বুয়েনস আয়ার্স, 2 জুন : কোপা অ্যামেরিকায় খেলতে নামার আগে অবসর নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি । আগামী 24 জুন 32 বছর পূর্ণ করবেন । আগামী বিশ্বকাপ এখনও 3 বছর দূরে । অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞদের মতে, মেসির আর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই।
সেই সম্ভাবনা আরও উসকে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক । তিনি বলেছেন," 2022 কাতার বিশ্বকাপে খেলতে পারব কি না তা জানি না । ঈশ্বর জানেন । তিনিই ঠিক করবেন আমি বিশ্বকাপে খেলতে পারব কি না । আজকে ভালো ফিল করছি, শারীরিক ভাবেও আমি সুস্থ । কিন্তু আমার 32 বছর পূর্ণ হতে চলেছে । আগামী দিনে কী হবে তা জানি না। অনেক কিছু হতে পারে । তবে আশা করি কোনও বড় চোটের কবলে পড়ব না । "
15 জুন (ভারতীয় সময় অনুসারে 16 জুন) কোপা অ্যামেরিকার প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা । কোপায় খেলতে নামার আগে অবসর নিয়ে তাঁর বক্তব্য, "আর্জেন্টিনার জার্সি গায়ে কোনও না কোনও ট্রফি জিতেই অবসর নিতে চাই । তার আগে যতবার চেষ্টা করার ততবার চেষ্টা করব। আমি আর কোনও সুযোগ হারিয়ে ভবিষ্যতে আক্ষেপ করতে চাই না ।"
এদিকে 2011-12 মরসুমের পর আবার চ্যাম্পিয়ন্স লিগের একক সর্বোচ্চ গোলদাতা হলেন লিওনেল মেসি । 2008-09 মরসুম থেকে 2011-12 মরসুম পর্যন্ত টানা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি । এর পর 2012-13 থেকে 2017-18 মরসুম পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । মাঝে 2014-15 মরসুমে রোনাল্ডো, নেইমারের সঙ্গে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি।