ETV Bharat / sports

বাংলাদেশে খেলার আমন্ত্রণ মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডানকে

মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার আমন্ত্রণ জানাল চট্টগ্রাম আবাহনী ৷ 15 অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট ৷

মোহনবাগান-ইস্টবেঙ্গল
author img

By

Published : Aug 10, 2019, 7:41 PM IST

Updated : Aug 10, 2019, 11:47 PM IST

কলকাতা, 10 অগাস্ট : মোহনবাগান, মহামেডান ইস্টবেঙ্গলকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ জানাল চট্টগ্রাম আবাহনী ৷ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেত পেলে খেলতে যাবে বলে জানিয়েছেন মোহনবাগানের সহ সচিব ৷ কোচের সঙ্গে কথা বলে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে লাল-হলুদ কর্তৃপক্ষ ৷

15 অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপ ৷ আয়োজক চট্টগ্রাম আবাহনী ৷ মোহন,ইস্ট ও মহামেডান সহ মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়ার ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে । বাংলাদেশের চট্টগ্রাম আবাহনী, আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে । অংশগ্রহণকারী দলগুলি পাবে 10 হাজার মার্কিন ডলার ৷ চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে 50 হাজার মার্কিন ডলার । রানার্স আপ পাবে 30 হাজার মার্কিন ডলার ।

প্রতিযোগিতায় কলকাতার দুই প্রধানকে খেলাতে আগ্রহী আয়োজকরা ৷ ইতিমধ্যে দুই ক্লাবেই এসেছে আমন্ত্রণপত্র ৷ তবে, লাল-হলুদের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের অফিসে এখনও আমন্ত্রণপত্র পৌঁছায়নি ৷ কোয়েসের CEO সঞ্জিত সেন জানিয়েছেন, আমন্ত্রণ পেলে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়াকে জানানো হবে । তিনি রাজি হলেই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে তোড়জোড় শুরু হবে । মোহনবাগানের সহ সচিব সৃঞ্জয় বসু বলেন, "আমরা বাংলাদেশে খেলার বিষয়ে আগ্রহী ৷ তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেতের উপর সবকিছু নির্ভর করবে । "

তবে দুই প্রধানের চিন্তার মূল কারণ বাকি টুর্নামেন্টগুলির সূচি ৷ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে কলকাতা লিগ । 24 অগাস্ট পর্যন্ত সমান্তরালভাবে চলবে ডুরান্ড কাপ । 27 বা 28 অক্টোবর থেকে শুরু হবে আই লিগ । তারপর সুপার কাপ । ফলে ঠাসা সূচির ফাঁকে বাংলাদেশে খেলতে যাওয়ার বিষয়টি অনেক "যদি-কিন্তু"-র উপর নির্ভর করছে । এর আগেও এই টুর্নামেন্টে খেলেছিল ইস্টবেঙ্গল ৷ উদ্বোধনী সেই টুর্নামেন্টে রানার্স হয়েছিল‌ তারা ৷

কলকাতা, 10 অগাস্ট : মোহনবাগান, মহামেডান ইস্টবেঙ্গলকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ জানাল চট্টগ্রাম আবাহনী ৷ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেত পেলে খেলতে যাবে বলে জানিয়েছেন মোহনবাগানের সহ সচিব ৷ কোচের সঙ্গে কথা বলে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে লাল-হলুদ কর্তৃপক্ষ ৷

15 অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপ ৷ আয়োজক চট্টগ্রাম আবাহনী ৷ মোহন,ইস্ট ও মহামেডান সহ মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়ার ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে । বাংলাদেশের চট্টগ্রাম আবাহনী, আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে । অংশগ্রহণকারী দলগুলি পাবে 10 হাজার মার্কিন ডলার ৷ চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে 50 হাজার মার্কিন ডলার । রানার্স আপ পাবে 30 হাজার মার্কিন ডলার ।

