মাদ্রিদ, 15 সেপ্টেম্বর : এতদিনে সবাই মেসি ও তাঁর বিওরো ফ্যাক্সের কথা জেনে গেছে । দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির দূরত্ব ও সংঘাতের কাহিনি এখনও সংবাদের শিরোনামে । আইনি জটিলতায় পড়ে ইচ্ছের বিরুদ্ধে থেকে যেতে হয়েছে বার্সেলোনায় । ক্লাবের অনুশীলনেও ফিরেছেন । এসব নাটকের মধ্যেই এল ভালো খবর । 2020 সালের সর্বাধিক আয় করা ফুটবলারদের তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন লিওনেল মেসি ।
ফোর্বসের প্রকাশ করা এই তালিকায় 2020 সালের হিসেবে এক নম্বরে রয়েছে বার্সেলোনার লিওনেল মেসি । তাঁর বার্ষিক আয় 12.6 কোটি US ডলার । দুই নম্বরে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আয় 11.7 কোটি US ডলার । এই দুজনের পরেই রয়েছেন নেইমার । চার নম্বরে রয়েছেন নেইমারের PSG সতীর্থ কিলিয়ান এমবাপে ।
2019 সালের ফোর্বসের তালিকাতেও সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় প্রথম তিনজন ছিলেন একই স্থানে । তবে এমবাপের কিছুটা উন্নতি হয়েছে । 21 বছর বয়সি এই ফুটবলারের বার্ষিক আয় এখন 4.2 কোটি ডলার ।
প্রথম দশে লা লিগা ও প্রিমিয়ার লিগ থেকে রয়েছেন তিনজন করে । বুন্দেশলিগা ও সিরি এ থেকে একজন এবং লিগ ওয়ান থেকে আছেন দুজন ।
ফোর্বসের বাৎসরিক সর্বোচ্চ আয় করা 10 ফুটবলার
1. লিওনেল মেসি 12.6 কোটি US ডলার
2. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 11.7 কোটি US ডলার
3. নেইমার 9.6 কোটি US ডলার
4. কিলিয়ান এমবাপে 4.2 কোটি US ডলার
5. মহম্মদ সালাহ 3.7 কোটি US ডলার
6. পল পগবা 3.4 কোটি US ডলার
7. আন্তোনিও গ্রিজম্যান 3.3 কোটি US ডলার
8. গ্যারেথ বেল 3.2 কোটি US ডলার
9. রবার্ট লেভানডফস্কি 2.8 কোটি US ডলার
10. ডেভিড ডি গিয়া 2.7 কোটি US ডলার