কলকাতা, 10 অগাস্ট : মোহনবাগান, মহামেডান ইস্টবেঙ্গলকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ জানাল চট্টগ্রাম আবাহনী ৷ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেত পেলে খেলতে যাবে বলে জানিয়েছেন মোহনবাগানের সহ সচিব ৷ কোচের সঙ্গে কথা বলে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে লাল-হলুদ কর্তৃপক্ষ ৷
15 অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপ ৷ আয়োজক চট্টগ্রাম আবাহনী ৷ মোহন,ইস্ট ও মহামেডান সহ মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়ার ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে । বাংলাদেশের চট্টগ্রাম আবাহনী, আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে । অংশগ্রহণকারী দলগুলি পাবে 10 হাজার মার্কিন ডলার ৷ চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে 50 হাজার মার্কিন ডলার । রানার্স আপ পাবে 30 হাজার মার্কিন ডলার ।
প্রতিযোগিতায় কলকাতার দুই প্রধানকে খেলাতে আগ্রহী আয়োজকরা ৷ ইতিমধ্যে দুই ক্লাবেই এসেছে আমন্ত্রণপত্র ৷ তবে, লাল-হলুদের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের অফিসে এখনও আমন্ত্রণপত্র পৌঁছায়নি ৷ কোয়েসের CEO সঞ্জিত সেন জানিয়েছেন, আমন্ত্রণ পেলে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়াকে জানানো হবে । তিনি রাজি হলেই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে তোড়জোড় শুরু হবে । মোহনবাগানের সহ সচিব সৃঞ্জয় বসু বলেন, "আমরা বাংলাদেশে খেলার বিষয়ে আগ্রহী ৷ তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেতের উপর সবকিছু নির্ভর করবে । "
তবে দুই প্রধানের চিন্তার মূল কারণ বাকি টুর্নামেন্টগুলির সূচি ৷ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে কলকাতা লিগ । 24 অগাস্ট পর্যন্ত সমান্তরালভাবে চলবে ডুরান্ড কাপ । 27 বা 28 অক্টোবর থেকে শুরু হবে আই লিগ । তারপর সুপার কাপ । ফলে ঠাসা সূচির ফাঁকে বাংলাদেশে খেলতে যাওয়ার বিষয়টি অনেক "যদি-কিন্তু"-র উপর নির্ভর করছে । এর আগেও এই টুর্নামেন্টে খেলেছিল ইস্টবেঙ্গল ৷ উদ্বোধনী সেই টুর্নামেন্টে রানার্স হয়েছিল তারা ৷