ETV Bharat / sports

কাশ্মীরকে ওয়াকওভার কেন ? ফেডারেশনের বিরুদ্ধে আদালতে মিনার্ভা - Real Kashmir

পুলওয়ামা হামলার পর কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ না খেলায় কাশ্মীরকে ওয়াকওভার দেওয়া হয়। তার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হল মিনার্ভা পঞ্জাব।

ফাইল ফোটো
author img

By

Published : Feb 18, 2019, 9:33 PM IST

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল মিনার্ভা পঞ্জাব। ক্লাবের কর্ণধার রঞ্জিত বাজাজ জানান, তাঁরা ইতিমধ্যে ফেডারেশনকে আইনি চিঠি দিয়েছেন। আগামীকাল শুনানি হবে।

সূচি অনুযায়ী আজ কাশ্মীরের মাটিতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা ছিল। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর নিরাপত্তার অভাব দেখিয়ে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে চায়নি মিনার্ভা। ম্যাচটি সরানোর বা দিন পরিবর্তনের জন্য আবেদন করেছিল। কিন্তু, ফেডারেশন নিজের অবস্থানে অনড় থাকে। আই লিগ CEO সুনন্দ ধর বলেন, ম্যাচ আয়োজনে সবরকম ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ কমিশনার ম্যাচ আয়োজনের পক্ষে সবুজ সংকেত দিয়েছেন। এই অবস্থায় কোনও দল না খেলতে গেলে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সেইমতো মাঠে রিয়াল কাশ্মীর উপস্থিত হলেও মিনার্ভা পঞ্জাব আসেনি। ফলে রেফারি ও ম্যাচ কমিশনার নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর কাশ্মীরকে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নেন। নিয়মমতো রিয়াল কাশ্মীরকে তিন পয়েন্ট ও তিন গোল দেওয়া হয়। কিন্তু, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয় মিনার্ভা পঞ্জাব। ফলে ৩৫ পয়েন্ট নিয়ে আই লিগের টেবিলে রিয়াল কাশ্মীর দ্বিতীয় স্থানে চলে গেলেও তা নিয়ে জট কাটল না।

undefined

আই লিগ CEO সুনন্দ ধর জানান, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ দেওয়া হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল কাশ্মীরে খেলবে। তারাও তো কাশ্মীরে খেলতে যেতে অস্বীকার করছে না। যদিও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে। তবে মিনার্ভার আইনি পথে চলে যাওয়ার পর এখন পরিস্থিতির বদল হয় কি না সেটাই দেখার।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল মিনার্ভা পঞ্জাব। ক্লাবের কর্ণধার রঞ্জিত বাজাজ জানান, তাঁরা ইতিমধ্যে ফেডারেশনকে আইনি চিঠি দিয়েছেন। আগামীকাল শুনানি হবে।

সূচি অনুযায়ী আজ কাশ্মীরের মাটিতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা ছিল। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর নিরাপত্তার অভাব দেখিয়ে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে চায়নি মিনার্ভা। ম্যাচটি সরানোর বা দিন পরিবর্তনের জন্য আবেদন করেছিল। কিন্তু, ফেডারেশন নিজের অবস্থানে অনড় থাকে। আই লিগ CEO সুনন্দ ধর বলেন, ম্যাচ আয়োজনে সবরকম ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ কমিশনার ম্যাচ আয়োজনের পক্ষে সবুজ সংকেত দিয়েছেন। এই অবস্থায় কোনও দল না খেলতে গেলে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সেইমতো মাঠে রিয়াল কাশ্মীর উপস্থিত হলেও মিনার্ভা পঞ্জাব আসেনি। ফলে রেফারি ও ম্যাচ কমিশনার নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর কাশ্মীরকে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নেন। নিয়মমতো রিয়াল কাশ্মীরকে তিন পয়েন্ট ও তিন গোল দেওয়া হয়। কিন্তু, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয় মিনার্ভা পঞ্জাব। ফলে ৩৫ পয়েন্ট নিয়ে আই লিগের টেবিলে রিয়াল কাশ্মীর দ্বিতীয় স্থানে চলে গেলেও তা নিয়ে জট কাটল না।

undefined

আই লিগ CEO সুনন্দ ধর জানান, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ দেওয়া হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল কাশ্মীরে খেলবে। তারাও তো কাশ্মীরে খেলতে যেতে অস্বীকার করছে না। যদিও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে। তবে মিনার্ভার আইনি পথে চলে যাওয়ার পর এখন পরিস্থিতির বদল হয় কি না সেটাই দেখার।

Intro:জয়ের আনন্দ দূরে সরিয়ে চার্চিল ব্রাদার্স ম্যাচের প্রস্তুতি তে ইস্টবেঙ্গল। শুক্রবার সকালের অনুশীলনে প্রথমে জঙ্গি হানায় শহীদ সেনাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি শেষে প্রকাশ সরকারের জন্মদিন পালন হল। শোক ও আনন্দের সহবস্থানের মাঝে লক্ষ্যে অবিচল লাল হলুদ ব্রিগেড।


Body:পাচ গোলের আনন্দের রেশ কাটতে না কাটতেই চার্চিল চ্যালেঞ্জ এর সামনে ইস্টবেঙ্গল। রবিবার যুবভারতী ক্রীড়া ঙ্গনে জোবি জাস্টিন এনরিকেদের প্রতি পক্ষ প্লাজা সিসেরা। ফলে রাশ আলগা করার বিলাসিতা করার সুযোগ নেই আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ও তার ছেলেদের সামনে। সময় কম কিন্তু চ্যালেঞ্জ সামলানো র ঝুকি রয়েছে। তাই লাজং এফসির বিরুদ্ধে খেলা একাদশে র ফুটবলারদের রিলাক্স সেশন ট্রেনিং করালেও বাকি দের তৈরি রাখার পাঠ সারলেন লাল হলুদ চাণক্য।সকালে অনুশীলন শুরু র আগে নিরবতা পালন। কাশ্মীরে জঙ্গি হানায় নিহত সেনাদের শ্রদ্ধার্ঘ তেই অনুশীলনে র কড়া মেজাজটা বাধা হয়ে গিয়ে ছিল। শেষে প্রকাশ সরকারের জন্মদিনের কেক কাটা ও হাসি ঠাট্ঠায় ফিল গুড পরিবেশে র কোলাজ। যেখানে কোচ থেকে ম্যানেজার,ফুটবলার থেকে গ্রাউন্ড স্টাফ সকলেই আনন্দে মাতলেন। তবে লক্ষ্য থেকে সরার ছবি দেখা গেল না। জন্মদিন পালনের ছোট্ট অনুষ্ঠানে র পরেই মাঠের মাঝখানে জোবি জাস্টিন ও জাইমে স্যান্টোস কোলাডোকে নিয়ে বিশেষ আলোচনা য় আলেয়ান্দ্রো।কারন তিনি জানেন লাজং ম্যাচের ফ্রি ফ্লোয়িং ফুটবল চার্চিলের বিরুদ্ধে খেলা কঠিন হবে। তাই ছক ও প্রস্তুতি নিয়ে বাড়তি সতর্কতা।



Conclusion:গোয়ার মাটিতে 2-1 গোলে চার্চিল কে হারিয়ে ছিল ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলে 17 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে চার নম্বরে দাড়িয়ে থাকা গোয়ার ক্লাব দলটি যে কলকাতায় ছোবল দেওয়ার চেষ্টা করবে আলেয়ান্দ্রো জানেন। তাই ফিলগুড পরিবেশে সুখী সাজঘরে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খেতাবের কাছে পৌঁছতে চান তিনি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.