কলকাতা, 25 এপ্রিল: নতুন মরশুমে মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইতিয়ার দলবদল নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে ফুটবল মহলের । কারণ মোহনবাগানের আইলিগ জয়ের অন্যতম কারিগর তিনি । মরশুমের প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে গিয়েছেন । মোহনবাগানের আক্রমণের ত্রিফলার মূল চালিকাশক্তি ছিলেন জোসেবা বেইতিয়া । কিন্তু অন্যদের আগ্রহ থাকলেও ভারতে খেলার আর ইচ্ছে নেই এই স্প্যানিশ মিডিওর । এর প্রধান কারণ হচ্ছে কোরোনা ভীতি ।
নতুন মরশুমের জন্য দল গড়া চলছে । ATK-র দল গড়ার প্রক্রিয়ায় স্প্যানিশ মিডফিল্ডার আছেন, একথা জোর দিয়ে কেউ বলতে পারছেন না । তবে জোসেবা বেইতিয়াকে দলে নেওয়ার জন্য ISL-এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী । ইতিমধ্যেই কেরালা ব্লাস্টার্সের কোচের পদে কিবু ভিকুনা যোগ দিয়েছেন । তিনি দল গড়ার ক্ষেত্রে চেনা অস্ত্রে ভরসা করবেন সেটাই স্বাভাবিক । শোনা যাচ্ছে সুয়ের ভিপি, নওরেমের কেরালায় যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা । মোহনবাগানের বিদেশিদের মধ্যে স্প্যানিশ ব্রিগেডের কেরালা ব্লাস্টার্সে যোগ দেওয়ার কথা ঘুরে বেড়াচ্ছে । কিন্তু সেই প্রবাহে জোসেবা বেইতিয়া থাকবেন কি না তা নিয়ে সংশয় দেখা গিয়েছে । কারণ কোরোনা বিদ্ধ ভারতে খেলতে রাজি হচ্ছেন না বেইতিয়া ।
লকডাউনের কারণে ঘরবন্দী অবস্থায় রয়েছেন তিনি । কোরোনা ভাইরাসের পরবর্তী সময়ে ফুটবল বিশ্বের ছবিটাও হয়তো বদলে যাবে । ভারতীয় ফুটবলের ছবিটা কী দাঁড়বে তা কেউ বলতে পারছে না । এই অবস্থায় বেইতিয়া ভারতে খেলতে নারাজ । এই ব্যাপারে তাঁর পরিবারের ভূমিকা রয়েছে । তাই বড় কোনও কারণ না ঘটলে মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার ভারতের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বললে খুব একটা ভুল বলা হবে না ।