কলকাতা, 25 অগাস্ট : ফাইনালে হারের পরেই অজুহাতের ডালি খুলে বসলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । এবার নিয়ে দ্বিতীয় বার কেরলের কোনও ক্লাব দলের বিরুদ্ধে ডুরান্ড কাপের ফাইনালে হারল মোহনবাগান । হারের ধাক্কা হজম করতে পারছেন না সবুজ মেরুন হেডস্যার । সাংবাদিক বৈঠকের শুরুতে তিনি জানান প্রতিপক্ষ দলের তুলনায় মোহনবাগান অনেক বেশি ক্লান্ত ছিল । তিন দিনের মধ্যে দুটো ম্যাচ খেলার ধকল নেওয়া কার্যত অসম্ভব । প্রতিপক্ষ তাদের তুলনায় তরতাজা থাকাতেই বাজিমাত করতে পেরেছে ।
গোল হজম করার কারণ বিশ্লেষণ না করে রেফারিং নিয়ে সরব তিনি । "প্রথম গোলের সময় গোকুলামের হেনরি কিসিয়াকা অফসাইড ছিল। এবং সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট," মন্তব্য কিবু ভিকুনার । বিরতির এক মিনিট আগে গোকুলামের প্রথম গোল । দ্বিতীয়ার্ধে হেনরি কিসিয়াকাকে সামনে রেখে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে ও প্রতিপক্ষের ভুলের জন্যে অপেক্ষা করছিল বলে বিশ্লেষণ বাগান কোচের ।
গোকুলামের ভালো খেলাকে প্রতিপক্ষ কোচ হিসেবে বাড়তি নম্বর দিতে চান না । দ্বিতীয়ার্ধে দুটো সুযোগ পেয়েছিল । যার একটি কাজে লাগিয়ে কেরলের ক্লাব দলটি খেতাব জিতল বলে মনে করেন । সেমিফাইনালের ছন্দ ফাইনালে মোহনবাগানের খেলায় দেখা যায়নি । এর পেছনে ক্লান্তি কারণ তা বারবার সাংবাদিক বৈঠকে বলেছেন বাগান হেডস্যার । তবে ক্লান্তি সত্ত্বেও দলের মরিয়া চেষ্টায় কোচ হিসেবে খুশি তিনি ।
মাত্র দু'মাসের কম সময়ের প্র্যাকটিসে যেভাবে দল খেলার ধরন ধরে ফেলেছে তাতে আশার আলো দেখছেন । তাই নওরেমের খারাপ খেলায় আশা হারাচ্ছেন না । গোকুলামের কড়া মেজাজের ফুটবল না সামলাতে পারলেও আরও উন্নতির প্রয়োজন ফের মনে করিয়ে দিয়েছেন ।
শেষে রেফারিং নিয়ে ফের সরব কিবু ভিকুনা । বলছেন ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছেন । রেফারিংয়ের ভুল নিয়ে বারবার সরব । আশা করেছিলেন রেফারি হয়ত দুঃখ প্রকাশ করবেন । তা না করতে দেখে হতাশ মোহনবাগানের স্প্যানিশ কোচ ।