মাদ্রিদ, 31 অগাস্ট : যেমন তেমন কেউ নন ৷ ইনি হলেন লিওনেল আন্দ্রেস মেসি ৷ বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা নক্ষত্র ৷ বার্সেলোনার সঙ্গে চুক্তি নিয়ে টানাপোড়েনে তাই আসরে নামতেই হল লা লিগা কর্তৃপক্ষকে ৷ মেসি ও বার্সার চুক্তি নিয়ে রীতিমতো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ ৷ যা ফুটবল বিশ্বে বিরলতম ঘটনা ৷ একজন ফুটবলারের জন্য লিগ কর্তৃপক্ষ বিবৃতি দিচ্ছে এমনটা খুব কমই দেখা গেছে ৷ কিন্তু মানুষটা যখন লিওনেল মেসি তখন এমনটা হওয়ায় অবাক নয় ফুটবল জগৎ ৷
লা লিগার দেওয়া বিবৃতিতে অবশ্য হাঁফ ছেড়ে বেঁচেছে বার্সেলোনা ৷ আর ভ্রু কুঁচকেছে আর্জেন্টাইন তারকার ৷ স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মেসিকে দলে টানতে যদি কোনও দল আগ্রহী হয় তাহলে সেই দলকে রিলিজ ক্লজ় বাবদ 700 মিলিয়ন ইউরো চোকাতে হবে ৷ তা না পারলে আর্জেন্টাইন তারকা অন্য ক্লাবে যেতে পারবেন না ৷ বিবৃতিতে লি লিগা জানিয়েছে,
1. মেসি চুক্তি বাতিল করে ক্লাব ছাড়তে চান। সেক্ষেত্রে রিলিজ ক্লজ়ও উল্লেখ করা আছে । 1985 সালের 26 জুন রয়্যাল ডিগ্রি 16 ধারা অনুযায়ী পেশাদার অ্যাথলিটদের চাকরির ক্ষেত্রে যে আইন করা হয়েছিল তা মেনেই চুক্তি করা হয়েছে ।
2. নিয়মানুযায়ী এবং আগে এ ধরনের ঘটনার প্রেক্ষিতে লা লিগা খেলোয়াড়ের নাম ফেডারেশন থেকে প্রত্যাহার করবে না ৷ যতক্ষণ না খেলোয়াড় ক্লজ়ের সম্পূর্ণ টাকা দিতে পারছেন ।
রবিবার বার্সেলোনার প্রি-সিজ়ন মেডিকেল টেস্টে দেখা যায়নি লিওনেল মেসিকে ৷ রবিবার বার্সেলোনার প্রি-সিজ়ন মেডিকেল টেস্ট ছিল ৷ কিন্তু ক্লাব ছাড়ার গুঞ্জন উসকে দিয়ে দেখা যায়নি মেসিকে ৷ এমনকী সোমবার অনুশীলনেও আসেননি তিনি ৷