ETV Bharat / sports

Durand Cup: গোকুলামকে হারিয়ে ডুরান্ড কাপের সেমি’তে মহামেডান - যুবভারতী ক্রীড়াঙ্গন

ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল মহামেডান স্পোর্টিং ৷ আজ যুবভারতীতে গোকুলাম কেরালা এফসি-কে 1-0 গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেল সাদাকালো শিবির ৷ এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন মার্কাস জোসেফ ৷

Mohammedan Sporting Reached to Durand Cup Semi Final With 1-0 Win Against Gokulam Kerala FC
গোকুলামকে হারিয়ে ডুরান্ড কাপের সেমি’তে মহামেডান
author img

By

Published : Sep 23, 2021, 6:11 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : টানা হারের ধাক্কা সরিয়ে অবশেষে জয়ের পথে মহমেডান স্পোর্টিং ৷ বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসিকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং ৷ ম্যাচের ফল 1-0 ৷ গোলদাতা মার্কাস জোসেফ ৷ অন্যদিকে, এবার ডুরান্ড কাপেও করোনার সংক্রমণ দেখা দিল ৷ আর্মি রেড দলের সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে ৷ আর তারপরেই আগামিকালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ বেঙ্গালেরু ইউনাইটেডকে ওয়াক ওভার দেওয়া হয়েছে ৷

টানা তিন ম্যাচে হারের পর জয়ের পথে মহামেডান স্পোর্টিং ৷ আর সেই সঙ্গে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল সাদাকালো শিবির ৷ এই জয়ের পর স্বস্তির হাওয়া কোচ আন্দ্রের দলে ৷ গতবছর গোকুলাম কেরালা এফসি’কে প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন মার্কাস জোসেফ ৷ আর বৃহস্পতিবার সেই মার্কাস জোসেফ নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করে ছিটকে দিলেন গোকুলাম কেরালা এফসি’কে ৷ প্রথমার্ধের শুরু থেকেই মহমেডান স্পোর্টিং ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ৷ একের পর এক আক্রমণে গোকুলামকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল তারা ৷

আরও পড়ুন : ATK Mohun Bagan : হাফডজন গোলে উজবেকিস্তানে নৌকাডুবি

গোকুলাম কেরালা এফসি ম্যাচে ফেরার চেষ্টা করলেও, তা মহমেডানকে থামানোর পক্ষে যথেষ্ট ছিল না ৷ 41মিনিটে গোকুলামের তরফে করা গোল বাতিল করেন রেফারি ৷ দু’মিনিটের মাথায় ম্যাচের 43 মিনিটে এদিনের একমাত্র গোলটি করেন মহমেডানের মার্কাস জোসেফ ৷ তবে, দ্বিতীয়ার্ধে দুই দলই ছন্নছাড়া ফুটবল খেলে ৷ তার মধ্যেও নজর টানলেন মহমেডানের নিকোলাস ৷ বড় মাঠে বল পায়ে তাঁর শিল্প চোখের আরাম দিল ৷ তাঁর একটি শট গোকুলামের গোলরক্ষক বাঁচান ৷ শেখ ফৈয়াজের জন্য গোলের বল সাজিয়ে দিয়েছিলেন তিনি ৷ তবে, সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ফৈয়াজ ৷ জয়ে ফিরে খুশি সাদাকালো কোচ আন্দ্রেই ৷ তাঁর মতে, ফুটবলারদের উপর আস্থা রাখা য়ে ভুল হয়নি, তা প্রমাণ হল ৷

আরও পড়ুন : Sharad Kumar: হৃদপিণ্ডে চোট টোকিয়োতে ব্রোঞ্জ জয়ী প্যারা হাইজাম্পার শরদ কুমারের

কলকাতা, 23 সেপ্টেম্বর : টানা হারের ধাক্কা সরিয়ে অবশেষে জয়ের পথে মহমেডান স্পোর্টিং ৷ বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসিকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং ৷ ম্যাচের ফল 1-0 ৷ গোলদাতা মার্কাস জোসেফ ৷ অন্যদিকে, এবার ডুরান্ড কাপেও করোনার সংক্রমণ দেখা দিল ৷ আর্মি রেড দলের সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে ৷ আর তারপরেই আগামিকালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ বেঙ্গালেরু ইউনাইটেডকে ওয়াক ওভার দেওয়া হয়েছে ৷

টানা তিন ম্যাচে হারের পর জয়ের পথে মহামেডান স্পোর্টিং ৷ আর সেই সঙ্গে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল সাদাকালো শিবির ৷ এই জয়ের পর স্বস্তির হাওয়া কোচ আন্দ্রের দলে ৷ গতবছর গোকুলাম কেরালা এফসি’কে প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন মার্কাস জোসেফ ৷ আর বৃহস্পতিবার সেই মার্কাস জোসেফ নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করে ছিটকে দিলেন গোকুলাম কেরালা এফসি’কে ৷ প্রথমার্ধের শুরু থেকেই মহমেডান স্পোর্টিং ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ৷ একের পর এক আক্রমণে গোকুলামকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল তারা ৷

আরও পড়ুন : ATK Mohun Bagan : হাফডজন গোলে উজবেকিস্তানে নৌকাডুবি

গোকুলাম কেরালা এফসি ম্যাচে ফেরার চেষ্টা করলেও, তা মহমেডানকে থামানোর পক্ষে যথেষ্ট ছিল না ৷ 41মিনিটে গোকুলামের তরফে করা গোল বাতিল করেন রেফারি ৷ দু’মিনিটের মাথায় ম্যাচের 43 মিনিটে এদিনের একমাত্র গোলটি করেন মহমেডানের মার্কাস জোসেফ ৷ তবে, দ্বিতীয়ার্ধে দুই দলই ছন্নছাড়া ফুটবল খেলে ৷ তার মধ্যেও নজর টানলেন মহমেডানের নিকোলাস ৷ বড় মাঠে বল পায়ে তাঁর শিল্প চোখের আরাম দিল ৷ তাঁর একটি শট গোকুলামের গোলরক্ষক বাঁচান ৷ শেখ ফৈয়াজের জন্য গোলের বল সাজিয়ে দিয়েছিলেন তিনি ৷ তবে, সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ফৈয়াজ ৷ জয়ে ফিরে খুশি সাদাকালো কোচ আন্দ্রেই ৷ তাঁর মতে, ফুটবলারদের উপর আস্থা রাখা য়ে ভুল হয়নি, তা প্রমাণ হল ৷

আরও পড়ুন : Sharad Kumar: হৃদপিণ্ডে চোট টোকিয়োতে ব্রোঞ্জ জয়ী প্যারা হাইজাম্পার শরদ কুমারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.