ETV Bharat / sports

ময়দানে প্রথম স্যানিটাইজিং টানেল মহমেডানে, কোচের চেয়ারে ইয়ান ল - Kolkata Maidan

নতুন মরসুমে নতুন ভাবে নিজেদের মেলে ধরতে চাইছে ময়দানের তিন প্রধানের অন্যতম মহমেডান । সাদা-কালো শিবিরের কোচের দায়িত্ব নিতে চলেছেন ইয়ান ল । এদিকে কোরোনা সতর্কতায় ক্লাবে বসল স্যানিটাইজিং টানেল ।

mohamedan
mohamedan
author img

By

Published : Jul 31, 2020, 9:48 PM IST

কলকাতা , 31 জুলাই : নতুন মরসুমে মহমেডানের কোচের চেয়ারে বসতে চলেছেন ইয়ান ল । কলকাতার তরুণ কোচের হাতে দলের ভার তুলে দিলেন সাদা কালো কর্তারা । শুক্রবার ক্লাব তাবুতে এসেছিলেন ইয়ান ল। সেখানে কর্তাদের সঙ্গে দল নিয়ে আলোচনার করেন । নতুন মরসুমে দলের সাফল্যের জন্য কী কী করতে হবে তার পরিকল্পনা জানান । ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, সচিব ওয়াসিম আক্রম সহ ক্লাবের অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

নতুন মরসুমে কোন কোন ফুটবলার নেওয়া হয়েছে, আর কাদের নেওয়া হবে তা জানান । বাংলার বাইরে ক্লাবের দায়িত্ব সামলালেও কলকাতা ময়দানে প্রথম কোনও ক্লাবের ডাগআউটে বসবেন ইয়ান ল। ফুটবলার হিসেবে দাগ কাটতে পারেননি । সেই খামতি মেটাতে দ্রুত কোচিংএ চলে এসেছিলেন । সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এ লাইসেন্স করেছেন।

"কলকাতায় কাজ করা চাপের জানি। বালীগঞ্জের ছেলে। কলকাতা ময়দানে খেলেছি। মিনার্ভা পঞ্জাবের কোচ হিসেবে কাজ করেছি আই লিগে। এবার মহমেডানের মত দলের দায়িত্ব নিতে চলেছি । শতাব্দী প্রাচীন ক্লাব ঘুরে দাড়াতে চাইছে । শক্তিশালী ভালো দল গড়ছে । কিংসলে, প্লাজার মত বিদেশি ফুটবলার নিয়েছে। স্থানীয় ছেলেরা যথেষ্ট ভালো। আশা করি প্রত্যাশা পূরণ করতে পারব," বলেন ইয়ান ল।

এদিকে পরিকাঠামো গড়ার দিকে মনযোগ মহমেডানের । কোরোনা পরবর্তী সময়ে বল গড়ালে অনেক বিধিনিষেধ মানতে হবে। WHO , FIFA , AIFF , IFA মেডিকেল গাইডলাইন মেনে চলার কথা বলছে । সেই কথা ভেবেই মহমেডান ক্লাব তাঁবুতে স্যানিটাইজিং টানেল বসানো হল । যার উদ্বোধন করলেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্য়ায় ।

কলকাতা , 31 জুলাই : নতুন মরসুমে মহমেডানের কোচের চেয়ারে বসতে চলেছেন ইয়ান ল । কলকাতার তরুণ কোচের হাতে দলের ভার তুলে দিলেন সাদা কালো কর্তারা । শুক্রবার ক্লাব তাবুতে এসেছিলেন ইয়ান ল। সেখানে কর্তাদের সঙ্গে দল নিয়ে আলোচনার করেন । নতুন মরসুমে দলের সাফল্যের জন্য কী কী করতে হবে তার পরিকল্পনা জানান । ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, সচিব ওয়াসিম আক্রম সহ ক্লাবের অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

নতুন মরসুমে কোন কোন ফুটবলার নেওয়া হয়েছে, আর কাদের নেওয়া হবে তা জানান । বাংলার বাইরে ক্লাবের দায়িত্ব সামলালেও কলকাতা ময়দানে প্রথম কোনও ক্লাবের ডাগআউটে বসবেন ইয়ান ল। ফুটবলার হিসেবে দাগ কাটতে পারেননি । সেই খামতি মেটাতে দ্রুত কোচিংএ চলে এসেছিলেন । সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এ লাইসেন্স করেছেন।

"কলকাতায় কাজ করা চাপের জানি। বালীগঞ্জের ছেলে। কলকাতা ময়দানে খেলেছি। মিনার্ভা পঞ্জাবের কোচ হিসেবে কাজ করেছি আই লিগে। এবার মহমেডানের মত দলের দায়িত্ব নিতে চলেছি । শতাব্দী প্রাচীন ক্লাব ঘুরে দাড়াতে চাইছে । শক্তিশালী ভালো দল গড়ছে । কিংসলে, প্লাজার মত বিদেশি ফুটবলার নিয়েছে। স্থানীয় ছেলেরা যথেষ্ট ভালো। আশা করি প্রত্যাশা পূরণ করতে পারব," বলেন ইয়ান ল।

এদিকে পরিকাঠামো গড়ার দিকে মনযোগ মহমেডানের । কোরোনা পরবর্তী সময়ে বল গড়ালে অনেক বিধিনিষেধ মানতে হবে। WHO , FIFA , AIFF , IFA মেডিকেল গাইডলাইন মেনে চলার কথা বলছে । সেই কথা ভেবেই মহমেডান ক্লাব তাঁবুতে স্যানিটাইজিং টানেল বসানো হল । যার উদ্বোধন করলেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্য়ায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.