ETV Bharat / sports

একদিন পিছিয়ে গেল মোহনবাগানের খেলা, অখুশি কোচ - পিছিয়ে গেল মোহনবাগানের সেমিফাইনাল

একই দিনে দুটো সেমিফাইনাল করা সম্ভব হচ্ছে না ৷ সেজন্য শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজকরা জানিয়ে দিল, মোহনবাগানের সেমিফাইনাল একদিন পিছিয়ে মঙ্গলবার (29 অক্টোবর) অনুষ্ঠিত হবে । তবে 31 অক্টোবর ফাইনালের দিনটির কোনও পরিবর্তন হচ্ছে না ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 28, 2019, 6:06 AM IST

চট্টগ্রাম, 28 অক্টোবর : শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সূচিতে পরিবর্তন । পূর্ববর্তী সূচি অনুযায়ী আজ (28 অক্টোবর) মোহনবাগানের সেমিফাইনাল খেলার কথা ছিল মালয়েশিয়ার তেরেঙ্গানু FC-র বিরুদ্ধে । একই দিনে চট্টগ্রাম আবাহনী প্রথম সেমিফাইনাল খেলবে ভারতের গোকুলাম FC-র বিরুদ্ধে । কিন্তু রবিবার মোহনবাগানকে আয়োজকদের তরফে জানানো হয়, দুটো সেমিফাইনাল একই দিনে করা সম্ভব হচ্ছে না । ফলে মোহনবাগানের খেলাটি একদিন পিছিয়ে মঙ্গলবার (29 অক্টোবর) অনুষ্ঠিত হবে । তবে 31 অক্টোবর ফাইনালের দিনটির কোনও পরিবর্তন হচ্ছে না ।

সেমিফাইনাল একদিন পিছিয়ে যাওয়ায় অখুশি সবুজ মেরুন কোচ কিবু ভিকুনা । কারণ সেমিফাইনালে জিতলে মাত্র একদিনের ব্যবধানে ফাইনাল খেলতে নামতে হবে বেইতিয়াদের । হঠাৎ করে সূচি পরিবর্তনে যে পরিকল্পনা ধাক্কা খায় তা গোপন করেননি ।

এই সংক্রান্ত খবর : চাপ কাটাতে সমুদ্রতটে বাগান ফুটবলাররা

শনিবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন মোহনবাগান কোচ । রবিবার হালকা অনুশীলন করিয়ে সেমিফাইনালের জন্যে দলকে তৈরি করার ভাবনা ছিল । তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেমিফাইনালের আগে একদিন বেশি পাওয়া সুবিধা হলেও ফাইনালের আগে বিশ্রাম কম হওয়াকে অসুবিধা বলে মনে করেন তিনি ।আপাতত সেমিফাইনাল নিয়ে চিন্তা করছেন । মালয়েশিয়ার ক্লাব দলটি যে কঠিন প্রতিপক্ষ জানেন । তাই ছোটো ভুলে বড় ক্ষতির আশঙ্কার কথা ফুটবলারদের মনে করিয়ে দিয়েছেন । এবার দেখার শেষ দুই ধাপে মোহনবাগান বাজিমাত করতে পারে কি না ।

চট্টগ্রাম, 28 অক্টোবর : শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সূচিতে পরিবর্তন । পূর্ববর্তী সূচি অনুযায়ী আজ (28 অক্টোবর) মোহনবাগানের সেমিফাইনাল খেলার কথা ছিল মালয়েশিয়ার তেরেঙ্গানু FC-র বিরুদ্ধে । একই দিনে চট্টগ্রাম আবাহনী প্রথম সেমিফাইনাল খেলবে ভারতের গোকুলাম FC-র বিরুদ্ধে । কিন্তু রবিবার মোহনবাগানকে আয়োজকদের তরফে জানানো হয়, দুটো সেমিফাইনাল একই দিনে করা সম্ভব হচ্ছে না । ফলে মোহনবাগানের খেলাটি একদিন পিছিয়ে মঙ্গলবার (29 অক্টোবর) অনুষ্ঠিত হবে । তবে 31 অক্টোবর ফাইনালের দিনটির কোনও পরিবর্তন হচ্ছে না ।

