ETV Bharat / sports

20, 26-এ মিনি ডার্বি ; পুজোর আগে লিগ শেষ ? - Mini Derby scheduled disclosed

ডার্বির কুড়িদিন পরে কলকাতা লিগের প্রথম মিনি ডার্বি । চলতি মাসের 20 তারিখ মোহনবাগান ও মহমেডান মুখোমুখি হবে । ম্যাচটি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ।

মিনি ডার্বি ট্রফি
author img

By

Published : Sep 8, 2019, 2:03 AM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : ডার্বির কুড়িদিন পরে কলকাতা লিগের প্রথম মিনি ডার্বি । চলতি মাসের 20 তারিখ মোহনবাগান ও মহমেডান মুখোমুখি হবে । ম্যাচটি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে । 26 সেপ্টেম্বর দ্বিতীয় মিনি ডার্বিতে মাঠে নামবে ইস্টবেঙ্গল ও মহমেডান ।

গতকাল বিকেলে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপের শেষ পর্যায়ের সূচি ঠিক করতে আলোচনায় বসেছিলেন IFA সচিব জয়দীপ মুখার্জি । IFA পদাধিকারীরা ছাড়াও কলকাতা লিগে অংশগ্রহণকারী 12 দলের প্রতিনিধিরা এই বৈঠকে ছিলেন । চলতি মাসের শেষ 23 দিনে অংশগ্রহণকারী দলগুলোর বাকি খেলা শেষ করতে হবে । এখনও পর্যন্ত দলগুলো কম-বেশি ছয়টি ম্যাচ খেলে ফেলেছে । অর্থাৎ বাকি 23 দিনে পাঁচটি ম্যাচ খেলতে হবে । প্রতিটি ম্যাচ চারদিনের ব্যবধানে খেলতে হবে । গতকাল কালীঘাট এম এসের বিরুদ্ধে খেলার পরে মহমেডান স্পোর্টিং 11 সেপ্টেম্বর ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলবে । ইস্টবেঙ্গল 9 সেপ্টেম্বর (সোমবার) পিয়ারলেসের বিরুদ্ধে খেলার পরে 12 সেপ্টেম্বর কালীঘাট এম এসের সঙ্গে খেলবে । ওই দিন মোহনবাগান খেলবে এরিয়ানের বিরুদ্ধে । 8 সেপ্টেম্বর রবিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলার পরে এরিয়ানের বিরুদ্ধে কিবু ভিকুনার দল কল্যাণী স্টেডিয়ামে খেলবে ।

ইস্টবেঙ্গলের বাকি ম্যাচগুলো হবে 16, 19 সেপ্টেম্বর । প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব ও রেনবো স্পোর্টিং । 16 সেপ্টেম্বর শংকরলাল চক্রবর্তীর ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলাটি কল্যাণী স্টেডিয়ামে হবে । 19 সেপ্টেম্বরের ম্যাচটি ইস্টবেঙ্গল খেলবে নিজেদের মাঠে । আলেয়ান্দ্রোর দলের 26 সেপ্টেম্বর মিনি ডার্বি । এই ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গন বা কল্যাণী স্টেডিয়ামে হতে পারে । তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস । তবে খেলাটি কবে হবে তার তারিখ দেওয়া হয়নি ।

মোহনবাগান 12 সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে খেলার পরে 15 সেপ্টেম্বরেও একই মাঠে খেলবে । 20, 24 সেপ্টেম্বর খেলা রয়েছে মোহনবাগানের । 20 সেপ্টেম্বর মিনি ডার্বি বাদে সবুজ মেরুন ব্রিগেড 15 সেপ্টেম্বর খেলবে রেনবো স্পোর্টিং-এর বিরুদ্ধে । 24 সেপ্টেম্বর নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ সাদার্ন সমিতি । শেষ ম্যাচে তারা কালীঘাট এম এসের বিরুদ্ধে নামবে । তবে এই ম্যাচের তারিখ ঠিক হয়নি ।
11 সেপ্টেম্বর খেলার পরে মহমেডান খেলবে 14 ও 23 সেপ্টেম্বর । প্রতিপক্ষ যথাক্রমে BSS এবং পিয়ারলেস ।