প্রতিযোগিতায় কলকাতার দুই প্রধানকে খেলাতে আগ্রহী আয়োজকরা ৷ ইতিমধ্যে দুই ক্লাবেই এসেছে আমন্ত্রণপত্র ৷ তবে, লাল-হলুদের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের অফিসে এখনও আমন্ত্রণপত্র পৌঁছায়নি ৷ কোয়েসের CEO সঞ্জিত সেন জানিয়েছেন, আমন্ত্রণ পেলে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়াকে জানানো হবে । তিনি রাজি হলেই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে তোড়জোড় শুরু হবে । মোহনবাগানের সহ সচিব সৃঞ্জয় বসু বলেন, "আমরা বাংলাদেশে খেলার বিষয়ে আগ্রহী ৷ তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেতের উপর সবকিছু নির্ভর করবে । "

তবে দুই প্রধানের চিন্তার মূল কারণ বাকি টুর্নামেন্টগুলির সূচি ৷ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে কলকাতা লিগ । 24 অগাস্ট পর্যন্ত সমান্তরালভাবে চলবে ডুরান্ড কাপ । 27 বা 28 অক্টোবর থেকে শুরু হবে আই লিগ । তারপর সুপার কাপ । ফলে ঠাসা সূচির ফাঁকে বাংলাদেশে খেলতে যাওয়ার বিষয়টি অনেক "যদি-কিন্তু"-র উপর নির্ভর করছে । এর আগেও এই টুর্নামেন্টে খেলেছিল ইস্টবেঙ্গল ৷ উদ্বোধনী সেই টুর্নামেন্টে রানার্স হয়েছিল‌ তারা ৷

Intro:সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেত মিললে বাংলাদেশে শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপে অংশ নেবে বলে জানালো মোহনবাগান। চলতি বছরের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে শুরু হবে।চট্টগ্রাম আবাহনী এই ফুটবল প্রতিযোগিতার আয়োজক।কলকাতার দুই প্রধান কে খেলানোর ব্যাপারে তারা ভীষনভাবে আগ্রহী। কলকাতার দুই ক্লাব বাংলাদেশের মাটিতে ভীষণ জনপ্রিয়।মোহনবাগান সহসচিব সৃঞ্জয় বসু জানিয়েছেন তারা বাংলাদেশের প্রতিযোগিতায় খেলার ব্যাপারে ভীষণভাবে আগ্রহী।তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেতের ওপর সবকিছু নির্ভর করবে।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অবধি চলবে কলকাতা লিগ। 24অগস্ট পর্যন্ত সমান্তরাল ভাবে চলছে ডুরান্ড কাপ। অক্টোবর মাসের 27 কিংবা 28 তারিখ শুরু হবে আই লিগ। তারপর সুপার কাপ। ফলে সূচির ব্যস্ততার ফাকে বাংলাদেশের টুর্নামেন্টে খেলতে যাওয়ার বিষয়টি অনেক "যদি কিন্তু"র ঐপর নির্ভর করবে।
আটটি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মোহনবাগান ছাড়াও ইস্টবেঙ্গল কে আমন্ত্রন জানানো হয়েছে। আমন্ত্রণ পত্র ক্লাবে পৌছলেও তা ক্লাবের বিনিয়োগ কারী সংস্থার অফিসে পৌছয়নি। সিইও সঞ্জিত সেন জানিয়েছেন আমন্ত্রণপত্রের আসার কথা শুনলেও তা হাতে পাননি। আমন্ত্রণ পেলে বিষয়টি কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া কে জানানো হবে। তিনি রাজি হলেই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে তোড়জোড় শুরু হবে।
আয়োজক চট্টগ্রাম আবাহনী কলকাতার দুই প্রধান সহ মোট পাচ বিদেশি দলকে আমন্ত্রণ জানাচ্ছে।মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়ার প্রধান ক্লাবকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।বাংলাদেশের চট্টগ্রাম আবাহনী, আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস এই টুর্নামেন্টে অংশ নেবে।এবারের অংশগ্রহনকারী দলগুলোকে 10হাজার মার্কিন ডলার দেওয়া হবে। চ্যাম্পিয়ন দল পাবে 50হাজার মার্কিন ডলার। রানার্স আপ দল পাবে 30হাজার মার্কিন ডলার।
2015 সালে প্রথম বছর ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিল‌।সেবার চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম আবাহনী।


Body:আমন্ত্রণ


Conclusion:
Last Updated : Aug 10, 2019, 11:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.