সেমিফাইনাল একদিন পিছিয়ে যাওয়ায় অখুশি সবুজ মেরুন কোচ কিবু ভিকুনা । কারণ সেমিফাইনালে জিতলে মাত্র একদিনের ব্যবধানে ফাইনাল খেলতে নামতে হবে বেইতিয়াদের । হঠাৎ করে সূচি পরিবর্তনে যে পরিকল্পনা ধাক্কা খায় তা গোপন করেননি ।

এই সংক্রান্ত খবর : চাপ কাটাতে সমুদ্রতটে বাগান ফুটবলাররা

শনিবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন মোহনবাগান কোচ । রবিবার হালকা অনুশীলন করিয়ে সেমিফাইনালের জন্যে দলকে তৈরি করার ভাবনা ছিল । তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেমিফাইনালের আগে একদিন বেশি পাওয়া সুবিধা হলেও ফাইনালের আগে বিশ্রাম কম হওয়াকে অসুবিধা বলে মনে করেন তিনি ।আপাতত সেমিফাইনাল নিয়ে চিন্তা করছেন । মালয়েশিয়ার ক্লাব দলটি যে কঠিন প্রতিপক্ষ জানেন । তাই ছোটো ভুলে বড় ক্ষতির আশঙ্কার কথা ফুটবলারদের মনে করিয়ে দিয়েছেন । এবার দেখার শেষ দুই ধাপে মোহনবাগান বাজিমাত করতে পারে কি না ।

Intro:শেক কামাল আর্ন্তজাতিক টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন। পূর্ববর্তী সূচি অনুযায়ী 28অক্টোবর সোমবার মোহনবাগানের সেমিফাইনাল খেলার কথা ছিল মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির বিরুদ্ধে।একই দিনে চট্টগ্রাম আবাহনী প্রথম সেমিফাইনাল খেলবে ভারতের গোকুলাম এফসির বিরুদ্ধে।কিন্তু রবিবার মোহনবাগান কে আয়োজকদের তরফে জানানো হয় দুটো সেমিফাইনাল একই দিনে করা সম্ভব হচ্ছেনা। ফলে মোহনবাগানের খেলাটি 28অক্টোবরের বদলে পরের দিন 29অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তবে 31অক্টোবর ফাইনালের দিনটির কোনও পরিবর্তন হচ্ছে না। সেমিফাইনাল একদিন পিছিয়ে যাওয়ায় অখুশি সবুজ মেরুন কোচ কিবু ভিকুনা।কারন সেমিফাইনালে জিতলে মাত্র একদিনের ব্যবধানে ফাইনাল খেলতে নামতে হবে বেইতিয়াদের। হঠাৎ করে সূচি পরিবর্তনে যে পরিকল্পনা ধাক্কা খায় তা গোপন করেননি। শনিবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন ভিকুনা। রবিবার হালকা অনুশীলন করিয়ে সেমিফাইনালে র জন্যে দলকে তৈরি করার ভাবনা ছিল।তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেমিফাইনালের আগে একদিন বেশি পাওয়া সুবিধা হলেও ফাইনালের আগে বিশ্রাম কম হওয়াকে অসুবিধা বলে মনে করেন তিনি।আপাতত সেমিফাইনাল নিয়ে চিন্তা করছেন। মালয়েশিয়ার ক্লাব দলটি যে কঠিন প্রতিপক্ষ জানেন।তাই ছোট ভুলে বড় ক্ষতির আশঙ্কা র কথা ফুটবলারদের মনে করিয়ে দিয়েছেন।এবার দেখার শেষ দুই ধাপে মোহনবাগান বাজিমাত করতে পারে কি না।


Body:মোহনবাগানের


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.