কলকাতা, 8 সেপ্টেম্বর : ডার্বির কুড়িদিন পরে কলকাতা লিগের প্রথম মিনি ডার্বি । চলতি মাসের 20 তারিখ মোহনবাগান ও মহমেডান মুখোমুখি হবে । ম্যাচটি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে । 26 সেপ্টেম্বর দ্বিতীয় মিনি ডার্বিতে মাঠে নামবে ইস্টবেঙ্গল ও মহমেডান ।

গতকাল বিকেলে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপের শেষ পর্যায়ের সূচি ঠিক করতে আলোচনায় বসেছিলেন IFA সচিব জয়দীপ মুখার্জি । IFA পদাধিকারীরা ছাড়াও কলকাতা লিগে অংশগ্রহণকারী 12 দলের প্রতিনিধিরা এই বৈঠকে ছিলেন । চলতি মাসের শেষ 23 দিনে অংশগ্রহণকারী দলগুলোর বাকি খেলা শেষ করতে হবে । এখনও পর্যন্ত দলগুলো কম-বেশি ছয়টি ম্যাচ খেলে ফেলেছে । অর্থাৎ বাকি 23 দিনে পাঁচটি ম্যাচ খেলতে হবে । প্রতিটি ম্যাচ চারদিনের ব্যবধানে খেলতে হবে । গতকাল কালীঘাট এম এসের বিরুদ্ধে খেলার পরে মহমেডান স্পোর্টিং 11 সেপ্টেম্বর ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলবে । ইস্টবেঙ্গল 9 সেপ্টেম্বর (সোমবার) পিয়ারলেসের বিরুদ্ধে খেলার পরে 12 সেপ্টেম্বর কালীঘাট এম এসের সঙ্গে খেলবে । ওই দিন মোহনবাগান খেলবে এরিয়ানের বিরুদ্ধে । 8 সেপ্টেম্বর রবিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলার পরে এরিয়ানের বিরুদ্ধে কিবু ভিকুনার দল কল্যাণী স্টেডিয়ামে খেলবে ।

ইস্টবেঙ্গলের বাকি ম্যাচগুলো হবে 16, 19 সেপ্টেম্বর । প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব ও রেনবো স্পোর্টিং । 16 সেপ্টেম্বর শংকরলাল চক্রবর্তীর ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলাটি কল্যাণী স্টেডিয়ামে হবে । 19 সেপ্টেম্বরের ম্যাচটি ইস্টবেঙ্গল খেলবে নিজেদের মাঠে । আলেয়ান্দ্রোর দলের 26 সেপ্টেম্বর মিনি ডার্বি । এই ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গন বা কল্যাণী স্টেডিয়ামে হতে পারে । তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস । তবে খেলাটি কবে হবে তার তারিখ দেওয়া হয়নি ।

মোহনবাগান 12 সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে খেলার পরে 15 সেপ্টেম্বরেও একই মাঠে খেলবে । 20, 24 সেপ্টেম্বর খেলা রয়েছে মোহনবাগানের । 20 সেপ্টেম্বর মিনি ডার্বি বাদে সবুজ মেরুন ব্রিগেড 15 সেপ্টেম্বর খেলবে রেনবো স্পোর্টিং-এর বিরুদ্ধে । 24 সেপ্টেম্বর নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ সাদার্ন সমিতি । শেষ ম্যাচে তারা কালীঘাট এম এসের বিরুদ্ধে নামবে । তবে এই ম্যাচের তারিখ ঠিক হয়নি ।
11 সেপ্টেম্বর খেলার পরে মহমেডান খেলবে 14 ও 23 সেপ্টেম্বর । প্রতিপক্ষ যথাক্রমে BSS এবং পিয়ারলেস ।

