনবাগান বাজিমাত করতে পারে কি না ।