প্যারিস, 21 নভেম্বর : লিগ ওয়ানে গোলের অভিষেক করে ফেললেন লিওনেল মেসি ৷ শনিবার কিলিয়ান এমবাপের পাস থেকে নান্তেসের জালে বল জড়ান ‘এলএম30’ ৷ মেসি-নেইমার-এমবাপের দাপটে 3-1 গোলে ম্যাচ জিতল প্যারিস সাঁ জা ৷
লিগ তালিকায় 11 নম্বরে থাকা টিমের বিরুদ্ধে খেলতে নেমে শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলছিল মেসি-নেইমাররা ৷ 2 মিনিটেই এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি ৷ যদিও 65 মিনিটের মাথায় কেলর নাভাস লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ায় খানিকক্ষণের জন্য ম্যাচে ফেরে নান্তেস ৷ 76 মিনিটে সমতা ফেরান কোলো মুয়ানি ৷ যদিও তার ঠিক 5 মিনিট পরেই ডেনিস অ্যাপিয়ার আত্মঘাতী গোলে ব্যাবধান বাড়ায় পিএসজি ৷ 87 মিনিটের মাথায় গোল করেন মেসি ৷
আরও পড়ুন : ISL Derby 2021: কলকাতা ডার্বিতে নামতে মুখিয়ে সবুজ-মেরুনের হুগো বুমোস
-
Lionel Messi was involved in nine shots during the game against Nantes (6 shots, 3 chances created), his highest tally in a league game this season. 💪 pic.twitter.com/61u93ssh2y
— Paris Saint-Germain (@PSG_English) November 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Lionel Messi was involved in nine shots during the game against Nantes (6 shots, 3 chances created), his highest tally in a league game this season. 💪 pic.twitter.com/61u93ssh2y
— Paris Saint-Germain (@PSG_English) November 20, 2021Lionel Messi was involved in nine shots during the game against Nantes (6 shots, 3 chances created), his highest tally in a league game this season. 💪 pic.twitter.com/61u93ssh2y
— Paris Saint-Germain (@PSG_English) November 20, 2021
পিএসজির হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ গোল করে ফেললেও লিগ ওয়ানে গত পাঁচ ম্যাচে গোলশূন্য ছিলেন আর্জেন্তাইন তারকা ৷ এদিন সেই গোল খরা কাটালেন তিনি ৷ একইসঙ্গে স্বস্তি পেলেন কোচ মৌরিসিও পোচেত্তিনোও ৷ আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে নামবে পিএসজি ৷ তার আগে এদিন একসঙ্গে মাঠে নামিয়েছিলেন তিন তারকা মেসি, নেইমার, এমবাপেকে ৷ গোল না পেলেও গোটা ম্যাচে ভাল খেলেছেন নেইমারও ৷ 14 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ ওয়ানের শীর্ষে রয়েছে প্যারিস সাঁ জা ৷
-
Leo #Messi goal so beauty you are #Messi pic.twitter.com/Nq5XkMr2Ui
— Ghalib Dawood (@GhalibDawood) November 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Leo #Messi goal so beauty you are #Messi pic.twitter.com/Nq5XkMr2Ui
— Ghalib Dawood (@GhalibDawood) November 20, 2021Leo #Messi goal so beauty you are #Messi pic.twitter.com/Nq5XkMr2Ui
— Ghalib Dawood (@GhalibDawood) November 20, 2021