কলকাতা, 14 জুলাই : বিড়ির প্যাকেটে লিওনেল মেসির হাসিমুখের ছবি ৷ নাম 'মেসি বিড়ি' ৷ আর এই বিড়ি খোদ পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ৷ মুর্শিদাবাদের ধুলিয়ানের একটি বিড়ি ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে মেসি বিড়ি (messi's photo on beedi packet) ৷ আজ নয় অনেকদিন থেকেই ৷ তবে মেসি কোপা আমেরিকা জেতার পর সেই বিড়ি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ বিড়ির প্যাকেটে আগেই ঝড় তুলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এবার সেই পথে লিওনেল মেসিও ৷
কোপা আমেরিকা জয়ের পর সেলিব্রেশনের মুডে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ৷ ফুরফুরে মেজাজে মেসি ভক্তরাও ৷ কিন্তু বুয়েনস আইরেসে বসে থাকা মেসি জানেন না তাঁকে নিয়ে থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের দেশ ভারতে হইচই পড়ে গিয়েছে ৷ কারণটা মোটেও ফুটবল নয় ৷ দেশের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি নাকি মুখ দেখাচ্ছেন বিড়ির বিজ্ঞাপনে ৷ মুর্শিদাবাদের আরিফ বিড়ি ফ্যাক্টরির তৈরি মেসি বিড়ি এখন চর্চার বিষয় ৷
-
Messi's first endorsement in India
— Rupin Sharma IPS (@rupin1992) July 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
☺️☺️☺️☺️☺️ pic.twitter.com/07vh7bTMwC
">Messi's first endorsement in India
— Rupin Sharma IPS (@rupin1992) July 13, 2021
☺️☺️☺️☺️☺️ pic.twitter.com/07vh7bTMwCMessi's first endorsement in India
— Rupin Sharma IPS (@rupin1992) July 13, 2021
☺️☺️☺️☺️☺️ pic.twitter.com/07vh7bTMwC
আরও পড়ুন : MasterChef Australia : ফাইনালে পান্তাভাত-আলুসেদ্ধ ! তাক লাগালেন বাঙালি মহিলা
মেসির ছবিওয়ালা বিড়ির প্যাকেটের ছবি প্রকাশ্যে আনেন আইপিএস রুপিন শর্মা ৷ মজা করে ক্যাপশনে লেখেন, "ভারতে মেসির প্রথম ব্র্যান্ড এনডোর্সমেন্ট ৷" ছবিটি নিয়ে হাসির রোল পড়ে গিয়েছে টুইটারে ৷ কমেন্ট বক্সে মজার মজার মন্তব্যে ভরে গিয়েছে ৷ একজন লিখেছেন, "কোপা জেতার পর মেসির ভারতে এটাই প্রথম ব্র্যান্ড এনডোর্সমেন্ট ৷" একজনের প্রশ্ন, "এই ব্যাপারে কি মেসি আদৌ জানেন ?" নেটিজেনরা বলছেন, এমনটা ভারতেই সম্ভব ৷
বাংলাদেশের এক নাগরিক জানিয়েছেন, তাদের দেশে নাকি রোনাল্ডোর ছবি দিয়ে বিড়ি বিক্রি হয় ৷ তাহলে শুধু মাঠেই নয়, বিড়ির বিজ্ঞাপনেও মেসি-রোনাল্ডোর লড়াই চলছে !