ETV Bharat / sports

সিকিম পুলিশকে সমীহ সতর্ক মহমেডানের - সিকিম গোল্ড কাপের সেমিফাইনাল

সিকিম গোল্ড কাপের সেমিফাইনালে আজ সিকিম পুলিশের বিরুদ্ধে নামছে মহমেডান শিবির । দলের নাছোড় মনোভাবই ভরসা দীপেন্দু বিশ্বাসের ।

মহমেডান শিবির
author img

By

Published : Nov 10, 2019, 6:43 AM IST

গ্যাংটক, 10 নভেম্বর : সিকিম গোল্ড কাপের সেমিফাইনালে আজ সিকিম পুলিশের বিরুদ্ধে নামছে মহমেডান শিবির । গ্রুপ পর্ব ভুলে নিজেদের উজাড় করে দেওয়ার ডাক দিলেন সাদা-কালো TD দীপেন্দু বিশ্বাস । কোয়ার্টার ফাইনালে আর্মি রেডের বিরুদ্ধে 2-1 গোলে জয় পাওয়ার পরে বেশ আত্মবিশ্বাসী সাদা-কালো শিবির ।

দলের নাছোড় মনোভাবই ভরসা দীপেন্দু বিশ্বাসের । মহমেডানের টেকনিকাল ডিরেক্টর বলছেন, টুর্নামেন্টের কঠিনতম ম্যাচ খেলতে নামছেন তাঁরা । টুর্নামেন্টে ইতিমধ্যে বেশ কয়েকটি কঠিন ম্যাচ খেলেছে সাদা-কালো শিবির । সেকথা মাথায় রেখেই দীপেন্দু বলেছেন, "প্রথম ম্যাচে জয় আসলেও পারফরম্যান্স ভালো হয়নি । তবে ছেলেরা যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছে তাতে ভালো কিছুর আশা করা যেতে পারে । আমরা এখানে খেতাব জিততে এসেছি । তাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ।"

সিকিমের মাঠ অংশগ্রহণকারী দলের কাছে সবসময়ই সমস্যার । কিন্তু তা নিয়ে প্রশ্ন তুলতে চায় না মহমেডান। কারণ, পেশাদার ফুটবলারদের সবরকম পরিস্থিতির জন্যে তৈরি থাকতে হয় । প্রতিপক্ষ সিকিম পুলিশকে বেশ সমীহ করছে সাদা-কালো শিবির । দীপেন্দু জানিয়েছেন স্থানীয় দল হওয়ার সুবিধা যেমন রয়েছে তেমনই বেশ কয়েকজন ভালো ফুটবলারের দলে থাকা শক্তি বাড়িয়েছে সিকিম পুলিশের ।

টিম মিটিংয়ে দলের ভুল ত্রুটি শুধরে দেওয়া ছাড়াও প্রতিপক্ষ সম্বন্ধে সতর্ক করেছেন দীপেন্দু । একই সঙ্গে তাঁর আশা, প্রয়োজনীয় সময়ে ফুটবলাররা জ্বলে উঠবেন । তবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মাঝে মাত্র 1 দিনের ব্যবধান থাকায় ক্ষোভ রয়েছে মহমেডান শিবিরে ।

গ্যাংটক, 10 নভেম্বর : সিকিম গোল্ড কাপের সেমিফাইনালে আজ সিকিম পুলিশের বিরুদ্ধে নামছে মহমেডান শিবির । গ্রুপ পর্ব ভুলে নিজেদের উজাড় করে দেওয়ার ডাক দিলেন সাদা-কালো TD দীপেন্দু বিশ্বাস । কোয়ার্টার ফাইনালে আর্মি রেডের বিরুদ্ধে 2-1 গোলে জয় পাওয়ার পরে বেশ আত্মবিশ্বাসী সাদা-কালো শিবির ।

দলের নাছোড় মনোভাবই ভরসা দীপেন্দু বিশ্বাসের । মহমেডানের টেকনিকাল ডিরেক্টর বলছেন, টুর্নামেন্টের কঠিনতম ম্যাচ খেলতে নামছেন তাঁরা । টুর্নামেন্টে ইতিমধ্যে বেশ কয়েকটি কঠিন ম্যাচ খেলেছে সাদা-কালো শিবির । সেকথা মাথায় রেখেই দীপেন্দু বলেছেন, "প্রথম ম্যাচে জয় আসলেও পারফরম্যান্স ভালো হয়নি । তবে ছেলেরা যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছে তাতে ভালো কিছুর আশা করা যেতে পারে । আমরা এখানে খেতাব জিততে এসেছি । তাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ।"

