ETV Bharat / sports

কবে নেবেন অবসর, ইঙ্গিত দিলেন মেসি - qatar world cup 2022

2022 বিশ্বকাপে নাও দেখে যেতে পারে আর্জেন্টিনার ফুটবল তারকা মেসিকে । কোপা অ্যামেরিকায় নামার আগে নিজের মুখেই জানালেন তিনি

লিওনেল মেসি
author img

By

Published : Jun 2, 2019, 8:36 PM IST

বুয়েনস আয়ার্স, 2 জুন : কোপা অ্যামেরিকায় খেলতে নামার আগে অবসর নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি । আগামী 24 জুন 32 বছর পূর্ণ করবেন । আগামী বিশ্বকাপ এখনও 3 বছর দূরে । অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞদের মতে, মেসির আর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই।

সেই সম্ভাবনা আরও উসকে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক । তিনি বলেছেন," 2022 কাতার বিশ্বকাপে খেলতে পারব কি না তা জানি না । ঈশ্বর জানেন । তিনিই ঠিক করবেন আমি বিশ্বকাপে খেলতে পারব কি না । আজকে ভালো ফিল করছি, শারীরিক ভাবেও আমি সুস্থ । কিন্তু আমার 32 বছর পূর্ণ হতে চলেছে । আগামী দিনে কী হবে তা জানি না। অনেক কিছু হতে পারে । তবে আশা করি কোনও বড় চোটের কবলে পড়ব না । "

15 জুন (ভারতীয় সময় অনুসারে 16 জুন) কোপা অ্যামেরিকার প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা । কোপায় খেলতে নামার আগে অবসর নিয়ে তাঁর বক্তব্য, "আর্জেন্টিনার জার্সি গায়ে কোনও না কোনও ট্রফি জিতেই অবসর নিতে চাই । তার আগে যতবার চেষ্টা করার ততবার চেষ্টা করব। আমি আর কোনও সুযোগ হারিয়ে ভবিষ্যতে আক্ষেপ করতে চাই না ।"

এদিকে 2011-12 মরসুমের পর আবার চ্যাম্পিয়ন্স লিগের একক সর্বোচ্চ গোলদাতা হলেন লিওনেল মেসি । 2008-09 মরসুম থেকে 2011-12 মরসুম পর্যন্ত টানা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি । এর পর 2012-13 থেকে 2017-18 মরসুম পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । মাঝে 2014-15 মরসুমে রোনাল্ডো, নেইমারের সঙ্গে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি।

বুয়েনস আয়ার্স, 2 জুন : কোপা অ্যামেরিকায় খেলতে নামার আগে অবসর নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি । আগামী 24 জুন 32 বছর পূর্ণ করবেন । আগামী বিশ্বকাপ এখনও 3 বছর দূরে । অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞদের মতে, মেসির আর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই।

সেই সম্ভাবনা আরও উসকে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক । তিনি বলেছেন," 2022 কাতার বিশ্বকাপে খেলতে পারব কি না তা জানি না । ঈশ্বর জানেন । তিনিই ঠিক করবেন আমি বিশ্বকাপে খেলতে পারব কি না । আজকে ভালো ফিল করছি, শারীরিক ভাবেও আমি সুস্থ । কিন্তু আমার 32 বছর পূর্ণ হতে চলেছে । আগামী দিনে কী হবে তা জানি না। অনেক কিছু হতে পারে । তবে আশা করি কোনও বড় চোটের কবলে পড়ব না । "

15 জুন (ভারতীয় সময় অনুসারে 16 জুন) কোপা অ্যামেরিকার প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা । কোপায় খেলতে নামার আগে অবসর নিয়ে তাঁর বক্তব্য, "আর্জেন্টিনার জার্সি গায়ে কোনও না কোনও ট্রফি জিতেই অবসর নিতে চাই । তার আগে যতবার চেষ্টা করার ততবার চেষ্টা করব। আমি আর কোনও সুযোগ হারিয়ে ভবিষ্যতে আক্ষেপ করতে চাই না ।"

এদিকে 2011-12 মরসুমের পর আবার চ্যাম্পিয়ন্স লিগের একক সর্বোচ্চ গোলদাতা হলেন লিওনেল মেসি । 2008-09 মরসুম থেকে 2011-12 মরসুম পর্যন্ত টানা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি । এর পর 2012-13 থেকে 2017-18 মরসুম পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । মাঝে 2014-15 মরসুমে রোনাল্ডো, নেইমারের সঙ্গে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি।



New Delhi, May 10 (ANI): Chhaya Sharma, a decorated officer of the Indian Police Service (IPS) has been awarded the prestigious courage and leadership award instituted by McCain Institute for her international leadership at Arizona State University, United State of America (USA). The award was presented to her at the Sedona Forum 2019 at Arizona on May 4. A resolute guardian of human rights, Chhaya has led teams in detection and investigation of sensitive criminal cases and protection of human rights during her career span of over 19 years. Sharma's policing has consistently reflected victim-centric approach through her numerous investigations of serious crime particularly against women and children. Her stellar contribution has been leading the investigation of Nirbhaya gang-rape and murder case, which took place in December 2012 in New Delhi. She successfully led several police operations for rescuing minors from commercial sexual exploitation for which, she has received Commendation from the High Court of Delhi in 2001. This award is given every year to honor an individual or group, who has stood unwaveringly for fundamental values and has inspired the world through acts of selfless courage. By recognising this service to humankind, the McCain Institute, hopes to nurture the courage. The recipients are selected on the basis of their acts of personal courage on behalf of the human rights, humanitarian compassion, justice, freedom and human dignity.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.