ETV Bharat / sports

আই লিগের দ্বিতীয় ম্যাচে বড় জয় মহামেডানের - যোগ্যতা নির্ণায়ক দ্বিতীয় ডিভিশনের ম্যাচে জয় মহমেডান

পাখির চোখ আই লিগ । যোগ্যতা নির্ণায়ক দ্বিতীয় ডিভিশনে পরপর দু'ম্যাচে জিতে আত্মবিশ্বাসী মহমেডান ক্লাব ।

2nd division I league match
author img

By

Published : Oct 11, 2020, 6:34 PM IST

কলকাতা, 11 অক্টোবর : প্রথম ম্যাচে গাড়োয়াল FC-র বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর প্রশ্ন উঠেছিল, পেনাল্টি থেকে গোল না করতে পারার ব্যর্থতা ও একাধিক সুযোগ নষ্ট করা নিয়ে । কিন্তু কল্যাণী স্টেডিয়ামের পরিবর্তে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা পড়তেই ঘুরে দাঁড়ায় মহামেডান ।

শেখ ফৈয়াজ, চাংতে, হীরা মণ্ডল, অভিষেক রিজাল এবং প্লাজ়া দুরন্ত ফুটবল উপহার দিলেন । আরা FC দলটি প্রতি আক্রমণের ছক নেওয়ার ফলে মহামেডানের কাজটি সহজ হয়ে গিয়েছিল । একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল সাদা কালো শিবির । তার ফলশ্রুতিতে প্রথম গোল ।

প্রথম ম্যাচে সুযোগ নষ্ট করলেও রবিবার উইলিস প্লাজ়া ছিলেন তৎপর । ডানদিক থেকে চাংতের বাড়ানো নিচু সেন্টার গোলে পাঠান ক্যারিবিয়ান স্ট্রাইকার । তবে প্লাজ়ার উপস্থিতি সত্ত্বেও নজর কাড়লেন অভিষেক রিজাল । দলের দ্বিতীয় এবং তৃতীয় গোল এসেছিল তাঁর পা থেকে । বিরতির আগে তিন গোল করে ফেলায় ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল । দ্বিতীয়ার্ধে একাধিক সহজ সুযোগ নষ্টের সঙ্গে মহামেডান আরও বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া করে । প্লাজ়া গোলরক্ষককে কাটিয়েও গোল করতে ব্যর্থ হন। এই সময় খেলার গতির বিপরীতে মহামেডানের আত্মঘাতী গোলের সৌজন্যে ব্যবধান কমায় আরা FC । তবে পড়ে পাওয়া ষোলো আনা সুযোগ তাঁরা কাজে লাগাতে পারেননি । বরং মহামেডান গোল হজমের ধাক্কা সরিয়ে ফের ব্যাটন তুলে নেয় ।

শেখ ফৈয়াজের গোল সেই দাপুটে ফুটবলের ফসল । পরপর দু'টো ম্যাচে জয়ের ফলে মহামেডানের আশা বাড়ছে । ধারাবাহিকতার অভাব দলটির বড় সমস্যা । তাই ভালো খেলার অভ্যাস বজায় এবং গোলমুখে ব্যর্থতার রোগ কাটানো ইয়ান ল-এর চ্যালেঞ্জ।

কলকাতা, 11 অক্টোবর : প্রথম ম্যাচে গাড়োয়াল FC-র বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর প্রশ্ন উঠেছিল, পেনাল্টি থেকে গোল না করতে পারার ব্যর্থতা ও একাধিক সুযোগ নষ্ট করা নিয়ে । কিন্তু কল্যাণী স্টেডিয়ামের পরিবর্তে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা পড়তেই ঘুরে দাঁড়ায় মহামেডান ।

শেখ ফৈয়াজ, চাংতে, হীরা মণ্ডল, অভিষেক রিজাল এবং প্লাজ়া দুরন্ত ফুটবল উপহার দিলেন । আরা FC দলটি প্রতি আক্রমণের ছক নেওয়ার ফলে মহামেডানের কাজটি সহজ হয়ে গিয়েছিল । একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল সাদা কালো শিবির । তার ফলশ্রুতিতে প্রথম গোল ।

প্রথম ম্যাচে সুযোগ নষ্ট করলেও রবিবার উইলিস প্লাজ়া ছিলেন তৎপর । ডানদিক থেকে চাংতের বাড়ানো নিচু সেন্টার গোলে পাঠান ক্যারিবিয়ান স্ট্রাইকার । তবে প্লাজ়ার উপস্থিতি সত্ত্বেও নজর কাড়লেন অভিষেক রিজাল । দলের দ্বিতীয় এবং তৃতীয় গোল এসেছিল তাঁর পা থেকে । বিরতির আগে তিন গোল করে ফেলায় ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল । দ্বিতীয়ার্ধে একাধিক সহজ সুযোগ নষ্টের সঙ্গে মহামেডান আরও বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া করে । প্লাজ়া গোলরক্ষককে কাটিয়েও গোল করতে ব্যর্থ হন। এই সময় খেলার গতির বিপরীতে মহামেডানের আত্মঘাতী গোলের সৌজন্যে ব্যবধান কমায় আরা FC । তবে পড়ে পাওয়া ষোলো আনা সুযোগ তাঁরা কাজে লাগাতে পারেননি । বরং মহামেডান গোল হজমের ধাক্কা সরিয়ে ফের ব্যাটন তুলে নেয় ।

শেখ ফৈয়াজের গোল সেই দাপুটে ফুটবলের ফসল । পরপর দু'টো ম্যাচে জয়ের ফলে মহামেডানের আশা বাড়ছে । ধারাবাহিকতার অভাব দলটির বড় সমস্যা । তাই ভালো খেলার অভ্যাস বজায় এবং গোলমুখে ব্যর্থতার রোগ কাটানো ইয়ান ল-এর চ্যালেঞ্জ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.