সিকিমের মাঠ অংশগ্রহণকারী দলের কাছে সবসময়ই সমস্যার । কিন্তু তা নিয়ে প্রশ্ন তুলতে চায় না মহমেডান। কারণ, পেশাদার ফুটবলারদের সবরকম পরিস্থিতির জন্যে তৈরি থাকতে হয় । প্রতিপক্ষ সিকিম পুলিশকে বেশ সমীহ করছে সাদা-কালো শিবির । দীপেন্দু জানিয়েছেন স্থানীয় দল হওয়ার সুবিধা যেমন রয়েছে তেমনই বেশ কয়েকজন ভালো ফুটবলারের দলে থাকা শক্তি বাড়িয়েছে সিকিম পুলিশের ।

টিম মিটিংয়ে দলের ভুল ত্রুটি শুধরে দেওয়া ছাড়াও প্রতিপক্ষ সম্বন্ধে সতর্ক করেছেন দীপেন্দু । একই সঙ্গে তাঁর আশা, প্রয়োজনীয় সময়ে ফুটবলাররা জ্বলে উঠবেন । তবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মাঝে মাত্র 1 দিনের ব্যবধান থাকায় ক্ষোভ রয়েছে মহমেডান শিবিরে ।

Intro:নিজেদের নিংড়ে দেওয়ার ডাক দিলেন দীপেন্দু বিশ্বাস। রবিবার সিকিমের পালজোড়ে সিকিম গভর্নস গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে সিকিম পুলিশের মুখোমুখি মহমেডান। কোয়ার্টার ফাইনালে আর্মি রেডের বিরুদ্ধে 2-1গোলে জয় পাওয়ার পরে আত্মবিশ্বাসী সাদা কালো শিবির। ভালো না খেলা সত্ত্বেও দলের নাছোড় মনোভাব দেখে ভালো কিছুর আশা করছেন তিনি। প্রায় ঘণ্টা খানেক অনুশীলনের শেষে মহমেডানের টেকনিক্যাল ডিরেক্টর বলছেন কঠিন তম ম্যাচ খেলতে নামছেন তারা। টুর্নামেন্টে ইতিমধ্যে বেশ কয়েকটি কয়েকটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ হয়েছে। সেকথা মাথায় রেখেই দীপেন্দু বলেছেন "প্রথম ম্যাচে জয় আসলেও পারফরম্যান্স ভালো হয়নি।তবে ছেলেরা যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছে তাতে ভালো কিছুর আশা করা যেতে পারে।আমরা এখানে খেতাব জিততে এসেছি। তাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।" সিকিমের মাঠ অংশগ্রহণ কারী দলের কাছে সবসময়ই সমস্যার। কিন্তু তা নিয়ে প্রশ্ন তুলতে চায় না মহমেডান। কারন পেশাদার ফুটবলারদের সবরকম পরিস্থিতির জন্যে তৈরি থাকতে হয়। প্রতিপক্ষ সিকিম পুলিশ কে সমীহ করছে সাদা কালো শিবির। দীপেন্দু জানিয়েছেন স্থানীয় দল হওয়ার সুবিধা যেমন রয়েছে তেমনই বেশ কয়েকজন ভালো ফুটবলারের দলে থাকা শক্তি বাড়িয়েছে। গতি বেশি, শারীরিক ফুটবল খেলে থাকে যা অনেক সময় সমস্যার।তাই টিম মিটিং এ দলের ভুল ত্রুটি শুধরে দেওয়া ছাড়াও প্রতিপক্ষ সম্বন্ধে সতর্ক করেছেন দীপেন্দু। একই সঙ্গে তার আশা প্রয়োজনীয় সময়ে ফুটবলাররা জ্বলে উঠবেন। তবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল কম দিনের ব্যবধানে খেলতে হওয়ায় ক্ষোভ রয়েছে মহমেডান শিবিরের।শনিবার প্রথম সেমিফাইনাল দেখতে মাঠে এসেছিলেন বাইচুং ভুটিয়া। তিনি মহমেডান ফুটবলারদের উৎসাহিত করেন।


Body:দীপেন্দু


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.