গ্যাংটক, 10 নভেম্বর : সিকিম গোল্ড কাপের সেমিফাইনালে আজ সিকিম পুলিশের বিরুদ্ধে নামছে মহমেডান শিবির । গ্রুপ পর্ব ভুলে নিজেদের উজাড় করে দেওয়ার ডাক দিলেন সাদা-কালো TD দীপেন্দু বিশ্বাস । কোয়ার্টার ফাইনালে আর্মি রেডের বিরুদ্ধে 2-1 গোলে জয় পাওয়ার পরে বেশ আত্মবিশ্বাসী সাদা-কালো শিবির ।
দলের নাছোড় মনোভাবই ভরসা দীপেন্দু বিশ্বাসের । মহমেডানের টেকনিকাল ডিরেক্টর বলছেন, টুর্নামেন্টের কঠিনতম ম্যাচ খেলতে নামছেন তাঁরা । টুর্নামেন্টে ইতিমধ্যে বেশ কয়েকটি কঠিন ম্যাচ খেলেছে সাদা-কালো শিবির । সেকথা মাথায় রেখেই দীপেন্দু বলেছেন, "প্রথম ম্যাচে জয় আসলেও পারফরম্যান্স ভালো হয়নি । তবে ছেলেরা যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছে তাতে ভালো কিছুর আশা করা যেতে পারে । আমরা এখানে খেতাব জিততে এসেছি । তাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ।"
সিকিমের মাঠ অংশগ্রহণকারী দলের কাছে সবসময়ই সমস্যার । কিন্তু তা নিয়ে প্রশ্ন তুলতে চায় না মহমেডান। কারণ, পেশাদার ফুটবলারদের সবরকম পরিস্থিতির জন্যে তৈরি থাকতে হয় । প্রতিপক্ষ সিকিম পুলিশকে বেশ সমীহ করছে সাদা-কালো শিবির । দীপেন্দু জানিয়েছেন স্থানীয় দল হওয়ার সুবিধা যেমন রয়েছে তেমনই বেশ কয়েকজন ভালো ফুটবলারের দলে থাকা শক্তি বাড়িয়েছে সিকিম পুলিশের ।
টিম মিটিংয়ে দলের ভুল ত্রুটি শুধরে দেওয়া ছাড়াও প্রতিপক্ষ সম্বন্ধে সতর্ক করেছেন দীপেন্দু । একই সঙ্গে তাঁর আশা, প্রয়োজনীয় সময়ে ফুটবলাররা জ্বলে উঠবেন । তবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মাঝে মাত্র 1 দিনের ব্যবধান থাকায় ক্ষোভ রয়েছে মহমেডান শিবিরে ।