ETV Bharat / sports

"কেরিয়ারের শেষদিন পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলবেন মেসি" - Messi

মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জনে জল ঢাললেন ক্লাবের প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ ৷ সমর্থকদের আশ্বাস দিয়ে বললেন, কেরিয়ারের শেষদিন পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকবেন আর্জেন্টাইন তারকা ৷

"কেরিয়ারের শেষদিন পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলবেন মেসি"
"কেরিয়ারের শেষদিন পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলবেন মেসি"
author img

By

Published : Jul 6, 2020, 2:29 PM IST

ভিয়ারিয়াল (স্পেন), 6 জুলাই : বার্সেলোনার সঙ্গে চুক্তি নবীকরণ করতে নাকি ইচ্ছুক নন ৷ তাই গুজব উঠেছিল বার্সেলোনা ছাড়তে চান লিওনেল মেসি ৷ একে তো খেতাবের স্বপ্ন ধূসর হতে শুরু করেছে ৷ তার উপর বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে হারানোর ভয় চেপে বসেছিল বার্সা সমর্থকদের মনে ৷ কিন্তু রবিবার রাতে লা লিগায় ভিয়ারিয়ালকে হারানোর পর সমর্থকদের আরও একটা সুখবর দিলেন প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ ৷ বললেন, কেরিয়ারের অন্তিম দিন পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলবেন মেসি ৷

শনিবারের ম্যাচে দুই সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন মেসি ৷ এই নিয়ে লা লিগায় এক মরশুমে তাঁর অ্যাসিস্টের সংখ্যা 19টি ৷ এতে এক মরশুমে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা ৷ ফলে, রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে 4-1 গোলে জয় নিয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্টরা ৷ এতে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে সমর্থক থেকে ক্লাব ৷ এরপরই ক্লাব সভাপতি বার্তোমিউ বলেছেন, "আমি বিস্তারিতভাবে কিছু বলতে চাই না ৷ কিন্তু মেসি বহুবার বলেছে ও বার্সেলোনাতেই কেরিয়ার শেষ করতে চায় ৷ এইমুহূর্তে আমরা প্রতিযোগিতার উপর মনোযোগ দিচ্ছি ৷ পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নবীকরণ করা নিয়েও কথা বলছি ৷ মেসি বার্সেলোনার হয়েই খেলতে চায় ও এখানেই কেরিয়ার শেষ করতে চায় ৷ আমরা এখনও অনেকদিন ওর খেলা উপভোগ করতে পারব ৷"

খুব অঘটন না ঘটলে এবারের লা লিগা খেতাব উঠতে চলেছে রিয়াল মাদ্রিদের মাথায় । 38 ম্যাচের মধ্যে 22টিতে জয় ও 7টি ড্র নিয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট 73 । সম সংখ্যক ম্যাচে 77 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল । লিগে দুটি দলেরই আরও চারটি করে ম্যাচ খেলা বাকি ৷ এই অবস্থায় নিজেদের ম্যাচ তো জিততে হবেই পাশাপাশি জিদানের দল যাতে পয়েন্ট হারায় সেই আশাও করতে হবে । যদিও লিগের বাকি চারটি ম্যাচেই রিয়ালের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ ৷ তাই ছন্দে থাকা জিজুর দলের পয়েন্ট হারানোর কোনও সম্ভাবনা দেখছে না ফুটবল বিশেষজ্ঞরা ৷

ভিয়ারিয়াল (স্পেন), 6 জুলাই : বার্সেলোনার সঙ্গে চুক্তি নবীকরণ করতে নাকি ইচ্ছুক নন ৷ তাই গুজব উঠেছিল বার্সেলোনা ছাড়তে চান লিওনেল মেসি ৷ একে তো খেতাবের স্বপ্ন ধূসর হতে শুরু করেছে ৷ তার উপর বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে হারানোর ভয় চেপে বসেছিল বার্সা সমর্থকদের মনে ৷ কিন্তু রবিবার রাতে লা লিগায় ভিয়ারিয়ালকে হারানোর পর সমর্থকদের আরও একটা সুখবর দিলেন প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ ৷ বললেন, কেরিয়ারের অন্তিম দিন পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলবেন মেসি ৷

শনিবারের ম্যাচে দুই সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন মেসি ৷ এই নিয়ে লা লিগায় এক মরশুমে তাঁর অ্যাসিস্টের সংখ্যা 19টি ৷ এতে এক মরশুমে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা ৷ ফলে, রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে 4-1 গোলে জয় নিয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্টরা ৷ এতে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে সমর্থক থেকে ক্লাব ৷ এরপরই ক্লাব সভাপতি বার্তোমিউ বলেছেন, "আমি বিস্তারিতভাবে কিছু বলতে চাই না ৷ কিন্তু মেসি বহুবার বলেছে ও বার্সেলোনাতেই কেরিয়ার শেষ করতে চায় ৷ এইমুহূর্তে আমরা প্রতিযোগিতার উপর মনোযোগ দিচ্ছি ৷ পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নবীকরণ করা নিয়েও কথা বলছি ৷ মেসি বার্সেলোনার হয়েই খেলতে চায় ও এখানেই কেরিয়ার শেষ করতে চায় ৷ আমরা এখনও অনেকদিন ওর খেলা উপভোগ করতে পারব ৷"

খুব অঘটন না ঘটলে এবারের লা লিগা খেতাব উঠতে চলেছে রিয়াল মাদ্রিদের মাথায় । 38 ম্যাচের মধ্যে 22টিতে জয় ও 7টি ড্র নিয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট 73 । সম সংখ্যক ম্যাচে 77 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল । লিগে দুটি দলেরই আরও চারটি করে ম্যাচ খেলা বাকি ৷ এই অবস্থায় নিজেদের ম্যাচ তো জিততে হবেই পাশাপাশি জিদানের দল যাতে পয়েন্ট হারায় সেই আশাও করতে হবে । যদিও লিগের বাকি চারটি ম্যাচেই রিয়ালের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ ৷ তাই ছন্দে থাকা জিজুর দলের পয়েন্ট হারানোর কোনও সম্ভাবনা দেখছে না ফুটবল বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.