Intro:ডার্বির কুড়িদিন পরে কলকাতা লিগের প্রথম মিনি ডার্বি। চলতি মাসের 20 তারিখ মোহনবাগান ও মহমেডান পরস্পরের মুখোমুখি হবে।ম্যাচ টি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। 26 সেপ্টেম্বর দ্বিতীয় মিনি ডার্বিতে ইস্টবেঙ্গল ও মহমেডান পরস্পরের বিরুদ্ধে খেলবে।
শনিবার বিকেলে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপের শেষ পর্যায়ের সূচি ঠিক করতে আলোচনায় বসেছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। আইএফএ পদাধীকারী রা ছাড়াও কলকাতা লিগে অংশগ্রহণ কারী বারো দলের প্রতিনিধিরা এই বৈঠকে ছিলেন।। চলতি মাসের শেষ তেইশ দিনে অংশগ্রহণ কারী দলগুলোর বাকি খেলা শেষ করতে হবে। এখনও অবধি অংশগ্রহনকারী দলগুলো কম বেশি ছয়টি ম্যাচ খেলে ফেলেছে। অর্থাৎ বাকি তেইশ দিনে পাচটি ম্যাচ খেলতে হবে। প্রতিটি ম্যাচ চারদিনের ব্যবধানে খেলতে হবে। শনিবার কালিঘাট এম এসের বিরুদ্ধে খেলার পরে মহমেডান স্পোর্টিং এগারো সেপ্টেম্বর ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলবে।ইস্টবেঙ্গল 9সেপ্টেম্বর সোমবার পিয়ারলেসের বিরুদ্ধে খেলার পরে 12 সেপ্টেম্বর কালিঘাট এম এসের সঙ্গে খেলবে। ওই দিন মোহনবাগান খেলবে এরিয়ানের বিরুদ্ধে।আট সেপ্টেম্বর রবিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলার পরে এরিয়ানের বিরুদ্ধে কিবু ভিকুনা র দল কল্যানী স্টেডিয়ামে খেলবে।
ইস্টবেঙ্গলের বাকি ম্যাচ গুলো হবে 16,19 সেপ্টেম্বর। প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব ও রেইনবো স্পোর্টিং। 16সেপ্টেম্বর শংকরলাল চক্রবর্তীর ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলাটি কল্যানী স্টেডিয়ামে হবে।19 সেপ্টেম্বরের ম্যাচটি ইস্টবেঙ্গল খেলবে নিজেদের মাঠে।আলেয়ান্দ্রোর দলের 26 সেপ্টেম্বর মিনি ডার্বি।এই ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গন বা কল্যানী স্টেডিয়ামে হতে পারে।তাদের শেষ।ম্যাচের প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস।তবে খেলাটি কবে হবে তার তারিখ দেওয়া হয়নি।
মোহনবাগান 12 সেপ্টেম্বর কল্যানী স্টেডিয়ামে খেলার পরে 15 সেপ্টেম্বরেও একই মাঠে খেলবে। 20,24সেপ্টেম্বর খেলা রয়েছে মোহনবাগানের।20 সেপ্টেম্বর মিনি ডার্বি বাদে সবুজ মেরুন ব্রিগেড 15 সেপ্টেম্বর খেলবে রেইনবো স্পোর্টিং এর বিরুদ্ধে। 24 সেপ্টেম্বর নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ সাদার্ন সমিতি। শেষ।ম্যাচে তারা কালিঘাট এম এসের বিরুদ্ধে নামবে।তবে এই ম্যাচের তারিখ ঠিক হয়নি।
11সেপ্টেম্বর খেলার পরে মহমেডান খেলবে 14 ও 23 সেপ্টেম্বর।প্রতিপক্ষ যথাক্রমে বিএসএস এবং পিয়ারলেস।



Body:আইএফএ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.